নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছুট্ট দুষ্টু!

http://www.somewhereinblog.net/blog/Paranoid

লিটল হামা

হাসান মাহবুব

লিটল হামা › বিস্তারিত পোস্টঃ

কিছু শকিং, ডিস্টার্বিং এবং ডিপ্রেসিং মুভি।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:০৬

আগের পর্ব কিছু শকিং মুভি।

Gummo



টর্নেডো আক্রান্ত আ্যামেরিকান একটা শহর। সেখানকার খোঁজ কেউ রাখে না। পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন। মানুষজনের জীবনের কোন উদ্দেশ্য নেই। পার্টি করছে, গান গাইতে গাইতে চেয়ার ভাঙছে, ওভারব্রিজ থেকে বালক প্রস্রাব করছে নিচের মানুষদের ওপর। আরো আছে, এ্যানিমেল টর্চার, ১৩-১৪ বছর বয়সী দুই বন্ধুর গ্লু স্নিফিং করতে করতে তাদের নিহিলিস্ট জীবন নিয়ে আলোচনা করা। এই শহরে কোন প্রাণ নেই, হাসি নেই, আনন্দ নেই। কিন্তু মানুষ তো! সে তার পথ ঠিকই বেছে নেবে। তাই তাদেরই একজন রাতের বেলা ঘুম থেকে উঠে চোখের ভ্রু কেটে ফেলার আনন্দে নাচে। এই মুভির সবচেয়ে কুখ্যাত সিন হল "দ্যা বাথটাব সিন"। দৃশ্যটা কেমন? নিজ দায়িত্বে দেখে নিয়েন। খুব কুৎসিত একটি দৃশ্য, কিন্তু এটাই শহরবাসীর বিপর্যস্ত এবং উদ্দেশ্যবিহীন জীবনকে সবচেয়ে ভালোভাবে চিত্রায়ন করেছে। কারো কাছে দৃশ্যটা চরম ডিস্টার্বিং। আমার কাছে ডিপ্রেসিং।

ছবিটা আমার কাছে তেমন ভালো লাগেনি। এমন ছবি আগেও দেখেছি, কিন্তু সেখানে চরিত্রগুলোর স্ফুটন ছিল, তীব্র এবং তীক্ষ্ন বিদ্রূপ ছিলো। ভাবনার অবকাশ ছিলো। কিন্তু এটাতে তেমন কিছুই নাই। পয়েন্টলেস। তবে কিছু কিছু দৃশ্য খুব সুন্দর।



ডাউনলোড লিংক



Red Room



একটা লো বাজেট জাপানিজ ভিডিও ফিল্ম। কাহিনীটা গতানুগতিক। একটা রুমে চারজনকে বসিয়ে দেয়া হয়। তাদেরকে চারটে কার্ড শাফল করে যেকোন একটা নিতে বলা হয়। কার্ডগুলোর নাম্বার ১,২,৩ এবং কিং! যার ভাগ্যে কিং উঠবে সে অন্য যেকোন দুজন নম্বরধারীকে যা ইচ্ছা তাই বলবে। উদাহরণ দেই,

যে কিং হয়েছে, সে বলল" ২ কে ৩ টানা পাঁচ মিনিট ধরে থাপ্পর মারবে। এভাবে গেম চলতে থাকে। চলতে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। জীবিতজন হবেন বিজয়ী।

যা ছিলো সাদামাঠা একটা সহজ গেম, তা ক্রমশঃ বর্বরতর হয়ে ওঠে। কেন তারা এই খেলা খেলছে যাবতীয় মনুষ্যত্ব বিসর্জন দিয়ে? কারণ, বিজয়ীর জন্যে রয়েছে এক মিলিয়ন ডলার পুরষ্কার। এবং জয়ী সেই হবে, যে শেষ পর্যন্ত টিকে থাকবে।

মুভিটার মিউজিক ভালো না। সাসপেন্সঘন মুহূর্তের জন্যে উপযুক্ত না। অভিনয় সাদামাটা।

ডাউনলোড



13 Tzameti





একটি ফ্রেঞ্চ মুভি। সেবাস্তিয়ান নামক এক তরুণ তার প্রতিবেশীর বাসায় গিয়ে একটা চিঠি নাম না খোলা অবস্থায় দেখে। কৌতূহল বশে সে চিঠিটির দিকনির্দেশনা অনুযায়ী প্যারিসের একটা ক্লাবে যায়। সেখানে ভয়ংকর এক খেলা চলছে। প্রচুর অর্থের বিনিময়ে বিনোদন পেতে উপস্থিত হয়েছেন শহরের হোমরা-চোমরাগণ। খেলাটা হল রাশিয়ান রুলেট। নিয়ম- ১৩ জন বৃত্তাবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। সবার পিস্তলে একটা করে গুলি লোড করে শাফল করা হবে। কেউ জানে না চেম্বারের কোন জায়গায় গুলিটি রয়েছে! প্রথমে যে তার পাশের জনকে গুলি করবে, সে মরে গেলে তো শেষ, আর বেঁচে থাকলে তার পাশের জনকে গুলি করবে। চক্র এমনভাবে চলতে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। একসময় খেলার উত্তেজনা বাড়ানোর জন্যে দুটি করে গুলি চেম্বারে ভরা হয়। শেষ পর্যন্ত জিতে যায় সেবাস্তিয়ান। তারপর? জানতে হলে দেখতে হবে!

