| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমরান আশফাক
নিজেকে জানার ও খুজে পাওয়ার চেষ্টায় রত আমি, জানি না কবে নাগাদ সফল হবো কিংবা আদৌ হবো কিনা।
২|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৩
শায়মা বলেছেন: বিমান খালা!
হা হা হা আসলেই তো খালা খালা বিমান খালা ! ![]()
৩|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৪
রোষানল বলেছেন: আমার জারনিটা বিমান খালারা একেবারে ময়দা করে দিলো রে
![]()
৪|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৪
শায়মা বলেছেন: উফ বিজনভাইয়া! তুমি সবখানে কেমনে আগে আগে এসে যাও!!!!!!!
তোমার কম্পুটার কি অটো টাইপিস্ট!
৫|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৫
যোগী বলেছেন: বিমান খালাইতো ভালো মা এর চেয়ে দরদ অনেক খানি বেশি ![]()
৬|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৬
শায়মা বলেছেন: রোষানলভাইয়া খালামামাদের বাড়িতে কত্ত ভালোবাসা পায় মানুষ জানোনা? কি বলো এইটা!!!!!!!
এই কারনেই তো বিমানে খালা দেওয়া হয়েছে। মামাও আছে।
৭|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৯
রাঙা মীয়া বলেছেন:
![]()
৮|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪২
বিজন রয় বলেছেন: বিমানে আছে বিমান খালা
ব্লগে আছে শায়মা খালা।
৯|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৫
বিজন রয় বলেছেন: শায়মা বলেছেন: উফ বিজনভাইয়া! তুমি সবখানে কেমনে আগে আগে এসে যাও!!!!!!!
তোমার কম্পুটার কি অটো টাইপিস্ট!
@ শায়মা....... বিজন মানে জনহীন, আমি নিরবে জনশূণ্যে থাকি, তাই সবার পোস্টে প্রথম হই।
হা হা হা .......... শুভকামনা শায়মামনি।
১০|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৯
শায়মা বলেছেন: ৮. ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪২ ০
বিজন রয় বলেছেন: বিমানে আছে বিমান খালা
ব্লগে আছে শায়মা খালা।
ও আমি শায়মা খালা না!!!!!!!
আর তুমি নাম্বার ওয়ান জ্বালানি মামা!
মানে সবার আগে একটা না একটা কমেন্ট দিয়ে মানুষকে জ্বালাই মারো!!!!!!!!
কাজেই তুমি ব্লগ জ্বালানি মামা!
![]()
১১|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫২
শায়মা বলেছেন: বিজনে থাকো!!!!!!!!
তোমার জন্য গানা ......
https://www.youtube.com/watch?v=1g5-5kaEVqs
যাও এখন গান শুনো একটু আল্লার ওয়াস্তে। আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও!!!!!!!!![]()
১২|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০
হাফিজ বিন শামসী বলেছেন:
সে তো অনেক সৌভাগ্যের কথা।
খালার গতরে মায়ের গন্ধ পাওয়া যায়। ![]()
১৩|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪
হাফিজ বিন শামসী বলেছেন: বিজন দা আর মিষ্টি ভাষিণী শায়মার ঠুকাঠুকি বেশ মজাই লাগছে।
চলুক না আরেকটু।
১৪|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৭
সাদা মনের মানুষ বলেছেন:
এহানে তো দেখ্তাছি সব খালা মামাদের কারবার, ভাই বুনেরা গেলু কই ![]()
১৫|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৭
শায়মা বলেছেন: হাফিজভাইয়া তোমার ব্লগিং এর কি খবর?
১৬|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১০
শায়মা বলেছেন: সাদা মনের মানুষভাইয়া তোমার ছবি দেখেই জানি তুমিও আরেক মামা। ঐ যে সুন্দর বিমান খালাটা দেখা যাচ্ছে না তার বড় ভাই।![]()
১৭|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: পোড়া কপাল!
১৮|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৩
মমিতা বলেছেন: বিমান খালা খারাপ না ![]()
১৯|
২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২২
প্রামানিক বলেছেন: বিমান খালারা আছে বলেই বিমানে ভাগ্নেরা একটু ভাল মন্দ খাইতে পায়, তানা হলে বালাদের চোখ রাঙানির চোটে থাকাই যেত না।
২০|
২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০০
হুকুম আলী বলেছেন: বিমান বালারাই একসময় খালা হয়, দোষের কিছু তো দেখি না। বয়সটাতো কেউ নিয়ন্ত্রণ করতে পারে না।
২১|
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৮
সোজোন বাদিয়া বলেছেন: আমার কাছে পোস্টটি অশ্লীল মনে হয়েছে। তাই, যদিও কিছুটা হাসির, তবুও হাসতে পারছি না। দুঃখিত।
২২|
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৯
হাফিজ বিন শামসী বলেছেন: এখানে দেখছি আমরা শুধু অতিথিবৃন্দ। বাড়িওয়ালা মানে আমাদের ইমরান ভাই গেল কোথায়?
শায়মা আপু, আমার ব্লগিং জীবন বেশ আনন্দে কাটছে। আগে শুধু পড়ে মজা নিতাম। এখন পড়ার সাথে সাথে মন্তব্য করার মধ্য দিয়ে মজা নেয়ার চেষ্টা করি।তুমি ভাল আছ আপু?
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৩
বিজন রয় বলেছেন: হা হা হা হা হা