![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে একজন কবি দেখান যে খুনি ( হেলাল হাফিজ ছারা)। একজন নাট্যকর্মি দেখান যিনি সন্ত্রাসী (আসা করি ডিপজল নাট্যকর্মি না )। একজন শিল্পি দেখান যিনি সন্ত্রাসী। আমার অজ্ঞাতে আছে কিনা জানি না । তবে জ্ঞাতে নেই এটুকু জানি। বহু প্রেম (এটাকে দোষ হিসেবে ধরা যাবে কিনা বুঝতে পারছি না ) ছাড়া এই জাতের মানুষগুলো অনেক দোষ ত্রুটিরই বাইরে থাকে। মোদ্দা কথা এইটা আমাদের বর্তমান সামাজিক কাঠামোতে প্রগতির পথে একটা existing strength which is unidentified ! দীর্ঘদিন ধরে একটা স্বপ্ন দেখছি ! সারা দেশজুরে কালচারাল একটিভিষ্টদের নিয়ে একটা শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার। 64 টা জেলার অনতত 64 টা প্রগেসিভ কালচারাল সংগঠন। যারা যে কোন অন্যায় দেশে হলে কিচ্ছু না অন্তত 64 টা জেলায় একসাথে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাড়িয়ে যাবে! বছরে অন্তত একটা বিশাল সম্মেলন হবে - যেখানে সারাদেশ থেকে এই প্রগতিবাদী সংস্কৃতি কর্মীরা এসে হাজির হবেন । সারা দিন প্রতিবাদী গান, নাটক, গন সংগীত হবে ! সবার চোখে মুখে থাকবে দিনবদলের আলো !!!!!!! দিন শেষে এলাকায় ফিরে গ্রামে গ্রামে মুভী দেখাবে অথবা গান করবে অথবা নাটক করবে। দিন বদলের ডাক দিবে ! আহারে আমি শুধু স্বপ্ন দেখে যাই। বোবা, কালা, অন্ধ, পংগু ..... অর্থব হয়ে শুধু স্বপ্ন দেখে যাই !!!!!!!!!!!
©somewhere in net ltd.