![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিকেলঘড়িটাও থমকে গেছে
স্মৃতির অলিন্দে ওড়ে নেশাতুর চিল,
উদ্ধত ঢেউ ভাঙে নিউরনের বাঁকে
প্রাপ্তির সমীকরণে গরমিল।
বখাটে সন্ধ্যার নীড়ে ডানপিটে জোনাক
ঠুকরে খেয়ে চলে নক্ষত্রের পাঁজর,
আমি ডাহুকের কান্না ছুঁয়েছি অজস্রবার
এই ভ্রান্ত শহরে আমি নিশাচর।
কষ্টেরা কড়া নাড়ে রাতদুপুরে
ফুসফুসে বাড়ে নিকোটিনের কোলাহল,
নিয়ন আলোর নিচে মাতাল রাজপথ
বিষাদের পুঁথি পড়ে অনর্গল।
অর্বাচীন জোছনার নিচে লুটোপুটি রাত
ঘোলাটে আঁধারে আজ নষ্ট স্মৃতি,
অবশেষে পড়ে থাকে খুব নিরবে
অস্পৃশ্য কিছু অনুভূতি।।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৪
আরাফআহনাফ বলেছেন: "অবশেষে পড়ে থাকে খুব নিরবে
অস্পৃশ্য কিছু অনুভূতি।।"
মুছে যাক সব জরা-জীর্ণতা নতুনের আবাহনে।
শুভ কামনা রইলো।