নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

dilshan

dilshan › বিস্তারিত পোস্টঃ

বুদ্ধিজিবী হত্যার নীল নকশা ....

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৪

যে নীল নকশায় ৭১ এ বুদ্ধিজিবী হত্যা হয় সেই নীল নকশাতেই হুমায়ূন আজাদ হত্যা হয়, একই নীল নকশায় অভিজিৎ রায় হত্যা হয় । আমরা শুধু মুক বধির হয়ে চিৎকার করে যাই । আমাদের গোয়েন্দা সংস্থা নাকি যে কোন হত্যাকারিকে ২৪ ঘন্টার মধ্যে এরেস্ট করার ক্ষমতা রাখে এবং এটা আসলেই রাখে । এই হত্যাগুলোর জন্য বিএনপি বা আওমেলিগ সরকার লাগে না । এরা সবসময় সমান ক্ষমতা ধর। এর মূল কোথায় আমরা সবাই জানি কেউ মূখ খোলার সাহস পাই না । না আসলেই পাইনা । এখোনো পাইনা ‍। রাজাকারের বিচার চাওয়া মাত্র দেশটাকে আক্ষরিক অথের্ই দুইভাগ করে ফেলা হলো যেন আর বেশী না আগানো যায় । হাজার হাজার মাদ্রাসা সারা দেশ জুরে, কোটি কোটি টাকার ডোনেশন আসে প্রতি বছর এই মাদ্রসা গুলোতে । গরিব মানুষের অসহায় ছেলেপুলেদের নিয়ে চালানো হচ্ছে জংগী কারখানা । আমাদের গোয়েন্দা সংস্থার এই সমস্ত মাদ্রাসাগুলোর নাম ধরে লিস্ট পর্যন্ত আছে । তাহলে ? মাদ্রাসার জন্য ডোনেশন আসা যেমন বন্ধ করা যায় নাই একটা খুনের একজন আসামীও এরস্টে হয়না । মাদ্রাসা বন্ধ করা আসলেই এই মূহুর্তে সম্ভব না । কিন্তু রিফর্মেশন তো সম্ভব । নুরুল ইসলাম নাহীদ মন্ত্রি থাকা অবস্থায় গত আমল থেকে একরে পর এক চেষ্টা করে গেছেন শুধু মাত্র কওমী মাদ্রাসা গুলোর সাথে বেঠক করার । কওমী মাদ্রাসার যে সবর্চ্চ ফোরাম মানে সরলভাবে বললে তাদের যে সিন্ডিকেট তাদের সাথে বসার অনেক চেষ্টা করা হয়েছে শুধু তাদের কারিকুলমটা রিফরর্ম করার প্রস্তাব উথ্থাপন কারার জন্য । তারা কোন রকম পাত্তা দেয়ারো প্রয়োজন বোধ করে নাই । এরোকমও নাকি হয়েছে শিক্ষামন্ত্রি, এনসিটিবির ডি জি,ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক সবাই পূর্ব নিধারিত মিটিং এ অপেক্ষা করছেন জনাব হুজুরদের জন্য । তারা সেখানে উপস্থিত হওয়ার প্রয়োজনও বোধ করেন নাই । এবার ধারনা করেন কতখানি ক্ষমতা ধরেন তারা । আমি অভিজিৎ এর ধর্মকে আক্রমন করে কোন লিখা পরিনি । অজয় রায় স্যারেরও না । তাদরে আমি জানি স্রেফ বিজ্ঞানের মানুষ হিসেবে । এই জন্যই ভয়টা বেশী লাগছে । এই দেশে আর যাই হোক ইসলামিক বিপ্লব হবে না, হলে আফগানি বিপ্লব হতে পারে ! ”নারায়ে তাকবির আল্লাহ হুকবার “ এইটা আর ইসলামিক শ্লোগন নাই । এইটা শুনলেই আমার এখন মনে হয় কতগুলো লোক চাপাতি রাম দা নিয়ে মানুষ জবেহ করার জন্য দৈাড়ে আসছে !!!!!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০২

অমিত রায়হান বলেছেন: মাদরাসা গুলো তে সঠিক শিক্ষা দেয়া সম্ভব না। ওখানে কাদের দিবেন? সউদি আরব থেকে মোল্লা আনলে তো কল্লা কতলের প্রসার আরও বেড়ে যাবে। লাভ নাই। তার চেয়ে বরং কয়টা শোক সমাবেশ করে আমরা থেমে যাই। পরের বার যখন অন্য কেউ মরবে তখন আমরা নাহয় আবার শুরু করবো, কি বলেন?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৩

dilshan বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.