নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লুজার ম্যান

লুজার আমি। লেখার কিছু নাই

লুজার ম্যান

ফ্যাশনটা হল মুখোশ আর স্টাইল হল মুখশ্রী । যারা নিজের মন রেখে চলে স্টাইল তাদেরই আর দশের মন রাখা যাদের বিজনেস ফ্যাশন তাদেরই। আমি ভাই স্টাইল এ বিশ্বাসী না ফ্যাশনেই বিশ্বাসী। আমার বিজনেসের লোভ আছে ।

লুজার ম্যান › বিস্তারিত পোস্টঃ

রেহানা জাব্বারির মৃত্যুদণ্ড নিয়ে ইরানের বক্তব্য

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৪


ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়া শেষ করেই কিছুদিন আগে রেহানা জাব্বারিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এ নিয়ে পশ্চিমা যেসব কর্মকর্তা বক্তব্য-বিবৃতি দিচ্ছেন তা সঠিক নয় বরং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহিলা মুখপাত্র মারজিয়ে আফখাম বলেছেন, “যে মামলা সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার মধ্যদিয়ে পরিচালিত হয়েছে এবং আপিলের অধিকার দেয়া হয়েছে তা নিয়ে এখন এ ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।”

সাত বছর আগে জাব্বারি এক ব্যক্তিকে খুনের মামলায় দোষী সাব্যস্ত হন এবং কয়েকদিন আগে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তার এ মৃত্যুদণ্ডের পর আমেরিকা ও ব্রিটেনসহ পশ্চিমা কয়েকটি দেশের কর্মকর্তারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক মন্তব্য করেছেন। এরপর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ (বৃহস্পতিবার) এ বিবৃতি দিলেন।

এ সম্পর্কে মারজিয়ে আফখাম বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার ব্যবস্থার আওতায় সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্যদিয়ে জাব্বারির মামলা পরিচালিত হয়েছে এবং আইন বিভাগ দ্বারা প্রণীত বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেই বিচারকাজ শেষ হয়েছে।”

২০০৭ সালের জুলাই মাসে মোর্তেজা আব্দুল আলী সারবান্দি নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন জাব্বারি এবং গত শনিবার ভোরে তাকে ফাঁসি দেয়া হয়। মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানের সরকারি কৌঁসুলি এ খবর নিশ্চিত করেন এবং তিনি জানান, জাব্বারি তার পূর্বপরিকল্পনা অনুসারে সারবান্দিকে হত্যা করেন। হত্যাকাণ্ড ঘটানোর জন্য তিনি দু দিন আগে ছুরি কিনেছিলেন বলেও প্রমাণ পাওয়া গেছে।

মামলা চলার সময় ২৬ বছর বয়সী রেহানা দাবি করেছিলেন, মোর্তেজা সারবান্দি তাকে ধর্ষণ করার চেষ্টা করলে আত্মরক্ষার জন্যই তিনি তাকে ছুরি মেরে হত্যা করেন। তবে মামলার অধিকতর তদন্ত ও ঘটনাস্থলের আলামত পরীক্ষা-নিরীক্ষা করে তার ওই দাবি মিথ্যা প্রমাণিত হয়।

এরপর চলতি মাসে জাব্বারির মৃত্যুদণ্ডাদেশ কয়েকদিনের জন্য স্থগিত রাখা হয় এবং তার আইনজীবীকে সময় দেয়া হয় যাতে তিনি ভিক্টিম পরিবারকে খুনের দায় মাফ করে দেয়ার বিষয়ে রাজি করাতে পারেন। কিন্তু নিহত মোর্তেজা সারবান্দির পরিবার আসামী জাব্বারিকে মাফ করে দিতে রাজি হয় নি।

ইসলামি আইন অনুসারে, খুনের ঘটনা প্রমাণিত হলে যদি ভিক্টিম পরিবার বা নিহতের আত্মীয়-স্বজন মাফ না করেন তাহলে দোষী ব্যক্তিকে অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে। ইরানে ইসলামি আইন চালু রয়েছে সে কারণে এই মৃত্যুদণ্ড ঠেকানো বা স্থগিত করার কোনো সুযোগ ছিল না।
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়া শেষ করেই কিছুদিন আগে রেহানা জাব্বারিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এ নিয়ে পশ্চিমা যেসব কর্মকর্তা বক্তব্য-বিবৃতি দিচ্ছেন তা সঠিক নয় বরং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহিলা মুখপাত্র মারজিয়ে আফখাম বলেছেন, “যে মামলা সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার মধ্যদিয়ে পরিচালিত হয়েছে এবং আপিলের অধিকার দেয়া হয়েছে তা নিয়ে এখন এ ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।”

