নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে....

ধূসর অস্তরাগ

ধূসর অস্তরাগ › বিস্তারিত পোস্টঃ

ভৌতিক গল্পঃ সেই রাতে (২য় পর্ব)

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭

ঘরে কোন বিস্কুট টিস্কুটও নেই যা খেয়ে খিদে সামাল দেবো। যাই হোক, আর তো কয়েক ঘন্টা বাকি। তারপরই সকাল। ভোরের দিকে হোটেল থেকে নাস্তা করে নেবো। আর কাল সকালেই বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। এভাবে একা একা থাকা যায়না। প্রয়োজনের সময় অনেক কিছুই পাওয়া যায়না।

শোয়ার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় অস্পষ্টভাবে শুনতে পেলাম ঠক ঠক ঠক। দরজা নক করার শব্দ। কিছুটা চমকে গেলাম। এতো রাতে দরজা নক করবে কে। নাকি আমার মনের ভুল। ভুতে আমি বিশ্বাস করিনা। সায়েন্সের ছাত্রদের অনেক কিছুই অবিশ্বাস করতে হয়। ভাবলাম বাতাসে হয়তো বাইরের কোন কপাট টপাট নড়েছে। শুতে যাবো তখন আবার শুনলাম ঠক ঠক ঠক। এবার একটু জোরে। তারপর আবার হলো শব্দটা আরো জোরে। একদম স্পষ্ট। আমি বেশ জোরে শোরেই বললাম-- কে?
কোন উত্তর পাওয়া গেলোনা।
আমার অল্প অল্প ভয় করতে লাগলো। ভুতের ভয় না। আজকাল এসব জায়গায় ডাকাতি ছিনতাই হচ্ছে অহরহ। সেরকম কিছু কিনা কে জানে। আমি আবার বললাম-- কে?
এবার উত্তর এলো, আমি সোহেল। দরজা খোল।
হ্যা। কণ্ঠস্বরটা সোহেলের। আমি অবাক হলাম। রাত আড়াইটার সময় সোহেলের আমার এখানে আসার কারণটা কি?
আমি বললাম, তুই এতো রাতে, এখানে কেনো?
-- আরে দরজা খোল আগে তারপর বলছি।
আমি দরজা খুললাম। ও হুড়মুড় করে ভেতরে এসে ঢুকলো। বললো-- শালা হারামজাদা, ফোন অফ করে রেখেছিস কেনো?
-- একমনে পড়ছিলাম তো। কেউ যেনো ডিস্টার্ব না করে এইজন্য অফ করে রেখেছি।
-- ফোন তাহলে কিসের জন্য ইউজ করিস? যোগাযোগ রাখার জন্যই তো। কেউ যদি খুন হয়ে যায়, মারা যায় তাহলে খবর পাবি কিভাবে?
-- এসব কি বলছিস তুই? সবসময় তো আর অফ থাকেনা। আজ একটা জটিল বিষয় পড়ছিলাম একমনে। চাচ্ছিলাম কেউ যেনো ডিস্টার্ব না করে। জানিসতো বিক্রিয়া আমার মাথায় ঢোকেনা। এখন তুই কি মনে করে সেটা বল।

সোহেল কাঁপা কাঁপা গলায় বললো, আমার মেসে একা থাকতে ভয় করছে। আর কেউ নেই। বাড়ি চলে যাওয়া উচিত ছিলো। আজ রাতটা তোর এখানে থাকতে এলাম। কাল বাড়ি চলে যাবো।
-- তো এতো রাতে কোত্থেকে এসেছিস? সন্ধ্যার দিকে আসলে তো পারতিস।
-- সন্ধ্যার দিকে নিউমার্কেটে গিয়েছিলাম। বাড়ি যবো এইজন্য বাবা মার জন্য কিছু কেনাকাটা করলাম। আর সস্তায় বিস্কুট পেয়ে গেলাম। এক কার্টুন বিস্কুট কিনেছি। যখন খিদে লাগবে তখন খাবো। বাড়ি কিছু নিয়ে যাবো। তোর জন্য এক প্যাকেট নিয়ে এসেছি।
-- অনেক ভালো করেছিস। খিদেয় আমার পেট চো চো করছে। দে আগে খেয়ে নিই।
-- দোস্ত, একটা ঘটনা ঘটে গেছে। খেতে খেতে শোন।
-- কি ধরণের ঘটনা?
-- মোটামুটি ভৌতিক বলা যায়। এইজন্যই তো ছুটতে ছুটতে তোর এখানে এলাম।
যদিও আমি ভুত বিশ্বাস করিনা, তারপরও বল শুনি।

সোহেল গল্প শুরু করলো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৬

এরশাদ চাচ্চু বলেছেন: পর্নোসাইট বন্ধের ঘোষণা | বিলুপ্তির পথে কুটির শিল্প
এসপ্তাহের মধ্যেই বন্ধ হতে যাচ্ছে ব্রাজার্স থেকে শুরু করে এক্সহ্যামস্টার, এক্সভিডিওস, টুশি ডটকম সহ ঐতিহাসিক সব পর্নোগ্রাফি ওয়েবসাইট। বাংলাদেশ থেকে এসব পঁচা সাইটে এখন থেকে আর কেউই ভিজিট করতে পারবেনা। সম্প্রতি ফেসবুকে এমনটাই ঘোষণা দিয়েছেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

পর্নোগ্রাফি আইন এর ধারা বজায় রাখতে বাংলাদেশের ওয়েব থেকে এসব দুষ্ট দুষ্ট সাইটগুলো বন্ধ করা জরুরী বলে এক ব্যক্তি তাঁর (তারানা হালিম) ফেসবুক পেজে কমেন্ট করলে প্রত্যুত্তরে তিনি বলেন, 'এই সপ্তাহের মধ্যেই সকল পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দেয়ার ব্যবস্থা নেয়া হবে।'

পর্নোসাইট বন্ধ কর‍ার বিষয়টি দেশের সমাজ ও তরুণদের সামাজিক অবক্ষয় রোধে ভুমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। তবে ফেসবুকে এ নিয়ে সংখ্যালঘূ কিছু খারাপ ছেলেদের বিক্ষুদ্ধ হয়ে পোস্ট দিতে দেখা গেছে। মোকাদ্দেস নামে এরকমই একজন তরুণ সোমবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে লিখে, 'পর্নোসাইট বন্ধ করার মাধ্যমে আমাদের জৈবিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।'



এদিকে পর্নোসাইট বন্ধ করলে দেশের সম্ভাবনাহীন কুটির শিল্পও বিলুপ্তির দারপ্রান্তে গিয়ে পৌঁছাবে বলে মনে করছেন আরেক জনপ্রিয় ফেসবুক‍ার মোতাহার মিথুন।

আরও পড়ুন বিসিএসের জন্য, প্রথমবারের মত এইচএসসি পরীক্ষায় ছেলেদের অংশগ্রহণ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.