নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লুজার ম্যান

লুজার আমি। লেখার কিছু নাই

লুজার ম্যান

ফ্যাশনটা হল মুখোশ আর স্টাইল হল মুখশ্রী । যারা নিজের মন রেখে চলে স্টাইল তাদেরই আর দশের মন রাখা যাদের বিজনেস ফ্যাশন তাদেরই। আমি ভাই স্টাইল এ বিশ্বাসী না ফ্যাশনেই বিশ্বাসী। আমার বিজনেসের লোভ আছে ।

লুজার ম্যান › বিস্তারিত পোস্টঃ

জনগণ কেন জামায়াতকে ভোট দিয়েছে তা আমার জানা নেই: তথ্যমন্ত্রী

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

প্রথম দফা উপজেলা নির্বাচনে জামায়াতে ইসলামীর বিস্ময়কর ফলাফল প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জনগণ কোন হিসাবে বা কেন জামায়াতকে ভোট দিয়েছে তা আমার জানা নেই।



আজ (বৃহস্পতিবার) দুপুর সোয়া ১টায় জাতীয় প্রেস ক্লাবে কবি জীবন ইসলামের 'ভাল আছি' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামায়াতকে বর্তমান সরকার জনবিচ্ছিন্ন দল হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে, তাহলে তারা কেমন করে ১৩ আসনে নির্বাচিত হলো?-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জামায়াতকে জনগণ কেন ভোট দিয়েছে আমি জানি না।



উপজেলা নির্বাচনে বিএনপিই বেশি পদে বিজয়ী হচ্ছে, তা কি প্রমাণ করে না যে সরকারের জনপ্রিয়তা কমছে? এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, সরকারের জয়প্রিয়তা হ্রাস এত সহজ নয়। এটা ব্যাপক গবেষণার বিষয়। গবেষণা করে বলতে হবে।

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ভোট জালিয়াতির যে অভিযোগ ছিল এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সব নির্বাচনেই কিছু না কিছু অভিযোগ থাকে।এ নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রমাণ করে নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর হয়েছে। বিএনপির সব অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।’



গতকাল অনুষ্ঠিত ৯৭টি উপজেলা পরিষদের বিএনপি-জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন ৫৬ জন। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ৩৪ জন প্রার্থী জয়লাভ করেছেন।



নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ৩২ জন, আওয়ামী লীগ সমর্থিত ২৪ জন, জামায়াত সমর্থিত ২৩ জন, স্বতন্ত্র ছয়জন, জাতীয় পার্টি তিনজন এবং অন্যান্য চারজন। বাকীগুলোর ফল পাওয়া যায়নি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত ৩৪ জন, আওয়ামী লীগ সমর্থিত ৩৪ জন, জামায়াত সমর্থিত ১০ জন প্রার্থী জয়ী হয়েছেন।



প্রথম দফা নির্বাচনে ফল বিশ্লেষণে দেখা গেছে, বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে জাতীয় নির্বাচন বর্জন করলেও উপজেলায় ভালো ফল করেছে জামায়াত যা সত্যিই বিস্ময়কর। কারণ যুদ্ধাপরাধের বিচার আর সহিংসতাকে ঘিরে দলটি পুরোমাত্রায় কোণঠাসা। সংসদ নির্বাচনের রাজনীতিতে নিষিদ্ধ নেতারা প্রায় সবাই পলাতক। পলাতক থেকেও তারা জয়ী হয়েছেন, যা রাজনীতির মাঠে তাদের বলিষ্ঠভাবে ফেরার ইঙ্গিত বলে অনেকেই মনে করছেন।#



রেডিও তেহরান/এআর/২০

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

রাকিবুল হাসান ২০১০ বলেছেন: বর্তমানে উপজেলা নির্বাচন হচ্ছে - এ সরকারের আয়না ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

সরলপাঠ বলেছেন: ইনু, বাদল, মতিয়া, লেনিন, মতিআলু গংগরাই আওয়ামীলীগকে ডুবাচ্ছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

লুজার ম্যান বলেছেন: কালা বিললি রে বাদ দিলেন কেন?

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

মুদ্‌দাকির বলেছেন:


১) ISI এর ষড়যন্ত্র হতে পারে !!! =p~ =p~ =p~ =p~

অথবা হতে পারে

২) দেশে পাকিস্তানী দিয়া ভইরা গেছে =p~ =p~ =p~ =p~

অথবা হতে পারে

৩) আওয়ামিলীগ সব সময় বাস্তবতা বিবর্যিত কথা বার্তা বলে X(( X(( X(( X((

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

লুজার ম্যান বলেছেন: না ভাই জাওওাহিরির ষড়যন্ত্র হতে পারে

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১

তিক্তভাষী বলেছেন: ইনু ঠিকই বলেছে। জুতোপেটা হলেও যেমন মানীর মান গেছে বলা যায় না, তেমনি ভোট না পেলেও আওয়ামীদের জনপ্রিয়তা কমেছে বলা যায না।

ব্লগের আওয়ামী গবেষকরা কি বলেন?

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১

বেলা শেষে বলেছেন: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু:
জনগণ কেন জামায়াতকে ভোট দিয়েছে তা আমার জানা নেই: তথ্যমন্ত্রী

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

এম এ কাশেম বলেছেন: @ তিক্তভাষী: ভাই তিক্ত হলে ও ১০০% সত্য,

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯

হরিসূধন বলেছেন: ইনু কিছু দিন পর স্পাইচি ুটকি মারা খাবে তাই তাল হারিয়ে পালাইছে।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯

উদাস কিশোর বলেছেন: রাকিবুল হাসান ২০১০ বলেছেন: বর্তমানে উপজেলা নির্বাচন হচ্ছে - এ সরকারের আয়না ।
"সহমত"

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৬

মাহাদি হাসান বলেছেন: মহাপন্ডিত ইনু কি বলতে পারবে কেন ইনুরা ভোট পায় নাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.