ছবিটি সাদা-কালোয় নির্মিত। এ কারণে আলাদা একটা ভিন্টেজ/ফিল্ম নয়র ছাপ রয়েছে। স্টাইলিশ একটা ছবি। পুরো সময়টায় স্নায়ুদৌড় চলে! আ মাস্ট সি।

Visitor Q



এটাও জাপানিজ মুভি। এক অদ্ভুত পরিবারের গল্প। সেখানে বাবা মিডিয়া জব থেকে চাকুরিচ্যুত হয়ে ঠিক করে একটা ডোমেস্টিক সেক্স-ভায়োলেন্স নির_ভর ডকুফিল্ম বানাবে। তার ঘরেতে সেই জিনিসের অভাব নেই অবশ্য! সেখানে ছোট ছেলে স্কুল থেকে নিগৃহীত হয়ে এসে মাকে পিটায়। তার মেয়ে চলে গেছে দেহ বিক্রী করতে। বাবা সবকিছু ভিডিও করে রাখেন। একদিন হঠাৎ তার একজন পথিকের সাথে দেখা হল। যার হাতে একটা পাথর। সেই অদ্ভুত পথিকের নামই "ভিজিটর কিউ"! সেও এই ভিডিও পরিক্রমায় সঙ্গী হয় তার।ধীরে ধীরে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। এমন অদ্ভুত এবং ডিসগাস্টিং মুভি খুব কম দেখেছি। শেষটা আরো অদ্ভুত। তবে তার মাঝে একটা মেসেজ আছে। সভচেয়ে বড় ব্যাপার, মুভিটাকে নানা দৃষ্টিকোণ থেকে বিচার করা যায়। খুঁজে নিয়েন আপনার মত করে।

ডাউনলোড



Man Bites Dog



ফিল্মের ভেতর ফিল্ম! অর্থাৎ আমরা যে ফিল্মটাকে দেখছি তার দুটো অডিয়েন্স। একদল আমরা আরেকদল সেই ফিল্মের নির্মাতারা! একজন বেলজিয়ান সিরিয়াল কিলারের জীবন কাহিনী নিয়ে ডকুমেন্টারি তৈরি করছেন দুই তরুণ পরিচালক। সিরিয়াল কিলার মহাশয়ের বচন থেকে আমরা জানতে পারি যে তিনি অত্যন্ত রূচিশীল, ফ্যাশন সচেতন এবং শৈল্পিক মননের মানুষ। তিনি এও জানান যে কীভাবে খুন করে কোথায় লাশ ফেললে আর খোঁজ পাওয়া যাবে না এসবের ব্যাপারে তার প্রভুত জ্ঞান রয়েছে ! ধীরে ধীরে ফিল্ম ইউনিটটাও তার সাথে খুন এবং ধর্ষণে জড়িয়ে পড়ে। ঘটনা জটিল থেকে জটিলতর হতে থাকে। ফিল্মটা এমন রিয়েলিস্টিকভাবে বানানো হয়েছে,যে অনেকে বুঝতেই পারে নি এটা সত্যি নাকি ফিল্ম (দুনিয়াতে বেকুবের অভাব নাই)। একটা চরম শকিং এক্সপেরিয়েন্স চাইলে এটার জবাব নাই!



ডাউনলোড



Incendies



দুই ভাই বোন মায়ের মৃত্যুকালে রেখে যাওয়া অদ্ভুত রকম একটা চিঠি পেয়ে চলে যায় নির্দেশমত অন্য একটি শহরে একজনকে খুঁজে বের করতে। আর বলব না,খালি দেখেন পুরাটা।



ডাউনলোড



Idioterne





ড্যানিশ ফিল্ম গুরু লার্স ভন এর অন্যরকম একটা মুভি। কিছু বুদ্ধিমান এবং সফল ব্যক্তি ঠিক করেন যে, তারা আর এই "স্বাভাবিক" মানুষদের মাঝে থাকবে না। তারা একসাথে বেরিয়ে পড়েন। স্বল্পমাত্রার বুদ্ধিমত্তার জীবন কাছ থেকে দেখতে। এ কাজ করতে গিয়ে তারা এতটাই অবসেসড হয়ে পড়েন, যে তারাও তাদের মত আচরণ শুরু করেন। মানুষকে যতভাবে বিরক্ত করা সম্ভব করতে থাকেন! সবার কাছ থেকে এক্সট্রা এ্যাডভান্টেজ নেন। এ জীবন তাদের ভালো লাগে যায়। মানুষগুলোকে ভালো লেগে যায়। তারপর একদিন... ফিরতেই হয় ঘরে, তাদেরকে জোর করে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।। একটি দৃশ্য আছে গ্রুপের একজন মেয়েচরিত্র বাসায় ফেরার পরে তাকে খাবার দিলে সে প্রতিবন্ধীদের মত ধীরে ধীরে মুখ থেকে লালানির্গত করে, হাত এঁটো করে খেতে থাকে। দৃশ্যটার মন্থরতা আপনার নার্ভের পিছু ধাওয়া করবেই!



