নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকে মানুষ কখনো পরিত্যাগ করে না তাকে সে অবশ্যই ভালবাসে।

সাদা মেঘ কালো ছায়া

মৃত্যুর পরে তো মরণ নেই। মৃত্যুকে পার হয়ে তো আমি অমর হয়ে যাব ।

সাদা মেঘ কালো ছায়া › বিস্তারিত পোস্টঃ

পড়াশোনা ও ভয় এর বস্তু /:)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

পড়া আর শোনা দুই টা জিনিস এখন আজব লাগে । কয় দিন ধরে খালি মনে হচ্ছে জন্ম টা শুধু পড়াশোনার জন্য হচ্ছে । আজকাল পড়াশোনা না করলে কেউ পাত্তা ও দেয় না । এটার ভয় সব সময় দেখানো হয় । দিন দিন মনে হচ্ছে পড়াশোনা কঠিন হচ্ছে । এত এত এ প্লাস । আমি জানি না এত মেধাবী দের কে কই জায়গা দেয়া হবে । এক জন এত গুলা স্যার এর কাছে পড়ে । তবে তারা কত শিখতে পারতেছে এটা এ সন্দেহ। এক জন এইচ এস সি তে পড়া ছাত্রী যখন বলে ভর এর একক মিটার তখন হাসব নাকি কাদব বুঝি না। আমার খালাত ভাই বলে সব পরীক্ষায় ফেল করব। তখন অবাক হয়ে যাই। কারন তা কে অনেক টাকা দিয়ে স্যার দের কাছে পড়ানো হয়।



আমি বুঝতে পারলাম এত টুকু ই যে নিজের ইচ্ছা না থাকলে হাজার হাজার স্যার দিলে ও লাভ নাই। তবে শুধু ই পড়াশোনা করলে ও একটা হতাশা চলে আসে। আমার চলে আসতেছে। কোনো উপায় নাই। এত ছাত্র ছাত্রী দের মাঝে আমাকে ও টিকে থাকতে হবে। যখন ভালো রেজাল্ট করার পর মা বাবার হাসি দেখি তখন সব কষ্ট ভুল এ যাই।



আমার মনে হয় কারো একটু পড়া শোনা জিনিস টা কে সহজ করার চিন্তা ভাবনা করা উচিত। দেশ এর বাইরে এটা হচ্ছে। আমি এখন ও স্বপ্ন দেখি আমাদের দেশ এর সবাই পড়াশোনা টা কে আনন্দ নিয়ে করবে। পড়াশোনা কারো কাছে আর হতাশা বা বোঝা হিসেবে থাকবে না। জানি না এটা সত্যি হবে নাকি কখন ও। অপেক্ষায় আছি.. :|

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

স্বপ্নের মানুষ বলেছেন: ধন্যবাদ




আশা করি এইখানে লিখবেন

চ্যাট, ব্লগ, ফোরাম

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

সাদা মেঘ কালো ছায়া বলেছেন: ধন্যবাদ।





চেষ্টা করব।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

তুন্না বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমরা ও অপেক্ষায় আছি..

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

সাদা মেঘ কালো ছায়া বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.