![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাদামী চামরা দেইখা আমাদের কি অহংকার! সাদা চামরা দেখলেই বলি আরে শালারাতো ”রেসিষ্ট”(যদিও রাতে কিন্তু চামড়া সাদা করার জন্য ফেয়ার এন্ড লাভলি মাখি)। ধুর ইউরোপ আমরিকায় যমুনা শালারা সাংঘাতিক রেসিষ্ট (আঙুর ফল টক)। আর এইদিকে বাদামী চামড়া নিয়া আমরা কি করতাছি? রামুতে বৈাদ্ধ পুরায়া মারি, সাতক্ষিরায় হিন্দু আর ঢাকায় কালশীতে মুসলমান। আহারে কি দেশপ্রেমের জোড়রে !!!!!!! একদল দল ধর্মের নামে রেল লাইন উপরায় ফালায় আর আরেকদল পতাকার দোহায় দিয়া মানুষ পুড়ায়া মারে । কসম লাগে এইদেশে খালি বাংলা ভাই আর শামীম ওসমানগো পিছনে দৈারামু আর কারো না। পাকিস্থান শাষন করছে কত বছর? 24 বছর? আর ব্রিটিশ করেছে 200 বছর - পুরো একটা উপমহাদাশের অর্থনৈতিক, সাংস্কৃতিক কাঠামোর মধে্ধ দাস প্রথা কে ঢুকিয়ে দিয়ে গেছে। যাষ্ট কোমড়ের মাঝ খানটায় লাথ্থি মেড়ে ভেঙে দিয়ে গেছে যেন জাতি হিসেবে এরা কোন দিন একসাথে দাড়াতে না পারে! ভাই এত পারো সাদা চামড়া বৃটিশদের গায়ে একটা ফুলের টোকা লাগায়া দেখ না পারো কিনা! তাতো পারবানা !পারলে নির্ভেজাল পাকিগুলারে ধাওয়া দাও এমবাসি থেকে, পারবা? পুলিশের দৈারানি খায়া কুল পাইবা না । পারবা কই? সবচেয়ে অসহায়, গরিব এর তস্ম গরিব, কোন ধরনরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ওই বিহারি বস্তিতেই। কেন পারবা ওগো শক্তি কই তোমারে কিছু কয়! এইখানে তো তুমি এক্কবারে হিরু। কিসের দোহায়? আরে খাইসে পতাকার দোহায়। তোর দেশপ্রেমের এমনই কম জোর লোকে ব্রাজিলের পতাকা টানালেই তাতে টান পড়ে? আর তোর বোনকে যখন নেংটো করে কাটা তারে ঝুলিয়ে রাখে তখন তোর পতাকার দোহায় কই থাকে? দেশের সব সম্পদ যখন বিদেশিদের কাছে বিক্রি হয় তখন দেশপ্রেম কই থাকে? খালি আরজেনটিনার পতাকা পোলাপানের হাতে দেখলেই দেশপ্রেম দৈাড় দেয়? এই দেশপ্রেম আমার লাগে না। এখুনি পাব্লিক আমরে রাজাকার কয়া গালি দিল বলে। দিকে সত্যি কথা কইতে ডরাই না। যে দেশপ্রেম শামীম ওসমানরে এমপি বানায় আর বিহারি বলে ঘড়ের ভিতর তালা দিয়ে শিশু হত্যা করে এমন দেশপ্রেম আমার লাগে না ।
২| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৪১
সোহানী বলেছেন: কসম লাগে এইদেশে খালি বাংলা ভাই আর শামীম ওসমানগো পিছনে দৈারামু আর কারো না...........
৩| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৬
আসোয়াদ লোদি বলেছেন: সাবাস ! জানি হক কথায় ঠক বেজার । তারপরও হক কথা কইয়া যান ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৩১
দাম বলেছেন: +++