সাত বছর আগে জাব্বারি এক ব্যক্তিকে খুনের মামলায় দোষী সাব্যস্ত হন এবং কয়েকদিন আগে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তার এ মৃত্যুদণ্ডের পর আমেরিকা ও ব্রিটেনসহ পশ্চিমা কয়েকটি দেশের কর্মকর্তারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক মন্তব্য করেছেন। এরপর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ (বৃহস্পতিবার) এ বিবৃতি দিলেন।

এ সম্পর্কে মারজিয়ে আফখাম বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার ব্যবস্থার আওতায় সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্যদিয়ে জাব্বারির মামলা পরিচালিত হয়েছে এবং আইন বিভাগ দ্বারা প্রণীত বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেই বিচারকাজ শেষ হয়েছে।”

২০০৭ সালের জুলাই মাসে মোর্তেজা আব্দুল আলী সারবান্দি নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন জাব্বারি এবং গত শনিবার ভোরে তাকে ফাঁসি দেয়া হয়। মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানের সরকারি কৌঁসুলি এ খবর নিশ্চিত করেন এবং তিনি জানান, জাব্বারি তার পূর্বপরিকল্পনা অনুসারে সারবান্দিকে হত্যা করেন। হত্যাকাণ্ড ঘটানোর জন্য তিনি দু দিন আগে ছুরি কিনেছিলেন বলেও প্রমাণ পাওয়া গেছে।

মামলা চলার সময় ২৬ বছর বয়সী রেহানা দাবি করেছিলেন, মোর্তেজা সারবান্দি তাকে ধর্ষণ করার চেষ্টা করলে আত্মরক্ষার জন্যই তিনি তাকে ছুরি মেরে হত্যা করেন। তবে মামলার অধিকতর তদন্ত ও ঘটনাস্থলের আলামত পরীক্ষা-নিরীক্ষা করে তার ওই দাবি মিথ্যা প্রমাণিত হয়।

এরপর চলতি মাসে জাব্বারির মৃত্যুদণ্ডাদেশ কয়েকদিনের জন্য স্থগিত রাখা হয় এবং তার আইনজীবীকে সময় দেয়া হয় যাতে তিনি ভিক্টিম পরিবারকে খুনের দায় মাফ করে দেয়ার বিষয়ে রাজি করাতে পারেন। কিন্তু নিহত মোর্তেজা সারবান্দির পরিবার আসামী জাব্বারিকে মাফ করে দিতে রাজি হয় নি।

ইসলামি আইন অনুসারে, খুনের ঘটনা প্রমাণিত হলে যদি ভিক্টিম পরিবার বা নিহতের আত্মীয়-স্বজন মাফ না করেন তাহলে দোষী ব্যক্তিকে অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে। ইরানে ইসলামি আইন চালু রয়েছে সে কারণে এই মৃত্যুদণ্ড ঠেকানো বা স্থগিত করার কোনো সুযোগ ছিল না।

সুত্রঃ রেডিও তেহরান

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১০

লুজার ম্যান বলেছেন: ইরানি নারী রেহানের মৃত্যুদণ্ড এবং প্রকৃত সত্য । আমাদের স্বভাব খুব ই খারাপ! যাচাই না করেই আমরা সব বিশ্বাস করি

২| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৭

শাহ আলম বাদশাহ বলেছেন: মাদের দেশে নির্বিচারে নারীদের ধর্ষণ ও অত্যাচার করে হত্যা করা হলেও বিচার পায়না। এমনকি আসামীর ফাসীর আদেশ হলেও অনেক সময় প্রেসিডেন্ট মাফ করে দেন আসামীকে এবং ভিক্টিমের পরিবারকে এবং বিচারপ্রক্রিয়াকেও তামাশায় পরিণত করা হয়।

আমরা এসবের সমাধান যেখানে করিনা এমনকি আমাদের সীমান্তে ফেলানীদের বিনাবিচারে হত্যা করা হলেও আমাদের মন কাদেনা। অথচ বিদেশের বিচারের বিরুদ্ধে আমরা দরদ দেখাই কোন মুখে?

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০২

লুজার ম্যান বলেছেন: এক দম থিক কইছেন! এই রেহেনার বিচার ১/২ মাস করে রায় দেয় নাই! ৭ বছর পর্যন্ত ধিরে সুস্থে বিচার করার পর রায় দিছে

৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৩

খেলাঘর বলেছেন:


আয়াতোল্লাহ হোমেনী ধনী দেশ ইরানকে গুহামানবের দেশ বানায়েছিল; বের হটে সময় লাগবে।

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

লুজার ম্যান বলেছেন: বের হবার দরকার নাই! বের হতে গেলে ইরাক, আফগানিস্থান , সিরিয়ার মত অবস্থা হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.