ডাউনলোড



Inside



ফ্রেঞ্চ মুভি। ঘটনার সুত্রপাত একটি গাড়ি দুর্ঘটনা দিয়ে। একজন নারী তার স্বামী হারান, কিন্তু তার অনাগত বাচ্চার কোন ক্ষতি হয় না। ঘটনার চার মাস পরে এক অদ্ভুত দেখতে মহিলা তার বাসায় এসে উপস্থিত হন। কে তিনি? কেনই বা, কীসের জন্যে বাসার সবাইকে হত্যা করা শুরু করলেন? এসব প্রশ্নের উত্তর দিলে বিশাল স্পয়লার হয়ে যাবে। ছবিটায় কাটাকুটি এবং ভয়ার্ত পরিবেশের এক অসাধারণ সমন্বয় ঘটিয়েছেন পরিচালক। কিছু কিছু দৃশ্য সহ্য করার মত না। একদম কাঁটার মত বিঁধে থাকবে।

ডাউনলোড



A Serbian Film



স্নাফ মুভির নাম শুনেছেন নিশ্চয়ই? এমন কিছু মুভির কথা প্রচলিত আছে, যেগুলোতে সত্যিকারের খুন এবং ধর্ষণ রেকর্ড করে গোপন বাজারে পাঠিয়ে দেয়া হয় চড়া মূল্যে। পারভার্ট বড়লোকেরা এগুলো কেনেন। এই ছবির কেন্দ্রীয় চরিত্র মিলোস নামক একজন প্রাক্তন পর্ন সুপারস্টার। তবে সে ওসব ছেড়ে দিয়ে একজন সুগৃহিনী এবং ফুটফুটে সন্তান নিয়ে কায়ক্লেশে জীবন কাটাচ্ছেন। দারিদ্রতার কারণে কিছুটা হতাশও। ভালো কোন কাজ দরকার। সেই সময় ভুকমির নামক একজন ব্যক্তি তার কাছে নতুন একটা ফিল্মের প্রস্তাব দেন। সেটা হবে খুবই ইরোটিক একটা সেমি-পর্ন। টাকা পয়সার কথা চিন্তা করে মিলসের রাজি না হয়ে উপায় ছিলো না।

শুরু হয় তার নিজেকে ফিরে পাওয়ার জন্যে কঠোর পরিশ্রম। শুরু হয় শুটিং এর কাজ। কাজগুলো বেশ অদ্ভুত। ফিল্ম কি এমন হয়? ধীরে ধীরে সেক্স আর পারভার্শনের প্রক্রিয়া দ্রুততর হতে থাকে অস্বাভাবিক ভাবে। সে বুঝতে পারে, আসলে তাকে নিয়ে একটি 'শৈল্পিক' স্নাফ ফিল্ম বানানোর পরিকল্পনা চলছে। সে যতই বের হতে চাক না কেন, পারে না। তাকে স্টেরয়েড জাতীয় ঔষধ দিয়ে এক কামুক মহাদানবে পরিণত করা হয়।



এই জাতীয় ছবিতে সাধারণত কে কত রক্ত, যৌনতা, পারভার্শন এসব দেখাতে পারে তার প্রতিযোগিতা চলে। এই ছবিতে সবই আছে, সেই সেইসাথে মানবিক দৃষ্টিতে দেখারও অবকাশ আছে। ছবিটি শেষ করলে মন খারাপ হয় । চরিত্রগুলোকে স্রেফ স্যাডিস্টিক মনস্টার বা সাইকো মনে হয় না। মানুষই মনে হয়।

ডাউনলোড



এবং সবশেষে যে মুভিটার কথা বা বললে তালিকাটা অসম্পূর্ণ থেকে যাবে তা হল, Salò, or the 120 Days of Sodom



পৃথিবীর সবচেয়ে বিতর্কিত ফিল্মগুলোর মাঝে একটা। কাহিনীর সার সংক্ষেপে বলা আছে, "Four fascist libertines round up 9 teenaged boys and girls and subject them to 120 days of physical, mental and sexual torture"



ভুলে যান ওসব ফ্যাসিজম! ভুলে যান ইতালি! আপনার কাছে অসীম ক্ষমতা থাকলে যৌনবিকৃতি, হত্যা এবং অত্যাচার নেহায়েৎ একটা বিনোদনের উৎস। আমি বেশি ডিটেইলসে যাবো না। শুধু শেষের দিকের দুটো দারুণ দৃশ্যের কথা উল্লেখ করব। একটা হচ্ছে, যখন খোলামাঠের ওপর বালক-বালিকাগুলোকে ওভাবে অত্যাচার করা হচ্ছিল, তখন সেই ফ্যাসিস্ট দূরবীন দিয়ে দেখলো কেন? দূরবীনটাকে ক্লোজআপে নিয়ে আসা হল কেন? এটা অডিয়েন্সকে নিয়ে একটা খেলা। হ্যাঁ, প্রিয় দর্শকমন্ডলী আপনারা যতটা না ফিল্ম দেখছেন বলে ভাবছেন আপনাকে তার চেয়েও বেশি দেখান হচ্ছে। আপনাকে জাস্ট দুরবীনটা ধার দেয়া হল! খেয়াল মত দেখতে থাকুন! তাদের জায়গায় আমরা থাকলে হয়তো আমরাও এমন করতাম। মানুষের নিম্নস্তরে পতিত হবার কোন শেষ নাই। দূরবীন দিয়ে হত্যা এবং নির্যাতন দেখা শেষ করে মৃদুলয়ের সঙ্গীতের সাথে তাল মিলিয়ে নেচে সাধারণ কথাবার্তা বলা এমনটাই যেন স্বাভাবিক!



এটি আমার প্রিয় একটি মুভি। আমার বস Micheal Haneke এরও!

