![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শা.বি.-র সম্প্রতি ঘটে যাওয়া জঘন্যতম ঘটনার পর থেকে একটি মহল আ্ন্দোলনকারী শিক্ষকদের টার্গেট করে আপত্তিকর ভাষায় আক্রমন করে যাচ্ছেন। বিশেষ করে জাফর ইকবালকে মিথ্যে অপবাদ দিয়ে তুলোধুনো করছেন। ব্লগে মত প্রকাশের স্বাধীনতা আছে বলে লাগামহীন বক্তৃতা দিয়ে কারো ব্যক্তি মর্যাদা ক্ষুন্ন করা শিক্ষিত ব্লগারদের কাছ থেকে আশা করা যায় না।
আমি বলব- অধ্যাপক জাফর ইকবাল আহাম্মকদের বাদশাহ! আর ওনার স্ত্রী আহাম্মকদের রানী। অত্যন্ত ক্ষোভ এবং দু:খ থেকে তাদের দুজনকে আমি এই উপাধি দিতে বাধ্য হলাম।বেকুব না হলে কেউ বিদেশের লোভনীয় চাকরী আর ডলার-পাউন্ডের মায়া ছেড়ে দেশে ফিরে আসে? দুজনেরই গবেষণার সুযোগও তো ছিল সেখানে।
’দেশত্ববোধ’ এখন কেতাবী ভাষা ছাড়া আর কিছু নয়।আর তারা ঐ বোধের টানে নির্বোধের মত কাজ করলেন।যে দেশে ফিরে আসলেন তার ’সোনার ছেলেরা’ আপনাদের কিভাবে ’সন্মানীত’ করছে জনাব।
অধ:পতনের যে অতল গহ্বরে আমরা পতিত হয়েছি সেখান থেকে টেনে তোলা দু’চারজন জাফর ইকবালের পক্ষে সম্ভব নয়।গড্ডালিকায় গা ভাষানোই এখন ইজ্জত বাঁচানোর সহজ রাস্তা।গলায় দড়ি দিয়ে মরার ইচ্ছা ত্যাগ করে চলে যান দূর কোনো দেশে.........
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৪
কিচ বলেছেন: স্যার বলছ্নে ধরতে হবে- তো স্যারের কথার দাম কি থাকল? আক্রমনকারী বহিষ্কৃত হল, বহিষ্কৃত ছাত্র পরীক্ষা দিল কেমনে? স্যার বা আপনারা তারে ঠেকাইতে পারছেন। খারাপ লোকের পিছনে মদদ দেয়ার লোক বেশী থাকে, তাই সৎ লোকেরা তাদের সাথে পেরে ওঠে না। আর শাবি-র ভি সি যেখানে বদ লোকদের লালন করছে সেখানে বদ লোকগুলোইতো জয়ী হবে...। তদন্ত কমিটির রিপোর্ট কি আলোর মুখ দেখবে মনে করেন?
(আমি কেন** কথাটা বলেছি তা ঊল্লেখ করেছি, নাবিলকে মেইল করে অনুরোধ করেছি বাবা-মা-র মত আহাম্মকি করোনা, ভাই-বোন কেউ আর এদেশে এসোনা...।)
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৫
গেম চেঞ্জার বলেছেন: আর আপনি নিজেও একটা ..* । তা না হলে নিজের দেশের জন্য গুটিকয়েক মানুষ যারা দেশ নিয়ে ভাবে তাদেরকে ভাবছেন ** । এইরকম অভিনয়ের কোন মানে হয়না । স্যার নিজে থেকে বলেছেন এই ঘটনার পেছনে যারা আছে তাদের ধরতে হবে । প্রশাসনিক ব্যবস্থা করতে হবে । উনাকে উনার মতো থাকতে দিতে হবে । আমরা পারলে সাপোর্ট দিব তা না হলে অন্তত অপমানসূচক কথা অন্তত বলা তো ঠিক না ।