![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেশী না মাস পাচেক আগে অফিসের কাজে নাটোরের লালপুরে এক গ্রামে গিয়েছি। নিজের কাজ শেষ তাই সহর্কমির কাজ শেষ হওয়ার জন্য বড় রাস্তায় দাড়িয়ে অপেক্ষা করছি । হঠাৎ দেখি রাস্তায় এক জায়গায় বেশ জটলা না হলেও জনা ত্রিশেক নারী পুরুষ দাড়িয়ে কিছু একটা খুব উত্তেজিত হয়ে দেখছে। বিষয় কি ? জিজ্ঞেস করতে গ্রমের সতের আঠারো বয়সের এক চ্যাংড়া ( হিন্দি ফিল্মের অনুকরনে বেশ পাংক) সবগুলো দাতঁ বের করে বলল "আলিমুদ্দিন তার বৈাড়ে পিডাইতাছে!" হতভম্ব আমি বললাম পিটাচ্ছে এরকম বড় রাস্তায় ফেলে ? কেউ কিছু বলছে না ? কেন পেটাচ্ছে? চ্যাংড়া নির্বিকার ভাবে বলল " না পিটায়ে কি করব ? প্রেম করতাছিলো হাতে নাতে ধরছে ! প্রেমিকরে দৌরানি দিছে আর বৈাডারে পিডাইতাছে।" প্রেম করছিলো মানে? এই যে রাস্তায় দাড়ায় আলাপ করতাছিলো। আর বৈাডার নিশ্চই চরিত্রে দোষ আছে নইলে হুদাই পিটাইবো ক্যান?" চিন্তার বিষয় !!!!!!!! আমাদের পাশেই দাড়িয়ে আমাদের কথপকথন শুনছিলো আরো জনা পাচেক ঐ পাড়ারই মহিলা । এক মহিলা ( বেশ দজ্জাল মনে হলো) এক খেকানি দিয়ে যা বলল তার সারমর্ম দাড়ালো এরকম । জনাব দায়ীত্বশীল কলিমুদ্দিন সাহেব এর আগেও আরো দুটি বিয়ে করেছিলো কিন্তুক পিডানির চোটে বউ দ্বয় আক্ষরিক অর্থেই পালিয়ে বেচেছে। এইটা তিন নাম্বার বউ এবং বেচারিকে মাঝে মধ্যেই এরকম রাস্তায় ফেলে পেটানো হয়। কাহিনি এই খানেই শেষ না এই স্বামী সাহেব এখিানে উইখানে কিন্তু র্নিদিধায় প্রেম সহ আরো অনেক কছিু করে বেরায় গ্রামের মানুষের তেমন কোন আপত্তি নেই। আমি বললাম বউটা কি আসলেই প্রেম করছিলো ? দজ্জাল মহিলা খেপে গিয়ে বলল "কিষের প্রেম করছিলো! রাস্তায় সবার সামনে দাড়িয়েই কথা বলছিলো । কলিমুদ্দিন বউটারে কারে লগেই কথা কইতে দেয় না।" আমি বললাম আপনারা কেউ কিছু বলেন না কেন? মারছে আটকাচ্ছেন না কেন ? তারা অবাক হয়ে বলল আটকালে তাদের মরদ তাদের পিটাবে না ? আর তাছাড়া ঘরে ঘরে এইটা হচ্ছে , এইটাতো স্বাভাবিক ঘটনা । কয়টা ঘড়ে আটকাবেন ? হক কথা . . . . আমি শহুরে আধুনিক চাকুরিজিবী নারী এই সব হাল হকিকত আমি কি বুঝি। শহুরে সব নারীকে নারী দিবসের শুভেচ্ছা । আর প্রতি দিন মার খাওয়া এই মহিলা গুলোর কথা আপাতত ভুলে যাওয়াই নিরাপদ। ( কলিমুদ্দিনের নাম টা খালি পালটাইছি ভাই আর কিছু বদলাই নাই । বুঝবাম পারতাছি শহুরে মনে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে)
২| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৩
dilshan বলেছেন: এলাকা অনুযায়ী ভেরী করে হয়ত। আমার মনে হয় কমার চেয়ে রাখ ঢাক এসচে। তবে কাহিনী কিন্তু মিছা না ভাই ।
৩| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর!
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১০
এন ইউ এমিল বলেছেন: আমি গ্রামের ছেলে, সেই ছোটবেলায় যখন ৫/৬ বছর বয়স তখন দেখতাম একজন বৌ পিটাইতো, তার পর আমি আর কাউকে দেখিনাই।
এই বিষয়টা আগের চেয়ে অনেক কমে গেছে