Salò, or the 120 Days of Sodom



শুভ দুঃস্বপ্নকাল!

মন্তব্য ১৩৩ টি রেটিং +৪৫/-০

মন্তব্য (১৩৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:২২

নস্টালজিক বলেছেন: অনেক দিন মুভি দেখি না এ রকম!

পোস্ট পড়তেসি! একটা মুভির নাম বলো, পিক করে দেখা শুরু করি!

১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:২৬

লিটল হামা বলেছেন: 13 Tzameti

২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

পোস্ট সরাসরি প্রিয়তে নিলাম। +++++

১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:২৭

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ! আশা করি মুভিগুলো ভালো লাগবে।

৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:২৬

লেডি বার্ড বলেছেন: একটাও দেখি নাই। /:)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:২৮

লিটল হামা বলেছেন: আমি একটা এ্যানিমেশন দেখলাম সেদিন। রিও। ভালোই!

৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৩০

উৎস১৯৮৯ বলেছেন: ভাই যা দিছেন একটাও দেখিনাই শুধু সার্বিয়ান ফ্লিম বাদে। ওই একটা মুভি দেখেই আমার মাথা ঘুরাইছে আধা ঘন্টা।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৫

লিটল হামা বলেছেন: ঐটা একটু বেশিই হার্ডকোর!

৫| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৩২

রেজোওয়ানা বলেছেন: কি ভয়ংকর সব মুভি!

আমার এগুলা দেখার দরকার নাই :(

১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৬

লিটল হামা বলেছেন: একবার ট্রাই B-)) নিয়াই দেখেন!

৬| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৩২

রাজিব১১৩৯ বলেছেন: SALO তো সহ্য হয়নি একেবারে !! দেখা যাক বাকীগুলোতে কি হয়। পোস্টে ++++++++

১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৭

লিটল হামা বলেছেন: SALO'র সাথে অন্যগুলোর তুলনা চলে না। দেখেন দুয়েকটা!

৭| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৬

ফারিয়া বলেছেন: দেখতে ইচ্ছা হচ্ছে না, কেননা ডাউনলোড করতে ভালো লাগে না! /:)
ইউটিউবে দেখি খুজে পাই কিনা!

১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৮

লিটল হামা বলেছেন: ইউটিউবে ভালো প্রিন্ট,সাবটাইটেল কোনটাই ভালো পাবেন না।

৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৫

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: দেখার ইচ্ছা রইল। ভিন্নধর্মী মুভি দেখতে ভাল লাগে।

পোস্ট প্রিয়তে নিয়ে রাখলাম।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৫১

লিটল হামা বলেছেন: দেখেন সহ্য হয় কী না!

হ্যাপি মুভিটাইম।

৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৮

আরমিন বলেছেন: আমিও কোনোটা দেখার আগ্রহ পাচ্ছি নাহ!

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৪

লিটল হামা বলেছেন: আগ্রহেরা বিগ্রহ করে বসবে কোন একদিন।

১০| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: চারটা দেখছি আরগুলো শেষ করবই করব :D

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৬

লিটল হামা বলেছেন: চার পিটাইসো, এখন আরেকটা ছক্কা মাইরা দাও!

১১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৪

আদনান০৫০৫ বলেছেন: রিভিউটা হামা ভাই লেখছে... এতটুকু বলাটাই যথেষ্ট বোধহয়।

সালো, ম্যান বাইটস ডগ আর ইন্সেন্ডিস ছাড়া আরেকটাও দেখিনাই... দেখুম।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৯

লিটল হামা বলেছেন: এগুলোকে রিভিউ বলা যায়? ঘুমঘুম চোখে কিছুক্ষণ পর লেখার পর মনে হইল এ্যালা ক্ষান্তি দেই! আসলে অনেকগুলো মুভি নিয়ে লিখলে যা হয়! প্রতিটা মুভি নিয়েই একটা পোস্ট হতে পারে।

বাকিগুলা দেখ। শুভভোর।

১২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৪

সাদরিল বলেছেন: আশিকী ২ টা তালিকায় থাকলে খুশী হইতাম। পোস্টে প্লাস রইলো

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:২০

লিটল হামা বলেছেন: :| :|

১৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩২

রুদ্র ছায়া বলেছেন: B-) B-) B-) B-) :-P

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪২

লিটল হামা বলেছেন: সানগেলাস পৈরা ছবি দেহেন?

১৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩২

আলাভী বলেছেন: Salò, or the 120 Days of Sodom এই মুভিটা দেখছিলাম....দেখার পর আমার ৭ দিন ঘুম হয় নাই ...আর আমি১০০% শিওর "শেষের দিকের দুটো দারুণ দৃশ্যে" দেখার পর মাথায় পানি দিতে হবে........ :-& :-& :-& :-& :-& :-& :-& :-& :-& :-& :-& :-& :-& :-& :-&

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৪

লিটল হামা বলেছেন: পৃথিবীর সবচেয়ে বিতর্কিত ছবিগুলোর মাঝে এটা থাকবেই।

১৫| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪০

শাকিল ১৭০৫ বলেছেন: সবগুলারেই ডাউনলোডাইতেছি :) :)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৪

লিটল হামা বলেছেন: আপনার নেট তো হেব্বি@

১৬| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: পোস্ট প্রিয়তে নিলাম ।
শেষ মুভিটা দেখার ইচ্ছে আছে ।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৯

লিটল হামা বলেছেন: শেষেরটা হৈল গিয়া স্লো পয়জনিং। হঠাৎ করে কোন দৃশ্য দেখলে তেমন কিছু মনে হবে না। তবে পুরোটা একসাথে দেখলে ভয়ানক লাগবে!

শুভভোর।

১৭| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৭

মুরাদ-ইচছামানুষ বলেছেন:
দুই পর্বই পড়লাম। কিন্তু কোনটাই দেখব না।ভুই পাই এগুলা।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫১

লিটল হামা বলেছেন: ইনসেনডাইসটা দেখেন। দেখেন।

১৮| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০০

আলাভী বলেছেন: হামা ভাইরে thanks জানাইতে ভুইলা গেছি....দারুন ১টা পোস্ট দিছেন আর thanks :) :D :-B

১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৯

লিটল হামা বলেছেন: মুভিগুলা দেখার পর থ্যাংকস ফিরায়া নিতে আইলে কিন্তু দিমু না!

১৯| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২০

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: রঙ টাইমিং !!! :( :( :( :(

এমন একটা পোস্টের দরকার ছিল ৬ মাস ১ বছর আগে, এখন বর্তমানে ভারবাহী ড্রাম হয়ে গিয়েছি, সাইকোলজিকাল থ্রিলারই আর সহ্য হয় না, রাত জেগে সেইসব মুভির স্বাদ নেয়াও ভুলে গেছি,

এমন ও হয়েছে, ডেইলি স্ট্রেস আর চাপ কমাতে বাংলা সিনেমার আইটেম সং শুনি, আর মশলাদার হিন্দি প্রোডাক্ট দেখেছি শত মাইল দূরের শহরে গিয়ে খুজে খুজে সিনেমা হল বের করে :(( :(( :(( :((

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২১

লিটল হামা বলেছেন: জমায়ে রাখেন,সুযোগমত দেইখেন।

২০| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২১

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: তয় শুরু করা লাগবে- বুকমার্কড, বহুতদিন পরে কিছু একটা পোস্ট তো পাওয়া গেল

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২১

লিটল হামা বলেছেন: হয়।

২১| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২৪

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: আচ্ছা আরেকটা জিনিষ বলেন, কোনটার মধ্যে গ্রাফিক এলিমেন্ট কম, মানে ডিস্টার্বিং হোক, বাট ভিজুয়ালি/ গ্রাফিক দিক থেকে চাপ কম দিবে ? এটা দিয়েই শুরু করব

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২২

লিটল হামা বলেছেন: প্রথমটা।

২২| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪১

জর্জিস বলেছেন: plus and bookmarked!

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩

লিটল হামা বলেছেন: থ্যাংকস জর্জিস!

২৩| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০৯

ভয়ংকর বোকা বলেছেন: Incendies টা খুবই ভাল মুভি। আরও দুইটা দেখেছি।

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৪

লিটল হামা বলেছেন: বাকিগুলোও দেখে ফেলেন।

২৪| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
গত কয়েকদিন মুভি/সিরিজ কিসুই দেখতে ইচ্ছা করতেসেনা।
13 Tzameti এর ইংরেজীটা দেখসিলাম, স্ট্যাটহ্যাম যেটায় ছিল- 13।শেষের ব্যাপারটা ভালৈ লাগসে।
বর্নণা পড়ে সব ক'টাই দেখার ইন্টারেস্ট ফীল করতেসি, দেখি আস্তে-ধীরে শুরু করা যায় কিনা ||

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৫

লিটল হামা বলেছেন: 13 Tzameti ইংলিশটা ভুয়া। মেইনটা দেইখো, সেইরকম চাপ ফেলে মনের ভেতর!

২৫| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাসান ভাইয়ের সাজেষ্ট করা মুভি মাথা নষ্ট হবেই. পোষ্টটা পড়িতেছি... আর মুভি গুলান অবশ্যই দেখব...........

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৭

লিটল হামা বলেছেন: দেইখেন এবং জানায়েন কেমন লাগলো।

২৬| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৬

সায়েম মুন বলেছেন: তেড়াবেড়া সব নাম দেইখা ডরাইছি। মুভি আর কি দেখুম। /:)

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৮

লিটল হামা বলেছেন: মুভি দেইখা আরো ডরাইবেন! B-))

২৭| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: পোস্ট প্রিয়তে! :)

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৯

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ অ.সি!

২৮| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪

কাফের বলেছেন: চরম পোষ্ট!
দুইটা দেখছি বাকি গুলার জন্য পোষ্ট প্রিয়তে

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৯

লিটল হামা বলেছেন: প্রিয়তে নেবার জন্যে ধন্যবাদ!

২৯| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: আমি চরম ধরণের ভীতু মানুষ ! খুন খারাবী , রক্ত বা ভায়লেন্স কোনটাই সহ্য করতে পারি না। তবুও প্রিয়তে নিয়ে রাখলাম। ডাউনলোড করতে পারলে দেখব।

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩২

লিটল হামা বলেছেন: এর মধ্যে দুইটা ছবি আছে যাতে খুন-খারাবী, ভায়োলেন্স কিছুই নাই। ইনসেনডাইস আর ইডিওটস। এই দুইটাও অনেক শকিং।

৩০| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪

মহামহোপাধ্যায় বলেছেন: [১+১=১] ;) এই ম্যুভিটাই খালি কমন পড়ছে। ম্যুভি শেষ করে বহুক্ষণ টাশকি লেগে ছিলাম।


ভালো লাগা থাকল ভাইয়া।

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪

লিটল হামা বলেছেন: সেই মুভি দেখে টাশকি খায় নাই এমন মানুষ নাই। থাকতে পারে না!

