![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ,আমার বুদ্ধি ও একটু কম, বোকাই বলা চলে।আমি কল্পনা প্রবন ও সহজাত বিবেচনাবধ সম্পন্ন ব্যক্তি। কল্পনা অনুযায়ী সব কিছহু না চললে আমি ভীত হয়ে পরি। কনো আঘাত বা প্রতিকুলতার সম্মুখীন হলে নিজেকে নিজের মাঝে গুটিয়ে ফেলি। আমি অত্তন্ত অনুভুতি প্রবন ও সহজেই মনে আঘাত পাই।সচরাচর কল্পনা শক্তির প্রভাবের জন্য আমি সফতা অর্জন করি।সপ্ন দেখতে ভালবাসি। অত্যন্ত অনুভুতিশীল বলে সহজাত গুলাবলি প্রকাশ করার জন্য অন্যের প্রশংসা চাই।সপ্ন কে বাস্তবে রুপ দেবার জন্য নিজেকে যথেষ্ট স্বাধীন রাখতে ভালবাসি……।। হয়ত আমাকে দেখে আপানার পাগল মনে হতে পারে কিন্তু আমি এমন ই……… আবেগের উত্তাল আটলান্টিক মহাসাগরে প্রতিনিয়ত ডুবছি আর ভাসছি... খুঁজছি যদি তল খুজে পাই, Email : [email protected] . fb: www.facebook.com/shihab.dipu
উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের শিক্ষার্থীদের দ্বারা মূল্যায়ন করা হচ্ছে ২০১৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার খাতা। একজন ফার্স্ট ইয়ারের ছাত্র কতটুকু যোগ্যতা রাখে বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়ন করার জন্য তা আমার জানা নেই । ঐ সম্মানিত শিক্ষক কতটুকু দ্বায়িত্ব নিয়ে খাতাগুলো মূল্যায়ন করেছেন তাও আমার বোধগম্য নয় ।
একটি ভুল একজন শিক্ষার্থীর সারাজীবনে কান্না । গত বছরও বাসে বসে উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখার জন্য একজন শিক্ষিকাকে নিয়ে মিডিয়ায় খুব তোলপার হয়েছিল। দেশের শিক্ষা ব্যবস্থা যে রসাতলে তার নমুনা এখান থেকেই বোঝা যায়।
শিক্ষকগণ ছাত্রদের দিয়ে খাতা দেখাচ্ছেন, এই রকম কিছু অসাধু শিক্ষক দের জন্যই আমাদের শিক্ষা ব্যাবস্থার এই দশা, এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরী
২| ০১ লা মে, ২০১৬ রাত ১২:০৬
যোগী বলেছেন:
অনেক কিছু ছবি বা ভিডিওতে দেখা যায় যা সত্য না।
তাই দেখা আর সুনার সত্যতা নিয়ে সন্ধিহান থাকি সব সময় যদি সূত্র নির্ভরযোগ্য না হয়। যেমন সাঈদী রাজাকার চাঁন্দে।
৩| ০১ লা মে, ২০১৬ দুপুর ২:০৯
সুমন কর বলেছেন: প্রমাণ দরকার !! ঐ ছবিটা তো তার পরীক্ষা হলেও হতে পারে !
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৬ রাত ১২:০২
জিয়ানা বলেছেন: এতেই প্রমাণিত হয় বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা কত খারাপ! খুবই দুঃখজনক।