![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্যাশনটা হল মুখোশ আর স্টাইল হল মুখশ্রী । যারা নিজের মন রেখে চলে স্টাইল তাদেরই আর দশের মন রাখা যাদের বিজনেস ফ্যাশন তাদেরই। আমি ভাই স্টাইল এ বিশ্বাসী না ফ্যাশনেই বিশ্বাসী। আমার বিজনেসের লোভ আছে ।
১। -0.25 এই পাওয়ার এর চশমা পড়লে কি চখের ক্ষতি হবে ? আমি কম্পিউটার ব্যাবহার এর সময় একটা চশমা পড়ি। আমি আগে জানতাম না এই চস্মায় -0.25 পাওয়ার আছে! চশমা পড়ার পড় পার্থক্য ধরতে পারি নাই!
২। গতকাল ডাক্তারের কাছে গিয়েছিলা কম্পিউটার ব্যাবহারের জন্য একটা সাধারন চশমা ব্যাবহার করার জন্য পরামর্শ নিতে ডাক্তার আমাকে ( -1.5) পাওয়ার এর চশমা ব্যাবহার করতে বলেছে! এখন আমি যদি সুধু বাসায় চশমা ব্যাবহার করি! বাহিরের খালি চখে যাই তাহলে কি আমার চখের সমস্যা হবে? আমার বয়স ২১ বছর! আমার চখের অবস্থা কি আরও খারাপ হওয়ার সম্ভবনা আছে?
প্লিয কেও যদি সঠিক জানেন আমাকে পরামর্শ দিয়ে হেল্প করুন!
আরও একটা কথা ! অনেক হয়ত বলতে পারেন ব্লগে পোস্ট না দিয়ে ডাক্তারের সাথে আলোচনা করুন! হ্যাঁ ভাই ডাক্তারের সাথে একটা বাদ দিয়ে ২ টা কথা বলতে গেলেই ঝারি দেয়!
২| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩২
লুজার ম্যান বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১০
খেলাঘর বলেছেন:
ডাক্তারের সাথে আলাপ করেন।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭
প্রামানিক বলেছেন: কি যে পরামর্শ দিব ভেবে পাচ্ছি না।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৯
ভোরের সূর্য বলেছেন: প্রথম কথা হল আপনাকে ডাক্তারের পরামর্শমতই চশমা ব্যবহার করতে হবে এবং ডাক্তারের কথাই শুনতে হবে কেননা এটা জ্বরের মতন না যে কেউ আপনাকে পরামর্শ দিলো যে নাপা কিংবা প্যারাসিটামল খান কিংবা এ্যান্টিবায়োটিক খান ভাল হয়ে যাবেন। চোখ কিংবা দাঁতের মত স্পেসিফিক বিষয়ে এভাবে ব্লগে পরামর্শ না নেয়াই ভাল আর তাছাড়া এটা এমন জিনিস যে পরীক্ষা না করে কেউ আপনাকে কোন পরামর্শ দিতে পারবেনা না।
এবার কিছু পয়েন্ট আপনাকে বলছি।
১) আপনি কি ফ্যাশন করার জন্য চশমা পড়তেন?তা না হলে ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ পাওয়ার ওয়ালা চশমা ব্যবহার করেনা কিংবা চশমার দোকানে আপনাকে সেই চশমা দিবেনা।যাই হোক আর যেভাবেই হোক আপনি না জেনেই -0.25 এর চশমা পরেছেন যার ফলে আপনার ভাল চোখ আস্তে আস্তে খারাপ হয়ে গেছে।
২) ডাক্তার আপনাকে অবশ্যই পরীক্ষা নিরিক্ষা করেই নতুন পাওয়ারের চশমা দিয়েছেন,এমনি এমনি এত বেশী পাওয়ারের চশমা দেন নাই। -1.5 পাওয়ার এর চশমা খুব বেশি না হলেও খুব একটা কমও না কারণ সাধারণত চোখ খারাপ হলে -0.25 থেকে শুরু হয় তারপর -0.50,-0.75,-0.1,-1.25,-1.50 এভাবে পাওয়ার বাড়তে থেকে। আর মাইনাস পাওয়ার মানে হল দূরের জিনিস দেখতে সমস্যা হবার জন্য আর এই বয়সে সাধারণত মাইনাস পাওয়ারে চশমা ব্যবহার করার হয় আর বয়স চল্লিশ হলে তখন প্লাস পাওয়ার মানে কাছের জিনিস দেখতে না পাবার চশমা।
৩) আপনার প্রেস্ক্রিপশনে দেখুন ডাক্তার কন্সট্যান্টলি ইউজ এর জন্য মানে সবসময় ব্যবহারের জন্য লিখেছেন কিনা। যদি লিখে থাকেন তাহলে সেটা ঘুমানো ছাড়া সবসময় ব্যবহার করতে হবে না হলে চোখ আরোও খারাপ হয়ে যাবে। আর সবসময় ব্যবহার করলে এক সময় ভালোও হয়ে যেতে পারে।