৩১| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেক চেষ্ঠা করেও টরেন্ট ফাইল নামাতে পারছি না।
অন্য একটা সাইটে লোড দিয়ে কয়দিন নামাতাম, এখন আর হয় না।

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫

লিটল হামা বলেছেন: আমি তো দিব্যি নামাচ্ছি। কোন সমস্যা হচ্ছে না!

৩২| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৪

পলক শাহরিয়ার বলেছেন: একটাও দেখি পরিচিত না।দেখে ফেলব।শোকেসে নিয়া রাখলাম।

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৬

লিটল হামা বলেছেন: আহা! শোকেস ভর্তি সোনা আপনার! হ্যাপি মুভি টাইম।

৩৩| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: 13 Tzameti অনেক আগে তিথি আমাকে একবার দেখতে বলসিলো, শারীরিক কণ্ডিশনের কারণে রিস্ক নিতে পারি নাই। তবে আর কোনওটা দেখি বা না দেখি Incendies একবার দেখবোই দেখবো। কোনও একদিন। কোনও এক সময়। আই অ্যাম সিরিয়াসলি ডিটারমাইণ্ড!

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯

লিটল হামা বলেছেন: 13 Tzametiতোর হজম নাও হতে পারে। তবে Incendies যেকোন দিন দেখে ফেলতে পারিস। ঐটায় আসলে...কী যে কমু কইলেই সমস্যা। ভয় নাই, দেখিস। আজকেই দেখিস। দেইখা জানাইস।

৩৪| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৩

মামুন রশিদ বলেছেন: 13 tzameti, incendies, A Serbian film আর Salo, or the 120 days of sodom ডাউনলোড দিলাম । আশাকরি ভালো লাগবে ;) :)

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১

লিটল হামা বলেছেন: এক্কেরে ঠিকমত বাইছা-বুইছা নিসেন ;)

৩৫| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৭

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: এতো এতো মুভি দেখি অথচ আপনার এই পোষ্টের মুভিগুলার মধ্যে শুধুমাত্র Incendies কমন পড়েছে। বাকি গুলার একটাও দেখিনাই। এমনকি বেশিরভাগের নামও শুনিনাই :(
যেহেতু আপনি সাজেস্ট করেছেন তাই চোখ বন্ধ করে ভরসা করা যায়। থাঙ্কু হাসান ভাই পোষ্টের জন্য। একঘেয়ে সব মুভি দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। আশা করি একে একে সবগুলা নামিয়ে দেখে ফেলবো :)

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৫

লিটল হামা বলেছেন: হ্যাঁ মাঝেমধ্যে বৈচিত্রময় বাজে ছবিও ক্লাসিক কোন ছবির চেয়ে ভালো লাগে। আশা করি উপভোগ করবেন ছবিগুলো।

শুভদুপুর।

৩৬| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩০

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: পোস্ট আমার ঘরে নিয়ে গেলাম :)

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ! যতনে রেখেন!

৩৭| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সরাসরি প্রিয়তে ! মাঝে মাঝেই মুভি খুঁজে বেড়াই , কাজে দিবে এই পোষ্ট !

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ! সিনেভ্রমণ আনন্দময় হোক।

৩৮| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯

মশিকুর বলেছেন:
পোস্ট প্রিয়তে।

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৫

লিটল হামা বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকুন।

৩৯| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৭

অনাহূত বলেছেন: যারা স্নাফ জেনরি'র মুভি দেখেনি আগে সারবিয়ান ফিল্ম তাদের সহ্যই হবে না।

মুভি লিষ্ট ভাল্লাগেনাই। এইগুলো সব অন্য জীবনের কাহিনী।

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৭

লিটল হামা বলেছেন: আমার ভালা লাগে এইসব অফট্র‌্যাকের মুভি।

৪০| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৪

মাক্স বলেছেন: বুকমার্কড!

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

লিটল হামা বলেছেন: শোকেসেও এক পিস রাইখা দেন! B-))

৪১| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

শহুরে আগন্তুক বলেছেন: প্রিয়তে

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৯

লিটল হামা বলেছেন: প্রিয়তে জেনে প্রীত। ধন্যবাদ!

৪২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৮

ফাহাদ চৌধুরী বলেছেন: দুই বছর আগে দেক্সিলাম । কাল্ট কিছু বানানর চেষ্টায় সালো তে যা তৈরি হৈসে সেইটা অবশ্যই মুভি ট্যাগ পাওয়ার যোগ্যতা রাখে না । আর্টিষ্টিক কোন মেরিট এইটাতে আমি খুইজা পাই নাই । এইটারে গারবেজ ছাড়া কোন ট্যাগ দিতে পারি নাই আমি । ইভেন এইটারে পর্ণ ভিডিও কৈতেও নারাজ আমি । সিনেমাটোগ্রাফির কিচ্ছু নাই এইটাতে, না আছে অভিনয় । আমার মনে হৈসে হুদাই কিছু সিউডো-ইনটেলেকচুয়াল ওজর দিয়া এই ক্রাপটারে চালান হৈসে । এইটাতে শকিং, ডিস্টার্বিং ও কিছু পাই নাই । একটা বোরিং এক্সপেরিয়েনস ছিল এইটা ।

