নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

dilshan

dilshan › বিস্তারিত পোস্টঃ

আজকাল সস্তা জনপ্রিয়তার একটা ভালো এবং মক্ষম স্ট্রেটেজী হচ্ছে বাম কে গালি গালাজ করা

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২

আজকাল সস্তা জনপ্রিয়তার একটা ভালো এবং মক্ষম স্ট্রেটেজী হচ্ছে বাম কে গালি গালাজ করা । কে যে কত বড় সাচ্চা দেশ প্রেমিক এবং আতেল তা পরিমাপের মাপকাঠি হয়েগেছে যেন বামদের গালি দেয়া । ভাই দেশ প্রেম দেখাইতে হলে বামদের গাইলানোর দরকার নাই তো ? আপনি বহুত জনপ্রিয়! স্বীকার করতে লজ্জা নাই আমিও আপনার একজন ফলোয়ার ! এমন কি আপনার ফ্রেণ্ড লিষ্টে যায়গা পাওয়ার মতো যোগ্যতাও আমার নাই ! তবে কিনা বামদের গালি গালাজ করেতো এমনি এমনি পার আপনাকে পেতে দিব না । আমার মতো আরো দুই চারজন আছি বামদল না করেও বাম ছাড়া বিকল্প চোখে দেখি না । কনফনট্রেশনে আসলে আপনার জনপ্রিয়তা কিন্তু কমার সম্ভাবনা কারন আমরাও আপনার ভক্তদের একজন। আর যারা বামদল করে আহত হয়ে ব্যথিত হয়ে প্রায় নিহত হয়ে এই রাজনিতীর সমালোচন করেন তাদের বলি " ভাই রাজনতিী আর দল টা এক করে ফেলেন না । একটাও সঠিক দল নাও থাকতে পারে তারমানে এই না রাজনিতীটা মিথ্যে হয়ে যায়। ব্যক্তিগত খতটা ব্যক্তি পর্যায় রাখেন, এটা পাব্লিক করার জিনিষ না ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৮

আঁধার রাত বলেছেন: বেশ্যা কে বেশ্যা বলে ডাকলে, কুত্তারে কুত্তা বলে ডাকলে কি গালি হয় জনাব!

বৃষ্টি না বাদল সে নাকি গুলি করবে কাকে এ নিউজের নীচে একজন পাঠকের মন্তব্যে চোখ আটকে গেল কিছু দিন পূর্বে । তিনি লিখেছেন "ছাল নাই কুত্তার তার আবার বাঘা নাম, দলের ছানা পোনা চৌদ্দ গুষ্টি সহ টেম্পু ভরে না তার আবার বড় বড় লেকচার"। পরের লাইনটা ইচ্ছা করেই বাদ দিলাম মনে কষ্ট পাবেন বলে।

আমার বাড়ির কুকুরটা ফেলে দেওয়া হাড়ের জন্য যেভাবে বসে থাকে বাদল ইনু মেনন এরাও সেভাবে বাংলার মানুষের সামনে ধরা দিচ্ছে। আসলে বাম একটা পরিত্যাক্ত ধারনা।


২| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৫

পথহারা সৈকত বলেছেন: "ছাল নাই কুত্তার তার আবার বাঘা নাম, দলের ছানা পোনা চৌদ্দ গুষ্টি সহ টেম্পু ভরে না তার আবার বড় বড় লেকচার" :P :P :P

৩| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: উল্টাটাও বলা যায়!!

ইস্যু সৃষ্টি করতেই বামরা সমালোচনায় থাকতে চায়!!!! যাদের বক্তা ৩০ জন শ্রোতা ৩ জন তায় মাইকম্যান আর চাটাইওলা সহ;)

যদিও তাদের বক্তব্যগুলো খুবই সময়নাুপাতিক- কিন্তু দেশের মূল জনগোষ্ঠির বিশ্বাসকে উষ্টা মেরে ব্যক্কি ভাবে আবাশে বামরা যতই আতেল সাজার চেষ্টা করুকনা না- তা ঐ নেশাখোররের ানুভবে আপনি বাদশা হবার মতোই অর্থহীন এক অনুভব মাত্র!!!

গঞ্জিকা সেবনে নাকি নৌকা পাহাড়েরর উপর দিয়া চালানো যায়- চেতনা আর আতেলপনা বামদের রাজনীতি ঐ পর্যায়েই ঠেকে আছে!

নইলে নৌকায় চড়ে সংসদে যেতে হয়!!!!!!!!!?????????

তাই যা বললেন- তাতে আবেগ শতভাগ থাকলেও বাস্তবতা শূন্যমাত্রায়!!!

৪| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

সাব্বির ০০৭ বলেছেন: বামরে গালি দেয় কোন শালা আবাল?
গালিগুলারও তো মান সম্মান আছে, সেদিকে কি কারও খেয়াল নাই?
বাম নামক ভামগুলা এই দেশে গালিও Deserve করে না!!!

৫| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১০

তাজ উদ্দীন সুমন বলেছেন: "ছাল নাই কুত্তার তার আবার বাঘা নাম, দলের ছানা পোনা চৌদ্দ গুষ্টি সহ টেম্পু ভরে না তার আবার বড় বড় লেকচার"

৬| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৯

dilshan বলেছেন: লোকজোনের ভাষার ব্যবহারে আমি মুগ্ধ, বিমোহিত, উদ্বেলিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.