নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইলা

ইলা › বিস্তারিত পোস্টঃ

খাই নাই

২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৭

দীর্ঘ দুই মাস ছুটিতে। বেশ ফুরে ফুরে মেজাজে কাটছে। আগামী ১ এপ্রিল যোগদান করতে হবে। বাংলাদেশের একেবারে উত্তরপ্রান্তে কর্মস্থল হওয়ায় আত্মা ধুক্ ধুক্ করছে।

এই দুমাস বাসায় বসে শুধু খাই আর খাই
ভাত খাই, রুটি খাই।
আটা খাই, পিঠা খাই।
পঁচা খাই, বাসি খাই।
টাটকা খাই, তাজা খাই।
নগদ খাই, বাকি খাই।
সারাদিন শুধু খাই খাই।
তবুও বলি কিছুই খাই নাই।


বলুন তো আমি কার মত???????

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪২

বিজন রয় বলেছেন: আপনি কি খুব মোটা?

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

ইলা বলেছেন: ফিটনেস সেন্টার আছে না?

২| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪২

সুমন কর বলেছেন: আমি কি হাঁস নাকি !! হাহাহাহা........... !:#P

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

ইলা বলেছেন: হা হা হাহা, আমি হাঁস নই হাঁসি ও নই। মাথাটা একটু খাটাও, বৎস।

৩| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৩

উল্টা দূরবীন বলেছেন: আপনি সর্বভুক।

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

ইলা বলেছেন: ১০০% হাসা। আমি সব খাই
বিড়ি খাই, সিগারেট খাই।
পান খাই, চা খাই।
বিল দিয়ে খাই, না দিয়ে খাই।
চুরি করে খাই, ছ্যাঁচড়ামী করে খাই।
ডাকাতি করে খাই।
হুমকী দিয়ে খাই, ধামকী দিয়ে খাই।
তবুও বলি কিছু খাই নাই।

৪| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৯

উদাসী স্বপ্ন বলেছেন: ঢেকী?

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

ইলা বলেছেন: হয় নাই।

৫| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

নুর ইসলাম রফিক বলেছেন: রাক্ষুসির মতো।
এই প্রথম আপনাকে কমেন্ট করলাম তাও আবার খাচ্চর মার্কা কমেন্ট।
ক্ষমা করবেন।

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

ইলা বলেছেন: স্বাগতম!! নো ব্যাপারস্।

৬| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০১

খায়রুল আহসান বলেছেন: সরকারী লোকজনদের মত।

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৮

ইলা বলেছেন: ভাই, এভাবে বলবেন না। কারন আমি নিজে একজন। তবে আর একটু ভাবুন।

৭| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৬

উদাসী স্বপ্ন বলেছেন: তুমি কি আমার মেইল রিয়েলি পাও না?

না পাইলে আমার ফেসবুকে একটু ম্যাসেজ দিবা? কথা আছে

৮| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

জুলফাত বলেছেন: আপনি আসলে সরকারি দুর্নীতিপরায়ণ কর্মকর্তা, আপনাদের আসলে ক্ষুধা শেষ হয় না

২৫ শে মার্চ, ২০১৬ রাত ১০:১১

ইলা বলেছেন: কতত বড় সাহস!!!!! ওরে এতো উচিৎ কথা কয়।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২০

ফরিদ আহমাদ বলেছেন: গরু। :D

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫

ইলা বলেছেন: হুম, ঘাস খায় না।

১০| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯

উদাসী স্বপ্ন বলেছেন: সরকারী অফিসে ঘুষ কেমনে খায় এবং সেইটারে কেমনে হালাল করে এইটা নিয়া একটা পোস্ট দেও!

১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

ইলা বলেছেন: ফাঁসিতে লটকানোর পায়তারা করো???
২০৩০ সালের পর যোগাযোগ করিও।

১১| ০৬ ই মে, ২০১৬ দুপুর ২:৫৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: হ্যাঁ! সরকারী আমলা,যাদের পেট যেন মস্ত এক গামলা? তাছাড়া, তলায় ফুটো রয়েছে , সুতরাং যতই খায়, সবই বেরোয়!!কিছুই থাকেনা আর তাই, শুধুই খাই খাই। খাঁই আর মিটেনা!!

০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:২৮

ইলা বলেছেন: কেনরে ভাই? আমলা ছাড়া কী কারো গামলা নাই??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.