![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে প্রতিদিন গড়ে একটি ইসলামবিরোধী বই প্রকাশিত হয়। এ প্রচারণায় ইহুদি-নাসারা যেমন আছে তেমনি মুশরিকও আছে এবং নাস্তিক বা কাফেররাও আছে। ইন্টারনেটে ইসলামবিরোধী প্রচারণায় বিশ্বের যেকোনো দেশ থেকে বাংলাদেশে ইসলামের সমালোচকদের সংখ্যা সবচেয়ে কম। একজন ব্লগার যখন ইসলামের সমালোচনা করে তখন ব্লগারদের বড় অংশই তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করে, অনেক ব্লগার যৌক্তিকভাবে সে সমালোচনার জবাবও দেয়। কেউ যদি ইন্টারনেটে ধর্মের সমালোচনা করতে চায় কোন দেশের কোন সরকার, কোন প্রযুক্তি তাকে বাধা দিয়ে আটকাতে পারবে না। এ বুদ্ধিবৃত্তিক চর্চা প্রতিরোধে কঠোর বা সহিংস উদ্যোগ ইসলামের জন্য কোন কল্যাণ বয়ে আনবে না। ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞানপাপী ভিন্ন সকলেই জানেন পবিত্র কোরআনে কল্যাণ ও হেদায়েতের পথে আসার আহবান জানাতে বলা হয়েছে “ওয়ান্ডারফুল প্রিচিং” এবং “হিকমত”-এর মাধ্যমে। সুস্পষ্টভাবে বলা হয়েছে “হেদায়েতের পক্ষে আহবানের প্রচারণা”-ই শুধু তোমার কাজ। হেদায়েতের এখতিয়ার শুধুমাত্র আল্লাহর।
মানবতা-বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে তরুণ প্রজন্মের আহবানে সারাদেশের মানুষের মাঝে রাজাকারবিরোধী যে মনোভাব গড়ে উঠেছে, জামাত-শিবিরের সহিংসতা, নৈরাজ্য ও ধর্মের নামে ভণ্ডামির বিরুদ্ধে যে জনমত গড়ে উঠেছে তা বন্ধ করতে জামাত-শিবিরের আর্থিক মদদে মাঠে নেমেছে হেফাজতে ইসলাম। বাংলাদেশে ইন্টারনেটভিত্তিক ইসলাম বিরোধী প্রচারণা শুরু হয়েছে ২০০১ থেকে। ইসলাম অবমাননার বিরুদ্ধে ব্লগার ও অনলাইন একটিভিস্টরা সবসময় ভূমিকা রেখেছে। যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার পর হেফাজত ইসলাম ঢালাওভাবে নাস্তিক আখ্যা দিয়ে যে তৎপরতা শুরু করেছে তা জামাত শিবিরের ঘাপটি মেরে থাকা দালালচক্রের ঘৃণ্য অপচেষ্টা মাত্র। মিথ্যাচারের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে যে কর্মসূচি গ্রহণ করেছে তার ফলে নেতৃত্বদানকারী আলেমদের বিতর্কিত ভূমিকা তাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে যা ইসলামের কল্যাণ বয়ে আনবে না।
আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, রাজাকার বিরোধী অবস্থান কোন ধর্মীয় বিষয় নয়। একজন ব্লগার ইসলাম বিরোধী লেখা লিখলে তা কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ থাকে যদিও সে চায় তা ব্যাপকভাবে প্রচারিত হোক। ইসলামবিরোধী অপপ্রচারের ঘৃণ্য এ কাজটি করেছে আমার দেশ পত্রিকা। মুক্তিযুদ্ধের পক্ষের ব্লগার ও অনলাইন একটিভিস্টরা দেশপ্রেমের চেতনা থেকে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে যেকোনো আত্মত্যাগের জন্য প্রস্তুত এ প্রজন্ম। হেফাজতে ইসলাম যদি জামাত আর্থিক মদদপুষ্ট না হয়, এবং সত্যিকার অর্থে যদি তারা ইসলামের মঙ্গল চায় তবে আপনাদের চ্যালেঞ্জ জানাচ্ছি:
