নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেশি দিন বাকি নাই

শেষ বারের মতো সতর্ক করছি...

ডাইনোসর

অস্তিত্বহীন ভাবেই বেঁচে আছি।

ডাইনোসর › বিস্তারিত পোস্টঃ

ফিরে এসেছি,চেনা জানা কে কে আছেন?

০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১০:৫১

প্রায় দুই বছর পরে আবার এই ব্লগে আসছি। ফেব্রুয়ারি ১৩ সালের পরে আর কোন পোষ্ট দেয়া হয় নাই। তারপর বহুদিন পাসওয়ার্ড হারিয়ে ঢুকতে পারিনি। তারপর এভাবে সেভাবে আরো অনেক দিন কেটে গেল। নতুন বহু মানুষ এসেছে। সাথের অনেকেই হয়তো নেই। তবু কে কে আছেন? কাকে কাকে আমি চিনি? আমাকে মনে রাখবে এমন আশা করছি না।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১১:০৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপনাকে স্বাগতম।

০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১১:০৫

ডাইনোসর বলেছেন: ধন্যবাদ।

২| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১১:১৩

দ্যা লায়ন বলেছেন: ব্লগের যেই অবস্থা তাতে নিজেরেইতো ভুইলা গেছি তয় আপনারে ঠিকি চিনি :)


কেমন আছেন?

আবার শুরু কইরা দেন আগের লাহান ভালা লাগবো কিনা কইতারিনা।:(

৩| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১১:২৬

একাকী বালক বলেছেন: হা হা হা। পরিচিত নিক।

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১২:০৩

ডাইনোসর বলেছেন: সিংহ ভায়া ভাল আছি। আপনার কি খবর?

৪| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১১:৩২

বলাকাবিহঙ্গ বলেছেন: আমাদের সমস্ত ব্লগারদেরই প্রয়োজন আর নেই- আপনাকে স্বাগতম!

৫| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১২:০৪

ডাইনোসর বলেছেন:
ব্লগে প্রয়োজন অপ্রয়োজন বলে আদৌকি কিছু ছিল? আর অনলাইন মান অভিমানের জায়গা না। সবই স্বাভাবিক হিসেবেই দেখি।

৬| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১:২৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপনার কথা ঠিক। অনলাইনে আবার অভিমান কিসের। পিসি অফ সব কিছু অফ। বাস্তব জীবনের সাথে কি এই ভার্চুয়াল লাইফের কোন তুলনা আছে।

০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:০০

ডাইনোসর বলেছেন: ঠিক।

৭| ০২ রা অক্টোবর, ২০১৪ ভোর ৬:৫৮

আহসান২০২০ বলেছেন: আমি আপনাকে চিনি। কেমুন আছুইন মেবাই? আপনাকে চিনার যথেষ্ট কারণও আছে। আমার এই নকিটা ব্যান খাবার পর আমি ডাইনোসর নামে নতুন নিক খুলি। সামু আমারে ওয়েটিং লিষ্টে রেখে আর জেনারেল করে না। তারপর দেখি আপনার নিকে পোষ্ট। পরে বোঝলাম যে আমার আগেই আপনি নিকটির পেটেন্ট নিয়েছেন।
ধন্যবাদ -লেখালেখি করুন প্রচুর।

৮| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:০২

ডাইনোসর বলেছেন: জানিতো সেই কথা। আপনি আগে বলেছিলেন।

আমি ভালই থাকি। খারাপ থেকে দেখেছি কোন লাভ হয় না হা হা হা.... তাই ভালই থাকি।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৪

অপূর্ণ রায়হান বলেছেন: চেনা জানা নই , তবুও ওয়েলকাম ব্যাক !:#P !:#P !:#P !:#P

১০| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৮

ইমিনা বলেছেন: ওয়েলকাম ব্যাক ...
অাপনাকে চিনি না তবে ডাইনোসর চিনি। ওরা আমার বিলুপ্ত হয়ে যাওয়া বন্ধু :P

১১| ১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৩

আরিফ রুবেল বলেছেন: কি অবস্থা ? :)

১২| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অারে ডাইনোসর ভাইজান যে। আমি কয়েকবছর পর আবার নিয়মিত হয়েছি, আপনিও আসেন্না আবার.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.