![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে জানার ও খুজে পাওয়ার চেষ্টায় রত আমি, জানি না কবে নাগাদ সফল হবো কিংবা আদৌ হবো কিনা।
২| ২১ শে মার্চ, ২০২৩ দুপুর ২:১৬
অক্পটে বলেছেন: আসলেই মনটা কেমন করে উঠল। সমাজের বৈষম্য এত প্রকট যে নিজেদের মানুষ বলতেও লজ্জা হয়। মানুষের চেয়ে জন্তু জানোয়ারও ভালো। জানোয়ারদের মধ্যে বৈষম্য নাই।
২২ শে মার্চ, ২০২৩ রাত ১১:১১
ইমরান আশফাক বলেছেন: নিজেকে অসহায় মনে হয়।
৩| ২১ শে মার্চ, ২০২৩ দুপুর ২:১৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
রাজকন্যারা কী সুন্দর হয় ?
কিন্তু জানেন ?
এখন আমরা বুঝি যে সাত নম্বর ফ্ল্যাটের নিনকা ছিল অসাধারণ অসুন্দর:
চওড়া খাঁদা নাক ছিল তার, মোটা মোটা ঠোঁট, তার চারিপাশে আর কপালে রুটির গুঁড়োর মতো ছুলি। বিবর্ণ চোখ। সোজা সোজা অঘোম চুল। হাঁটতো পা ঘষে ঘষে , পেটটা সামনে এগিয়ে দিয়ে। কিন্তু এসব আমাদের চোখে পড়তো না। যে ন্যায়পর অজ্ঞতায় আমরা তখন ছিলাম তাতে ভালো মানুষকে ধরা হতো সুন্দর আর খারাপ কে অসুন্দর !
সুযোগ বুঝে রাশিয়ান শৈশবের বইয়ের কয়েক লাইন দিয়ে দিলাম।
আপনার পোস্টে ভালো লাগা। ভালো থাকুক ছবির রাজকন্যাটা !
২২ শে মার্চ, ২০২৩ রাত ১১:১৩
ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ, সঠিক কথাই বলেছেন যে ছবির রাজকন্যাটা।
৪| ২১ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: রাজকন্যাকে বাসায় নিয়ে যান। তাকে উন্নত জীবন দেওয়া যায় কিনা দেখুন।
২২ শে মার্চ, ২০২৩ রাত ১১:১৬
ইমরান আশফাক বলেছেন: কোন বাড়িতে গেলে কাজের ছেমড়ি হিসাবে ব্যবহার হবে হয়তো। আমাদের এনজিও গুলোর চোখে পড়ে না এই ছোট্ট মিষ্টি বাচ্চাদের?
৫| ২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:০৭
বিটপি বলেছেন: রাজীব নুর বলেছেন: রাজকন্যাকে বাসায় নিয়ে যান। তাকে উন্নত জীবন দেওয়া যায় কিনা দেখুন। দেখুন না চেষ্টা করে! আমি চাই এই মেয়েটি গোসল করে, সুন্দর জামাকাপড় পড়ে স্কুল ব্যাগে বই খাতা গুছিয়ে স্কুলে যাবার সময়ে একটি মিষ্টি হাসি দিক।
২২ শে মার্চ, ২০২৩ রাত ১১:১৯
ইমরান আশফাক বলেছেন: ইস্, সেই রকম যদি করা যেত।
৬| ২১ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪
প্রামানিক বলেছেন: রাজকন্যাই বটে।
২২ শে মার্চ, ২০২৩ রাত ১১:২০
ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ মন্তব্যটির জন্যে।
৭| ২১ শে মার্চ, ২০২৩ রাত ৯:০১
কামাল১৮ বলেছেন: এদের দেখার দায়িত্ব সরকারের।সবাই মিলে জনগনের সরকার গড়ে তোলতে হবে।ব্যাক্তি পর্যায়ে এই সমস্যার সমাধান করা সম্ভব না।
২২ শে মার্চ, ২০২৩ রাত ১১:২২
ইমরান আশফাক বলেছেন: সরকার বা এনজিওর জন্যে বসে না থেকে নিজেদেরও কিছু করার চেষ্টা করা উচিৎ।
৮| ২১ শে মার্চ, ২০২৩ রাত ৯:৪৯
দারাশিকো বলেছেন: সব মেয়েই রাজকন্যা। বাবা যাই হোক, মেয়ে রাজকন্যাই হবে, অন্য কিছু না।
২২ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৩
ইমরান আশফাক বলেছেন: একদম ঠিক বলেছেন।
৯| ২২ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৩২
চারাগাছ বলেছেন: রাজীব নুর বলেছেন: রাজকন্যাকে বাসায় নিয়ে যান। তাকে উন্নত জীবন দেওয়া যায় কিনা দেখুন।
উটকো ঝামেলা।
আমার এক পরিচিত এক অনাথ মেয়েকে মানুষ করেছিল।
ওই অনাথ মেয়েটার জন্য বাসার বাঁকি মেয়েরা সঠিক আদর পায়নি।
অনাথ মেয়েটা নিজেকে বড় মেয়ে মনে করতো।
সাময়িক আবেগ বড় ক্ষতির কারণ।
১০| ০১ লা অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩০
সাহাদাত উদরাজী বলেছেন: বিধাতার খেলা মাত্র!
০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৫
ইমরান আশফাক বলেছেন: ওর বাপ কিছুই নাকি করে না, মা ওর মত ভীক্ষা করে। এইগুলি হচ্ছে খুলনার শিল্পগুলি বিষেশত: বিশাল সরকারি পাটকলগুলি, নিউজপ্রিন্ট মিল, মাছ কোম্পানী ইত্যাদি শ্রমঘন শিল্পগুলি একের পর এক বন্ধ হয়ে যাওয়ার কারনে । শ্রমিকরা বকেয়া পাওনা সময়মত পাচ্ছে না, নতুন চাকুরীর অভাব এদেরকে এই পথে ঠেলে দিচ্ছে। বেবিটার সংগে আমার প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় আমাদের পাড়ার মসজিদের সামনে দেখা হয়। লিলি কিন্তু লেখাপড়া কিছুটা হলেও জানে, আমার সাথে টুকটাক ইংরেজীতে কথা বলে (বাংলিশ)। যেমন থাংকিউ ভেরিম্যাচ আংকেল।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০২৩ দুপুর ২:১২
ইমরান আশফাক বলেছেন: খুলনা নিউমার্কেটের পাশে একটি ফলের দোকানের সামনে থেকে তোলা ছবিটা। একটি ছোট্ট কমলা উপহার পেয়ে যে কি খুশী বেবিটা, দেখলে পরানটা হাহাকার করে উঠে।