নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখ,স্বপ্নেই সাফল্য...

ধূসর প্রহর

আমি মানুষ,আমার বুদ্ধি ও একটু কম, বোকাই বলা চলে।আমি কল্পনা প্রবন ও সহজাত বিবেচনাবধ সম্পন্ন ব্যক্তি। কল্পনা অনুযায়ী সব কিছহু না চললে আমি ভীত হয়ে পরি। কনো আঘাত বা প্রতিকুলতার সম্মুখীন হলে নিজেকে নিজের মাঝে গুটিয়ে ফেলি। আমি অত্তন্ত অনুভুতি প্রবন ও সহজেই মনে আঘাত পাই।সচরাচর কল্পনা শক্তির প্রভাবের জন্য আমি সফতা অর্জন করি।সপ্ন দেখতে ভালবাসি। অত্যন্ত অনুভুতিশীল বলে সহজাত গুলাবলি প্রকাশ করার জন্য অন্যের প্রশংসা চাই।সপ্ন কে বাস্তবে রুপ দেবার জন্য নিজেকে যথেষ্ট স্বাধীন রাখতে ভালবাসি……।। হয়ত আমাকে দেখে আপানার পাগল মনে হতে পারে কিন্তু আমি এমন ই……… আবেগের উত্তাল আটলান্টিক মহাসাগরে প্রতিনিয়ত ডুবছি আর ভাসছি... খুঁজছি যদি তল খুজে পাই, Email : [email protected] . fb: www.facebook.com/shihab.dipu

ধূসর প্রহর › বিস্তারিত পোস্টঃ

মা

০৯ ই মে, ২০১৬ রাত ১:২৪

আমার সাথে মায়ের কোন ছবি নেই । নার্সারি'র পর থেকে মা'র সাথে হয়ত সিঙ্গেল কোন ছবি তোলা হয়নি । তিনি একটু কমই ছবি তোলেন। তাই সবার মত দিতে ইচ্ছে করলেও কেন যেন দেয়া হয় নি।

উনি এমন একজন মানুষ যার জন্য আজকের আমি । এক সময় শিক্ষকতা করতেন । আমার জন্য তার ক্যারিয়ারেরও ইতি ঘটান তিনি ।
এমনও দিন দেখেছি যে আমাকে পিটিয়ে সপ্তাহে গোটা চারেক জালি বেত ভেঙ্গে ফেলেছিলেন । আবার কান্নায়ও ভেঙ্গে পড়তে দেখেছি ।দেখেছি কিভাবে একটি সংসারকে রাঙ্গিয়ে তুলেছেন পরম মমতায় । দুই ভাই হলেও মা'র চিন্তাটা আমার জন্য একটু বেশিই । বংশের বড় ছেলে একটু এড়েঁ কিনা তাই চোখে চোখে রাখেন আর কি ।

মায়ের চিন্তাটা আমার জন্য কি রকম তার দু'টো উদাহরণ দেই-
গতকার রাতে আমাকে নিজ হাতে ভোজে বসিয়ে তিনি কি কারনে হেসেঁলে গেলেন । মিনিট পাচেঁক পর দেখি মা'র কন্ঠ, '' এই পড়তে বয়, সারাদিন কি কি করিশ , খালি ফোন ল্যাপটপ ! যা তাড়াতাড়ি যা । '' একটু অবাক না হয়ে পারলাম না । ডেকে বলার পর দেখি হাসঁছেন ।
ক্লাস নাইন এবং টেন তিনি আমাকে চার বার বলেছিলেন, তুই এবার পাশ করতে পারবি না। এবং ঠিক ঠিক আমি চারবারই পাশ করিনি । এস এস সি তে বলেছিলেন, '' তোর রেজান্ট ভালোই হবে , মন বলছে।'' ঠিক তাই হয়েছিলো । ঠিক এতোটাই চিন্তা করেন আমার জন্য।

আসলে তার চাপ একতু বেশিই । মধ্যবিত্ত পরিবারের মায়েরা তাদের সাধ্যের সবটুকু করতে চায় । কখনো এমন হয়েছে সামান্য উটকো কাটিং চুলে মারা জন্য বেধড়ক মার খেয়েছি । আবার কখনো পাশের বাড়ির জানালার গ্লাস ভেঙ্গে জরিমানা দেবার সময় আমার কাচুমাচু মুখ দেখে এতটুকুও বকেন নাই ।
মা'কে আমার বন্ধু মহলের বেশির ভাগ মানুষই ভয় পায় । রাশভারি চলনের জন্য হয়ত । আমার বাবা-মা দুই জনেই মাশআল্লাহ রাগীমানুষ । তবে মা যতটা দেখায় ঠিক ততটাও না । কিন্তু এমন ভয়ই দেখায় যে পিলে চমকে ওঠার মতো । এই পোষ্ট লিখার সময়ও দু'বার আগুন চক্ষু'র সাথে অমৃতবানী শুনিয়েছেন ।


উনিই আমার '' মা '' । আমার পরম শ্রদ্ধা এবং ভালবাসার '' মা '' তার জন্য আমার সব হাজির। মা দিবসে শুভেচ্ছা জানিয়ে ছোট করব না।উনার জন্য ভালবাসা আজীবন ।

আর কিছু চাইনা, শুধু মাথার উপর বটবৃক্ষ হয়ে থেকো মা ।
অনেক ভালবাসি তোমায়

- শিহাব আল মামুন
Shihab A. Mamun

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.