৮৪ জন ব্লগারের ঢালাওভাবে ইসলামবিরোধী হিসেবে নাম দেয়া হয়েছে। আপনারা আরও ৮৪ জনের নাম দিন, মিথ্যা অভিযোগ দিন আমরা মেনে নিবো। আপনাদের প্রশ্ন করা হবে না আপনাদের অভিযোগ সত্যি না-কি মিথ্যা। আমরা ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত। কিন্তু তার বিনিময়ে আপনাদের প্রতিশ্রুতি দিতে হবে
১. আপনারা মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির রায় কার্যকর করতে সরকারকে সহযোগিতা করবে।
২. রাজপথে থেকে জামাত শিবিরের সহিংসতা প্রতিরোধ করবেন।
৩. জামাত শিবির নিষিদ্ধ করতে ভূমিকা পালন করবেন। এবং
৪. মহানবীর নামে কুৎসা প্রকাশ করে আমার দেশ পত্রিকা ইসলামের যে অসম্মান করেছে তার কঠোর শাস্তির দাবি পেশ করবেন।
আপনারা যদি সত্যবাদী হয়ে থাকেন, আপনারা যদি জামায়াতের আর্থিক মদদ-পুষ্ট দালাল না হয়ে থাকেন এবং ইসলামের প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধা থাকে এবং আপনাদের বিবেক ও নৈতিকতা বলে যদি কিছু থাকে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করুন।
আরোও বিস্তারিত জানতে: http://projonmoblog.com/projonmo/10053.html
২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭
মোহাম্মদ হারুন বলেছেন: আমি ১০০% নিশ্চিত এই তথাকথিত ইসলামী নামধারী , হেফাজতে ইসলাম কোন অবস্থায় কোন দিন যে কোন র্তকে বা যুক্তিতে আসতে পারবে না,
হেফাজতে ইসলাম যাষ্ট রাস্তায় নেমে বিশৃঙ্কলা করতে পারবে।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কি যে সব বলেন না আন্নে!!
হেফাজতে ইসলামকে আমি আমার শতভাগ নৈতিক সমর্থন দিলাম। আমি একজন আস্তিক মুসলিম বলছি, নাস্তিকেরা দূরে থাক!
৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২১
মাহমুদুর রাহমান বলেছেন: একটা স্টাটাস
-------------------------------
হে মুত্রমনা বৃন্দ
গন জাগরণ কেন্দ্রিক নেতাদের কাছে বিরোধী দল যখন আহবান করলো, পদ্মা সেতু ডাকাতি, ডেস্টিনি , হলমার্ক কেলেংকারি, শেয়ার বাজার মহা ডাকাতির বিচারের আহবান কেন করছেনা ? তখন ওরা শিশু সুলভ যুক্তি দিয়ে ব্যাঙ্গ করলো যে " আমরা বাংলা পরীক্ষার দিনে ইংরেজি পরীক্ষা দেব না, আগে এই বিচার হোক, তার পরে অন্য গুল দেখা যাবে" । ওরে নাদান, আজ হেফাজতে ইসলাম এর কাছে কেন তোরা জামাত বা অন্য বিষয়ে জবাব চাস? নিশ্চয় এরা সারা দুনিয়ার সব বিষয়ে সমান পদক্ষেন নিতে সামর্থ্য রাখবেনা, কিন্তু আপাতত তোদের ইসলাম বিদ্বেষী (এরা আসলে নাস্তিক না, শুধু ইসলাম ধর্মের বিরুদ্ধেই এরা লেখে) হনু দের বিচারে সোচ্চার, এদের এই ১৩ দফাই সরকার বাস্তবায়ন হোক। এর বেশি তেনা পেচাইলে উত্তর তোদের সেই একটাই > "বাংলা পরীক্ষার দিনে তোরাই ইংলিশ পরীক্ষা দিতে চাস না, আগে সেই বাংলা পরীক্ষা ( হনু বধ ) শেষ হোক, তারপরে প্রশ্ন করিস" । আজ বাংলা পরীক্ষা ( হনু বধ ) লংমার্চে সমর্থন দেবার দিন। রাজি থাকলে ১, না থাকলে ২ চাপুন
৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭
তনুদ্ভব বলেছেন: আমরা এখনো কেন বুঝতে পারছিনা যে এটা আস্তিক নাস্তিকের বিষয় নয়। হেফাজতই ইসলাম মানেই এখন জামাতের টাকায় গঠিত অঙ্গ সংগঠন। সময় থাকতে এদের প্রতিরোধ করুন। যে যেখানে আছি জামাতের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আওয়াজ তুলুন এরা অতীতেও মানুষ হত্যা করেছে। এরা বর্তমানেও মানুষ হত্যা করেছে। এরা ৭১ এ ও এদেশটাকে চাইনি। এখনো এরা এদেশের নিরীহ মানুষকে নির্মম ভাবে হত্যা করছে। এসবের শেষ চাই। জামাত শিবির রাজাকার , এই মুহূর্তে বাংলা ছাড়।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০
পুংটা বলেছেন: ছাগুরা খোয়াড় থেকে হঠাত ছাড়া পেয়ে দিক বিদিক ছোটাছুটি করছে। অনেকদিন পর তারা ম্যা ম্যা করার সুযোগ পেয়ে নাদিচ্যানা দিয়ে আশপাশ দুষিত করে ফেলেছে।
সামু ব্লগের ছাগু ফাইটারদের আগামী কয়েক সপ্তাহ লাগবে ছাগুদের এই গান্দেগী সাফ করতে।
৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩
0গাংচিল বলেছেন: মাহমুদুর রাহমান বলেছেন: একটা স্টাটাস
-------------------------------
হে মুত্রমনা বৃন্দ
গন জাগরণ কেন্দ্রিক নেতাদের কাছে বিরোধী দল যখন আহবান করলো, পদ্মা সেতু ডাকাতি, ডেস্টিনি , হলমার্ক কেলেংকারি, শেয়ার বাজার মহা ডাকাতির বিচারের আহবান কেন করছেনা ? তখন ওরা শিশু সুলভ যুক্তি দিয়ে ব্যাঙ্গ করলো যে " আমরা বাংলা পরীক্ষার দিনে ইংরেজি পরীক্ষা দেব না, আগে এই বিচার হোক, তার পরে অন্য গুল দেখা যাবে" । ওরে নাদান, আজ হেফাজতে ইসলাম এর কাছে কেন তোরা জামাত বা অন্য বিষয়ে জবাব চাস? নিশ্চয় এরা সারা দুনিয়ার সব বিষয়ে সমান পদক্ষেন নিতে সামর্থ্য রাখবেনা, কিন্তু আপাতত তোদের ইসলাম বিদ্বেষী (এরা আসলে নাস্তিক না, শুধু ইসলাম ধর্মের বিরুদ্ধেই এরা লেখে) হনু দের বিচারে সোচ্চার, এদের এই ১৩ দফাই সরকার বাস্তবায়ন হোক। এর বেশি তেনা পেচাইলে উত্তর তোদের সেই একটাই > "বাংলা পরীক্ষার দিনে তোরাই ইংলিশ পরীক্ষা দিতে চাস না, আগে সেই বাংলা পরীক্ষা ( হনু বধ ) শেষ হোক, তারপরে প্রশ্ন করিস" । আজ বাংলা পরীক্ষা ( হনু বধ ) লংমার্চে সমর্থন দেবার দিন। রাজি থাকলে ১, না থাকলে ২ চাপু
সহমত
৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩
আমার স্বপ্নগুলি বলেছেন: @মাহমুডুর রহমান, আপনেরে মাইনাস। দিলেন তো হনুর বেলুনটা ফুটা কইরা!
৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৭
মরমি বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০২
টাইম পাস বলেছেন: