![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যুর পরে তো মরণ নেই। মৃত্যুকে পার হয়ে তো আমি অমর হয়ে যাব ।
মাঝে মাঝে মনে হয় আমার বন্ধু ভাগ্য টা অনেক ভাল। আমি সবসময় হাসিখুশি থাকি তাই যখন ই মন খারাপ করি তখন ই আমার বন্ধু রা সবাই অস্থির হয়ে যায়। কয় দিন আগে পিকনিক এ গেলাম। বাস এ আমাদের একটা বন্ধু কৌতুক বলল, তবে কেউ হাসল না। তারপর যখন আর একটা কৌতুক বলা শুরু করল তখন কৌতুক এর এক লাইন বলার সাথে সাথে ই আমি হাসা শুরু করলাম। এরপর আমার হাসি দেখে সবাই হাসতে লাগল। কৌতুক টা আর বলা হল না তবে সবাই অনেক মজা পেল। পিকনিক এর কয় দিন পর আমি জানতে পারলাম আমার হাসি নাকি এখন সবার পছন্দ। এই ভাবে ই আমি সবার কাছে প্রিয় হয়ে গেলাম।
আজকে বই মেলা তে গেলাম। টাকা খুব একটা ছিল না। সবাই বই কিনতেছে তবে আমি পারতেসি না। মন টা ত খুব ই খারাপ হয়ে গেল। এক জন সাত টা বই কিনল। একটা বই দেখে খুব কিনতে ইচ্ছা করতেছিল। টাকা নাই। কিছুক্ষন পর আমার একটা বন্ধু আসল বই মেলা তে। আমার ভোতা মুখ দেখে জানতে চাইল কি ব্যাপার। ও সব শুনে আমাকে বই টা কিনে দিল। আমি খুব অবাক হলাম। ও বলল, দোস্ত টাকা পরে আমাকে দিয়ে দিস কিন্তু দয়া করে মন খারাপ করে থাকিস না। আমি অবাক হলাম।
বাস এ সিট না পাইলে ও আমার বন্ধু রা আমাকে বসতে দেয় আর নিজে রা দাঁড়ায় থাকে। আমি আমার এই বন্ধু গুলা দেখে অবাক হয়ে যাই। আমার বন্ধুরা আসলে ই অনেক ভাল। কারন টা জানি না কেন সব বন্ধুরা এত ভাল। আমি আমার বন্ধু দের কে এই জন্য অনেক ভালবাসি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
সাদা মেঘ কালো ছায়া বলেছেন: কি রকম উলটা?
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১
আমি মুখতার বলেছেন: amar bondhu rao valo. Tobe ulta dik diye. !!!!!!!!!!!!!!!!! :p
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
দূলভ বলেছেন: আমার বন্ধুরা একটু ভিন্ন ।পকেটে কোনদিন টাকা পাইনাই চা পানির বিল আমাকেই দিতে হয় (কথার আগে পিছে চাপা মারা) তবে তাদের টাকা ছাড়া সব রকম বিপদে পাই।।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
সাদা মেঘ কালো ছায়া বলেছেন: ঠিক বলেছেন। বন্ধু রাই বিপদ এ এগিয়ে আসে।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
+++++++++++++++++++
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৫
সাদা মেঘ কালো ছায়া বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
আমি মুখতার বলেছেন: amar bondhu rao valo. Tobe ulta dik diye. !!!!!!!!!!!!!!!!! :p