নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লুজার ম্যান

লুজার আমি। লেখার কিছু নাই

লুজার ম্যান

ফ্যাশনটা হল মুখোশ আর স্টাইল হল মুখশ্রী । যারা নিজের মন রেখে চলে স্টাইল তাদেরই আর দশের মন রাখা যাদের বিজনেস ফ্যাশন তাদেরই। আমি ভাই স্টাইল এ বিশ্বাসী না ফ্যাশনেই বিশ্বাসী। আমার বিজনেসের লোভ আছে ।

লুজার ম্যান › বিস্তারিত পোস্টঃ

প্রেম ভালোবাসা বলতে কিছুই নেই । পুত্র হিমালয়ের কাছে তার বাবার চিঠি ।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৭

হিমুর বাবার এই চিঠি টি হয়ত অনেকেই পরেছেন , যারা পরেন নাই সুধু তাদের জন্য,





প্রিও হিমালয়

তুমি অষ্টাদশ বর্ষে পদার্পণ করিয়াছ । আমার অভিনন্দন।



অষ্টাদশ বর্ষকে গুরুত্তের সঙ্গে বিবেচনা করা হয়। এই বয়সে নারী ও পুরুষ জৈবনপ্রাপ্ত হয়। তাহাদের চিন্তা চেতনাত ব্যাপক পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফল শুভ যেমন হয় –মাঝে মাঝে অশুভও হয়।

প্রিও পুত্র,

তোমাকে আজ আমি তরুন তরুণীর আকর্ষণের বিষয়ে আমার দীর্ঘদিনের চিন্তার ফল বলতে চাই। মন দিয়া পাঠ করিবে। তরুন-তরুণীর আকর্ষণের সমগ্র বিষয়টাই পুরপুরি জৈবিক। ইহা পশু ধর্ম। এই আকর্ষণের ব্যাপারটিকে আমরা নানাভাবে মহামানহিত করিবার চেষ্টা করিয়াছি। প্রেম নিয়ে কবি, সাহিত্তিক মাতামাতি করিয়াছেন। চিত্রকরারা প্রেমিক-প্রেমিকার ছবি অংকন করিয়াছেন । গীতিকাররা গান রচনা করিয়াছেন। গায়করা সেই গান নানান ভঙ্গিমায় গাহিয়াছেন।

প্রিও পুত্র,

প্রেম বলিয়া জগতে কিছু নাই। ইহা শরীরের প্রতি শরীরের আকর্ষণ । এই আকর্ষণ প্রকৃতি তৈরি করিয়াছেন যাহাতে তাহার সৃষ্টি বজায় থাকে। নর-নারীর মিলনে শিশু জন্মগ্রহণ করিবে। প্রকৃতির সৃষ্টি বজায় থাকিবে। একই আকর্ষণ প্রকৃতি তাহার সমস্ত জীবজগতে তৈরি করিয়াছেন। আশ্বিন মাসে কুকুরীর শরীর দুই দিনের জন্য উত্তপ্ত হয়। সে তখন কুকুরের সঙ্গ পাওয়ার জন্য উমত্ত আচরন করে। ইহাকে কি আমরা প্রেম বলিব?

প্রিও পুত্র,

মানুষ ভান করিতে যানে, পশু জানে না – এই একটা বিষয় ছাড়া মানুষের সঙ্গে পশুর তফাৎ নেই। যদি কখনও কোন তরুনির প্রতি তীব্র আকর্ষণ বোধ কর, তখন অবশই তুমি সেই আকর্ষণের স্বরূপ অনুসন্ধান করিবে। দেখিবে আকর্ষণের কেন্দ্রবিন্দু তুচ্ছ শরীর। যেহেতু শরীর নশ্বর সেহেতু প্রেম ও নশ্বর।

প্রিও পুত্র,

তোমাকে অনেক দূর যাইতে হবে। ইহা স্মরণ রাখিয়া অগ্রসর হইও। প্রকৃতি তোমার সহায় হউক।– এই শুভ কামনা।



ইতি,

তোমার বাবা

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগেও পড়েছি , আবারো পড়লাম ।

২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮

লুজার ম্যান বলেছেন: পরার জন্য ধন্যবাদ

৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৮

আর.হক বলেছেন: উত্তম

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৭

লুজার ম্যান বলেছেন: ধন্যবাদ পরার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.