| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূসর প্রহর
আমি মানুষ,আমার বুদ্ধি ও একটু কম, বোকাই বলা চলে।আমি কল্পনা প্রবন ও সহজাত বিবেচনাবধ সম্পন্ন ব্যক্তি। কল্পনা অনুযায়ী সব কিছহু না চললে আমি ভীত হয়ে পরি। কনো আঘাত বা প্রতিকুলতার সম্মুখীন হলে নিজেকে নিজের মাঝে গুটিয়ে ফেলি। আমি অত্তন্ত অনুভুতি প্রবন ও সহজেই মনে আঘাত পাই।সচরাচর কল্পনা শক্তির প্রভাবের জন্য আমি সফতা অর্জন করি।সপ্ন দেখতে ভালবাসি। অত্যন্ত অনুভুতিশীল বলে সহজাত গুলাবলি প্রকাশ করার জন্য অন্যের প্রশংসা চাই।সপ্ন কে বাস্তবে রুপ দেবার জন্য নিজেকে যথেষ্ট স্বাধীন রাখতে ভালবাসি……।। হয়ত আমাকে দেখে আপানার পাগল মনে হতে পারে কিন্তু আমি এমন ই……… আবেগের উত্তাল আটলান্টিক মহাসাগরে প্রতিনিয়ত ডুবছি আর ভাসছি... খুঁজছি যদি তল খুজে পাই, Email : [email protected] . fb: www.facebook.com/shihab.dipu
"আমার সাথে ৭ বছর সম্পর্কের মানে এই না যে, সারাজীবনই আমার সাথেই থাকতে হবে, আবার আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসলেই এই না যে, ৭ বছর আমার সাথে প্রতারণা করেছো, ৭ বছরের ভালেবাসা মিথ্যে হয়ে যাবে না আজকের ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে! "
সত্যিটা এমনই, ক্ষমা করে দিলাম, বিশ্বাস করতে ভালো লাগে, আমি প্রতারিত হইনি, বরং নিখাদ ভালোবাসা পাওয়ার স্মৃতি নিয়ে বেঁচে থাকা বেশি স্বস্তির
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:০২
রক্ত পলাশী বলেছেন: "নিখাদ ভালোবাসা পাওয়ার স্মৃতি নিয়ে বেঁচে থাকা বেশি স্বস্তির"-নিজেকে স্বান্তনা দেবার একটি সুন্দর বাক্য........