Tzameti টা ভাল লাগছে ।




===


গত কিছু দিন ম্যালা মুভি দেখলাম । ফরেন মুভি । ফ্রেনচ, কোরিয়া, মেক্সিকো, জার্মানী, পোলেনড...... :) :)



১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:২২

লিটল হামা বলেছেন: সালো সম্পর্কে তোমার সাথে আমার মনোভাব সম্পূর্ণ দুই রকম। এইখানে সাজেস্ট করার মত কিছু থাকলে দিয়া যাও।

৪৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫২

ফাহাদ চৌধুরী বলেছেন:
এই গুলা ডিস্টার্বিং না, ড্রামা টাইপ ।


Ordet (1955)
The Color of Pomegranates (1968)
Ashes and Diamonds (1958)
Woman in the Dunes (1964)
Persona (1966)
Wild Strawberries (1957)
Eraserhead (1977)
brazil.1985
The Spirit of the Beehive (1973)
Ali: Fear Eats the Soul (1974)
Cries & Whispers (1972)
Amarcord (1973)
L'Atalante (1934)
Night and Fog (1955 )
The Cranes are Flying (1957)
Ivan's Childhood (1962)
Knife in the Water 1962


১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৯

লিটল হামা বলেছেন: বেশ কয়েকটা দেখসি। ভালা লিস্ট।

৪৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যখন ক্রিকেট খেলতাম, তখন ব্যাটিং-এ নামলে প্রথমে স্লো খেলতাম তারপর যা হয় আর কী!


একটাও দেখি নাই! অবসরে নামামু! তারপর ধীরে দেখমু! :)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:০১

লিটল হামা বলেছেন: একটাও দেখেন নাই! তাইলে তো আপনার জন্যে সুসময়!

৪৫| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
খুব খারাপ সময়! দেখেন না ব্লগে টাইম দিতে পারতাসি না! /:)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৪

লিটল হামা বলেছেন: অসুবিধা নাই, পরেই দেইখেন।

৪৬| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: Incendies দেখছি! ইসসসস! সেই রকম শকিং!!!

বাকি গুলা দেখি নাই। সব তো নামানো যাবেনা। দুই তিনটা নাম সাজেস্ট করেন, নামাব এখন। আপনি তো আমার টেস্ট বোঝেনই। :)

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৬

লিটল হামা বলেছেন: Tesis
Session 9

৪৭| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নামানো শুরু করছি। ভাই আপনি মুভি রিভিউ লিখেন না কেন!!! যত অল্পই বলেছেন, আমার দেখার ভয়ানক আগ্রহ তৈরী হইছে। ডাউনলোড দিসি ১ টা। বাদ মাগবিগ দেখার ইচ্ছা পোষন করি। B-))

পোষ্ট প্রিয়তে।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৮

লিটল হামা বলেছেন: মুভি রিভিউ একেবারেই যে লেখিনা তা না। তবে আমার লেখালেখির ভাবনা গল্পকেন্দ্রিক। গল্প নিয়েই ভাবি, লিখি।

থেংকু! শুভরাত।

৪৮| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:১৩

রেজওয়ান তানিম বলেছেন: এই মুভি গুলান দেইখা আরো কিছু মানুষ আপনার উদ্ভট চিন্তাধারার মুরিদ হইতে পারে ;)

সেই ব্যবস্থা পোক্ত করতাছেন দেখি


:P :P

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

লিটল হামা বলেছেন: হ। দল ভারি করতাছি! B-))

৪৯| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫২

সোহাগ সকাল বলেছেন: আমার এখান থেকে ডাউনলোড করা সম্ভব নয়। এমন ভাবে লিখেছেন, ছবিগুলো এখন না দেখলে মন আঁকুপাকু করবে। দেখি মার্কেট থেকে কিনে আনতে পারি কিনা। INCENDIES দেখেছিলাম। গল্প ৭০% ভুলে গেছি।

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

লিটল হামা বলেছেন: ইনসেনডাইসের কাহিনী মনে নাই কন কী! অন্তত লাস্টের টুইস্টটা তো মনে আছে, নাকি!

৫০| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯

িনদাল বলেছেন: ইন্টারেস্টিং কালেকশন। প্রিয়তে রাখলাম

আজকাল শুধু সিরিয়াল দেখি, মুভি দেখলে মনে হয় ডেপথ কম। Luther নামে একটা সিরিয়াল আসে, ব্রিটিশ। দেখতে পারেন, ভাল লাগার কথা
Click This Link

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

লিটল হামা বলেছেন: সিরিয়াল দেখার আগ্রহ পাই না। একটা দেখা শুরু করসিলাম, "দ্য বিগ ব্যাং থিওরি"। ভালোই।

৫১| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৯

সাগর রহমান বলেছেন: বাছাবাছি করি নাই।
সবগুলো একবারে ডাউনলোড দিয়েছি।
হামা ভাই-এর কাজ কারবারই আলাদা।

13 Tzameti এটার ইংরেজীটা দেখেছিলাম।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৪

লিটল হামা বলেছেন: ইংরেজিটা ফালতু। মুভিগুলো দেখেন। অন্যরকম অভিজ্ঞতা হবে।

৫২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৮

অ্যামাটার বলেছেন: প্রিয়তে থাকল।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৩

লিটল হামা বলেছেন: ধন্যবাদ (আবার ক্লিক করবেন!)

