নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ

কচি

কিচ › বিস্তারিত পোস্টঃ

’শিশু লীগ’- ধান্দাবাজির নতুন সংযোজন

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮


কতরকমের লীগ যে দেশে চালু আছে তার হিসাব মেলানো মুশকিল! এর মধ্যে নতুন করে এলো ’শিশু লীগ’।
রাজনীতির নামে কত কিসিমের ব্যবসাইতো চলছে! তাই বলে শিশুদের নিয়েও ব্যবসায়িক ধান্দা!
(সূ্ত্র:বিডিনিউজ২৪)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

আমি আবুলের বাপ বলেছেন: এই শিশু লীগের উপদেষ্টা কি জাফর স্যার? তিনি অলরেডি বলে ফেলছেন ভার্সিটির ছাত্ররা বাচ্চা ছেলে।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

আমি মিন্টু বলেছেন: ভাই আমিও এই শিশুলীগে যোগ দিমু । :)

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন: যোগদানের জন্য কি প্রাপ্তবয়স্ক হওয়া লাগবে? যদি লাগে, তাইলে ১৮ বছরের পরেও কি মানুষ শিশুই থাকে? যদি থাকে, তাইলে বিয়ের বয়সও শিশুলীগের সদস্য পদ পাবার বয়সের সর্বচ্চ সীমার সাথে সামঞ্জস্য রেখে বাড়ানো কমানো হোক। নাইলে দেখা যাবে সব বিয়েই শিশু কিংবা বাল্যবিবাহ হইতেছে। ;)

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

কিচ বলেছেন: মন্তব্যকারীদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে এই ‘লীগ’ সকল ‘লীগ’কে পরিবারের মধ্যে গন্ডিবদ্ধ করার জন্য সৃষ্টি করা হইয়ছে। একটু খোলাসা করে বলি- যিনি জিলা/থানা পর্যায়ের ‘লীগ’ নেতা, তাহার স্ত্রী হন মহিলা লীগের নেতা, বড় পোলা যদি ২/৩ পোলা-পাইনের বাপ হন তাইলে তিনি হন যুব লীগের নেতা, মাইজ্যা পোলা যে কয়েক বছর কলেজ বা ভার্সিটিতে একই বর্ষে গড়াগড়ি খায় সে হয় ছাত্রলীগ নেতা।
বড়পোলার পোলাপাইনগুলা এতদিন ‘বেকার লীগ’ থাকতে হত’ তাই তাদের জন্য নতুন ‘লীগে’র জন্ম হইল। ইহার ফলে মূল নেতার নাতি-নাতনীরাও এখন পদবীধারী নেতা হইতে পারিবেন।
এইবার বুঝিলেন, কি চমৎকার আইডয়া!

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

মোহাম্মদ জামিল বলেছেন: কিছুদিন পর ঢাকা-র ডাক্তার টাংগাইবো- ডাক্তার লীগ, হকার রা করবো- হকার লীগ ..লীগ এ লীগে সোনার বাংলা তামা তামা হইয়া যাবে।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৪

ই হক মুরাদ বলেছেন: আমি নতুন ভাবে "জাতীয়বাদী শিশু লীগ" বানামু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.