![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্যাশনটা হল মুখোশ আর স্টাইল হল মুখশ্রী । যারা নিজের মন রেখে চলে স্টাইল তাদেরই আর দশের মন রাখা যাদের বিজনেস ফ্যাশন তাদেরই। আমি ভাই স্টাইল এ বিশ্বাসী না ফ্যাশনেই বিশ্বাসী। আমার বিজনেসের লোভ আছে ।
(01) নিজেকে কখনও অন্যের সাথে তুলনা করবেন না।
(02) নেগেটিভ চিন্তা ভাবনা থেকে বিরত থাকুন। সবকিছুকে পজেটিভ ভাবে গ্রহন করতে চেষ্টা করুন।
(03) নিজেকে নিয়ে এবং কাছের মানুষদেরকে নিয়ে অনর্থক বেশি দুঃচিন্তা করবেন না। মনে রাখবেন, দুঃশ্চিন্তা কখনোই সমস্যার সমাধান করবেনা।
(04) নিছক আড্ডা দিয়ে সময়ের অপচয় করবেন না।
(05) শত্রুতা এবং অন্যের প্রতি ঘৃণা বজায় রাখবেন না। এতে কেবল দুঃশ্চিন্তা বাড়ে এবং মানসিক শান্তি নষ্ট হয়, যা আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে।
(06) নিজের এবং অন্যের অতীতের ভুল থেকে শিক্ষা নিন, শিক্ষাকে মনে রাখুন, ভুলকে ভুলে যান। অতীতের ভুল নিয়ে অতিরিক্ত ঘাটাঘাটি করে তিক্ততা বাড়িয়ে বর্তমানের সুন্দর সময়কে নষ্ট করবেন না।
(07) মনে রাখবেন, জীবন একটি বিদ্যালয় যেখানে আপনি শিখতে এসেছেন। জীবনের যত সমস্যা তা এই বিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, এ নিয়ে তাই চিন্তা না করে বীজগণিতের মত সমাধানের চেষ্টা করুন।
(08) প্রচুর পরিমাণে হাসুন এবং সবসময় হাসিখুশী থাকার অভ্যাস করুন। সেই সাথে অন্যদেরকেও হাসিখুশী রাখতে চেষ্টা করুন।
(09) জীবনের সব ক্ষেত্রে জয় লাভ করা অসম্ভব। তাই হার মেনে নিতে প্রস্তুত থাকুন। এটাও আপনার একটা মানসিক বিজয়।
(10) অন্যের দোষ-ত্রুটি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করুন।
(11) অন্যেরা আপনাকে নিয়ে কি ভাববে তা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। নিজের কাজ করে যান আত্মবিশ্বাস নিয়ে।
(12) সময়ের কাজ সময়ে করুন, কিছুতেই এখনকার কাজ পরে করার জন্যে ফেলে রাখবেন না।
(13) যেসব জিনিস চিত্তাকর্ষক ও আকর্ষণীয়, কিন্তু ও উপকারী নয়, তা থেকে দূরে থাকুন।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
নূর আদনান বলেছেন: ১১ নং নিয়ে বেশি চিন্তিত, ৮ নং কিছু কিছু জায়গায় চেষ্টা করি....
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
বকুল০৮ বলেছেন: মনে রাখবেন, জীবন একটি বিদ্যালয় যেখানে আপনি শিখতে এসেছেন। জীবনের যত সমস্যা তা এই বিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, এ নিয়ে তাই চিন্তা না করে বীজগণিতের মত সমাধানের চেষ্টা করুন। " - খুব দামী কথা।!
পোস্টটি ভালো লাগলো। অনেক।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১০
লুজার ম্যান বলেছেন: ধন্যবাদ , এত সুন্দর পরামর্শের জন্য
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ভাল একটি জানা গেল ।সুন্দর তথ্য জানানোর জন্য ধন্যবাদ লুজার ম্যানকে।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৩
লুজার ম্যান বলেছেন: আপনাকেও আমি ধনিয়াপাতা দিলাম
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৬
বেকার সব ০০৭ বলেছেন:
কপি পেস্ট মারছেন, খুব কামের পোস্ট
সব গুলো মেনে চলার চেষ্টা করব, পোস্টে++++++++++
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫
সুমন কর বলেছেন: ০৮নং-টা ছাড়া বাকিগুলো অনুসরণ করার চেষ্টা করি।