![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার শহরটা কেমন আছে, কেমন আছে শহরের মানুষগুলো?
কেমন আছে চৌরাস্তাটা, কেমন আছে পথের ধুলো।
কেমন আছে নিউমার্কেট, কেমন আছে কলেজ রোড,
কেমন আছে রাস্তার মোড়ের বিজ্ঞাপনের বিলবোর্ড।
জলপাই রঙের বাড়িটা কি আগের মতো তেমনই আছে?
এখনো কি হলদে পাখি বাসা বাঁধে জারুল গাছে।
কেমন আছে ঝুলবারান্দা, কেমন আছে জানালার গ্রিল,
এখনো কি ওই আকাশে অবেলায় ওড়ে শঙ্খচিল?
এখনো কি টমকে নিয়ে হাটতে বেরোও বিকেলবেলা,
এখনো কি রাস্তার মোড়ে দাড়িয়ে থাকে ফুচকাওয়ালা।
এখনো কি বইমেলাতে জীবনানন্দের কবিতা খোঁজো?
এখনো কি ঝুম বরষায় ছাদের কোণে একলা ভেজো।
সেই ছেলেটা কেমন আছে অ্যাকোয়েস্টিকে গাইতো গান,
কেমন আছে তোমার ছাদের এক চিলতে ফুলের বাগান।
আমার দেয়া চিরকুটখানা তোমার কাছে কেমন আছে?
এখনো কি লুকিয়ে পড়ো হুমায়ূন স্যারের বইয়ের ভাজে।
অঞ্জন দত্তের গান কি শোনো উদাস করা মেঘলা দিনে,
এখনো কি চটপটি খাও শেষ গলিটার টং দোকানে।
কেমন করে কাটছে তোমার নিঝুম রাতের একলা প্রহর,
জানতে বড় ইচ্ছে করে কেমন আছে তোমার শহর?
©somewhere in net ltd.