নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected] , [email protected]

ডিজিটাল অপু বলছি

ডিজিটাল অপু বলছি › বিস্তারিত পোস্টঃ

আসুন কাগজ নিয়ে খেলি - ইতিহাস জানি অরিগামি বিদ্যার ।

১২ ই মে, ২০১৬ রাত ১:২২

Origami শব্দটি একটি জাপানি শব্দ। জাপানি শব্দ Ori মানে হলে হলো ভাঁজ এবং Kami মানে হলো কাগজ। পরবর্তি সময়ে Kami শব্দটি পরিবর্তিতে হয়ে Gami হয়ে যায়। তখন এর নাম হয়ে যায় Origami মানে হলো কাগজের ভাঁজ। সাধারনত কাগজকে কোন প্রকার কাটা ছেড়া বা আঠা লাগানো ছাড়া শুধুমাত্র ভাঁজ করে বিভিন্ন আকৃতি দেওয়ার প্রথাকে বলা হয় Origami। ধারনা করা হয় ১৬০৩ সাল থেকে জাপানে সর্ব প্রথম অরিগ্যামির চর্চা শুরু হয়। তারপর দিনের পরিবর্তনে এই চর্চা জাপানে সীমাবদ্ধ না থেকে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ে।

চলুন কছুি ছবি দখিে :
০১

অরিগামি নিনজা স্টার ।

তৈরি করবেন যেভাবে:

০২

অরিগামি প্রজাপতি ।

তৈরি করবেন যেভাবে:

০৩

এইটা অরিগামি না তারপর দেখুন।

তৈরি করবেন যেভাবে:

সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৬ সকাল ৭:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভিডিও দেখা যাচ্ছেনা

১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৪০

ডিজিটাল অপু বলছি বলেছেন: ঠিক করে দিলাম। এইবার দেখতে পারেন।মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:০২

শায়মা বলেছেন: ভাইয়া অরিগামী আমারও প্রিয় সাবজেক্ট! খুঁজে পেতে আমার করা দুইটা অরিগামী টি শার্টের ছবি পেলাম! আর ছবিগুলি কোথায় পাচ্ছিনা। রীতিমত টিউটোরিয়াল লেখা ছিলো!:(



১৪ ই মে, ২০১৬ সকাল ৯:৩৮

ডিজিটাল অপু বলছি বলেছেন: আপু অরিগামি আমারও বেশ প্রিয়। টি শার্ট সুন্দর হইছে। টিউটোরিয়াল লিংক শেয়ার করেন।

১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:০২

ডিজিটাল অপু বলছি বলেছেন: অরিগামি ফেসবুক পেজ - Click This Link

৩| ১২ ই মে, ২০১৬ সকাল ১১:১৯

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।

১৪ ই মে, ২০১৬ সকাল ৯:৪০

ডিজিটাল অপু বলছি বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ১২ ই মে, ২০১৬ রাত ৯:১৩

মায়াবী রূপকথা বলেছেন: খুব ভাল শেয়ার

১৪ ই মে, ২০১৬ সকাল ৯:৪১

ডিজিটাল অপু বলছি বলেছেন: ধন্যবাদ আপু।

৫| ১৩ ই মে, ২০১৬ সকাল ১০:০৮

তপোবণ বলেছেন: ভিডিও চলেনা। উপায়হীন। উপভোগ করা গেলনা অরিগামীগুলো।

১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৪১

ডিজিটাল অপু বলছি বলেছেন: ঠিক করে দিলাম। এইবার দেখতে পারেন।মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:১২

শায়মা বলেছেন: ভাইয়া টিউটোরিয়াল পাচ্ছি নাতো তাই তো কষ্ট করে এই ছবি দুইটা খুঁজে পেতে আনলাম। তবে ছুটি হোক সারা কম্পু তন্ন তন্ন করে খুঁজে তোমাকে দিয়ে যাবো ওকে?

১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:১৯

ডিজিটাল অপু বলছি বলেছেন: ঠিকআছে আপু।

৭| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১:৫৮

জেন রসি বলেছেন: ছোটবেলায় নৌকা আর প্লেন বানাতাম।

সেটাও কি অরিগামি বিদ্যা? :)

চমৎকার শেয়ার।

১৪ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

ডিজিটাল অপু বলছি বলেছেন: হুম সেটাও অরিগামি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ১৪ ই মে, ২০১৬ দুপুর ২:০৬

শায়মা বলেছেন: ৭. ১৪ ই মে, ২০১৬ দুপুর ১:৫৮ ০
জেন রসি বলেছেন: ছোটবেলায় নৌকা আর প্লেন বানাতাম।

সেটাও কি অরিগামি বিদ্যা? :)

চমৎকার শেয়ার।


জিনিভাইয়ু!!!!!!

সেটাও অরিগামী। মানে কাগজটাকে না কেটে ছিড়ে বা গ্লু বা স্টেপল না করে যাই বানাবে সেটাই অরিগামী।

৯| ১৪ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

সাহসী সন্তান বলেছেন: চমৎকার পোস্ট! ভিডিও গুলোও দেখলাম, বেশ ভাল লাগলো!

তবে জীবনে একটা আফসোস থেকে গেল, শুধুমাত্র কাগজের নৌকা ছাড়া এজীবনে আর কিছু বানাইতে পারলাম না! :(

পোস্টের জন্য ধন্যবাদ ভাই! শুভ কামনা জানবেন!

১৪ ই মে, ২০১৬ রাত ৮:২৪

ডিজিটাল অপু বলছি বলেছেন: ভাইয়া ভিডিও শেয়ার করাতো বানাতে পারার জন্য।একবার কাগজ নিয়ে বসে যান হয়ে যাবে।নাকি ভিডিও বুঝা যাচ্ছে না?

১০| ১৪ ই মে, ২০১৬ রাত ৮:৪২

সাহসী সন্তান বলেছেন: বোঝা যাচ্ছে, তবে ঐটা নিয়ে বসতে গেলে হাতে অনেক সময়ের দরকার! আপাতত হাতে একদমই সময় নেই! আপনার পোস্টটা বুকমার্ক করে রেখেছি! দেখি সময় পাইলে কাগজ আর আপনার ভিডিও গুলো নিয়ে বসবো! এগুলোতে আমার আবার ইন্টারেস্ট একটু বেশি! ;)

ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.