![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ,আমার বুদ্ধি ও একটু কম, বোকাই বলা চলে।আমি কল্পনা প্রবন ও সহজাত বিবেচনাবধ সম্পন্ন ব্যক্তি। কল্পনা অনুযায়ী সব কিছহু না চললে আমি ভীত হয়ে পরি। কনো আঘাত বা প্রতিকুলতার সম্মুখীন হলে নিজেকে নিজের মাঝে গুটিয়ে ফেলি। আমি অত্তন্ত অনুভুতি প্রবন ও সহজেই মনে আঘাত পাই।সচরাচর কল্পনা শক্তির প্রভাবের জন্য আমি সফতা অর্জন করি।সপ্ন দেখতে ভালবাসি। অত্যন্ত অনুভুতিশীল বলে সহজাত গুলাবলি প্রকাশ করার জন্য অন্যের প্রশংসা চাই।সপ্ন কে বাস্তবে রুপ দেবার জন্য নিজেকে যথেষ্ট স্বাধীন রাখতে ভালবাসি……।। হয়ত আমাকে দেখে আপানার পাগল মনে হতে পারে কিন্তু আমি এমন ই……… আবেগের উত্তাল আটলান্টিক মহাসাগরে প্রতিনিয়ত ডুবছি আর ভাসছি... খুঁজছি যদি তল খুজে পাই, Email : [email protected] . fb: www.facebook.com/shihab.dipu
-ভাইয়া জানো ওর ঠোটঁ দু'টো না খুব সুন্দর , ''কিস ... ... ... ...'' ।
- তা তোমার 'ও' কিসে পড়ে ?
- এইটে উঠলো
- আর তুমি ?
- হিহিহি ! সেভেনে উঠেছি...
-আমি তোমার কত বড় জানো?
- বেশি না হ স চ দিবেন
- আমাকে এগুলা বলছ লজ্জা করে না ?
- কিসের লজ্জা ? এগুলা এখন সবাই করে। আপনি ব্যাকডেটেড
- সীন ১০.৩০ পি এম
_________________________________
এই মেয়েকে আমার হ স চ এর পড়ে দু'টো বিষয় পড়ানোর কথা ছিলো । এলাকার এক বড় ভাইয়ের লিঙ্ক। মেয়ের মা খুব ভদ্র । বাবাও অনেকটা বিনয়ী । কিন্তু এই কুলাঙ্গার উনাদের আসল সন্তান কিনা তাতে আমি সন্দীহান ।
ভেবেছিলাম বাসায় বলবো টিউশনি'র ব্যাবস্থা করে ফেলেছি । কিন্তু এই পাকনা'র সাথে কথা বলার পর শখ মিটে গেসে । অধুনিকায়নের মানে তো এই না যে নাঙ্গা হয়ে নাচতে হবে । আমরাও বড় হয়েছি । একবিংশ শতাব্দীর তরুন আমরাও । এখনো কিঞ্চিত বড় কাউকে কিছু বলতে হলেও মেপে বলি ।
অতঃপর মেয়ের বাবা কে ফোন দিয়ে বললাম, '' আঙ্কেল এতো ছোট মেয়ে , আমি আসলে বাচ্চাদের পড়াতে পারিনা । আমাকে মাফ করবেন '' ।
২| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২০
প্রামানিক বলেছেন: জামানার দোষ।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম, উন্নত হতে হতে দেখব একদিন আমরা অনেক নিছে নেমে গেছি।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৫
চাঁদগাজী বলেছেন:
আপনাদের সমসয়া কেহ সমাধান করতে পারবে না