৫৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:০০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: চমৎকার পোস্ট। যেইগুলা দেখি নাই, সেইগুলা ডা লো দিতে হবে। দুই একটার আবার টরেন্টে সিড নাই বললেই চলে, মুশকিল ব্যাপার।

ভালো আছেন হাসান ভাই ??

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:২৫

লিটল হামা বলেছেন: ভালো আছি। তোমারে ব্লগে দেখাই যায়না ইদানিং।

৫৪| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:০৭

রহস্যময়ী কন্যা বলেছেন: কোন কথা নাই আর ভাইয়া।পোষ্ট সরাসরি প্রিয়তে নিলাম :) :)

১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৪

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ! শুভভোর।

৫৫| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৭

মাক্স বলেছেন: রাখলাম!

২০ শে জুলাই, ২০১৩ রাত ১:০২

লিটল হামা বলেছেন: এখন শক খান!

৫৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমি অনেক চিন্তাভাবনা করে দেখলাম, শকিং মুভি প্রধানতঃ দুই প্রকার।

এক প্রকার হলো যার কাহিনী খুব শকিং নয় কিন্তু মেকিংয়ের কল্যাণে তা শকিং হয়ে ওঠে, দেখামাত্র দর্শকের মাথায় ঠাডা পড়ে, যেমনঃ রিকুয়েম ফর আ ড্রিম।

২য় প্রকার হলো যার কাহিনীটাই শকিং, মেকিং জাস্ট অ্যাডস সাম মোর ভিগার দেয়ার। এই দলে ইনসেণ্ডিজ, ইররিভার্সিবল, ওল্ড বয় ইত্যাদি পড়তে পারে।

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭

লিটল হামা বলেছেন: ক্লাসিফিকেশন ঠিক আছে। আরেকটা যোগ করা যায় তা হল, কাহিনী বা মেকিং তেমন কিছু না কিন্তু প্রচুর ভায়োলেন্স, ক্রেইজি ক্যামেরা মুভমেন্ট, টেরর সিন, এ্যান্টিসোশাল সিন, আর নুডিটি যোগ করে শকিং করে তোলা মুভি।

৫৭| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৮

অদৃশ্য বলেছেন:




হাসান ভাই

এর ভেতরে 13 Tzameti টা দেখেছি, অন্যগুলো দেখিনি... ইচ্ছা থাকলো...


শুভকামনা...

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

লিটল হামা বলেছেন: দেখে ফেলেন। চরম সব অভিজ্ঞতা হবে।

৫৮| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৩

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: সবগুলা ডাউনলোডাইছি.........


বিরাট শক খাইছি!!
আপনার মুভি ব্লগ আর পড়ুম না :P :P

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫

লিটল হামা বলেছেন: আবার দিমু। ঠিকই পড়বেন B-)

৫৯| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ভাই , এইবার পারলে মন ভাল করে দেওয়া কিছু মুভির লিস্ট দেন...


এইগুলা দেখলে সাইকো হয়া যামু...

২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৯

লিটল হামা বলেছেন: আচ্ছা দিবো।

৬০| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অবশ্যই প্রিয়তে...........


বেশিরভাগই দেখি নাই।

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯

লিটল হামা বলেছেন: ধন্যবাদ। দেখে ফেলেন বাকিগুলা।

৬১| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:২৪

এরিস বলেছেন: কিছু কিছু বর্ণনা পড়েই কেমন লাগছে। দেখবো কি!!
একটাও দেখিনি, দেখতেও চাই না। এমনিতেই রাতে দুঃস্বপ্ন দেখি।
কষ্ট করে কালেকশান দেয়ার পোস্টে প্লাস।
হাসান ভাইকে মাইনাস। :|

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৮

লিটল হামা বলেছেন: আচ্ছা নেক্সট পার্ট দিবো ফিল গুড মুভি নিয়ে। তখন প্লাস দিয়া যায়েন!

৬২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

শাওণ_পাগলা বলেছেন: এই ম্যুভিগুলা থেকে কেন জানি একটু দূরেই থাকি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

লিটল হামা বলেছেন: একেজনের পছন্দ একেকরকম। এটাই স্বাভাবিক।

৬৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

বাবুর এস এস সি পরীক্ষা বলেছেন: +++্

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩২

লিটল হামা বলেছেন: অনেক ধন্যবাদ!

৬৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৯

ভবঘুরের ঠিকানা বলেছেন: Incendies দেখার পরে যে ধাক্কা খাইছিলাম, জীবনেও ভুলবো না। তালিকার কয়েকটি ছবি দেখা হয়নি, সময় করে দেখতে হবে।



সুন্দর পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯

লিটল হামা বলেছেন: ধন্যবাদ।

৬৫| ১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৯

অর্থহীন দাঁড়কাক বলেছেন: কথা বেশি বলার দরকার নাই।সরাসরি প্রিয়তে...
প্লাস দিয়ে গেলাম।

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০

লিটল হামা বলেছেন: ধন্যবাদ।

৬৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

রুদ্র জাহেদ বলেছেন: মুভি নিয়া দারুণ পোস্ট।লিস্ট ধরে ধরে দেখা শুরু করব সময় করে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫০

লিটল হামা বলেছেন: মুভি দেখাা পরবর্তী ট্রমার জন্যে লেখককে দায়ী করা যাইবেক না।

৬৭| ২৩ শে মে, ২০১৮ রাত ৮:৩১

হাসান রাজু বলেছেন: আপনার এই পোস্টে অন্তত ১০ বার ঢুঁ দিছি । একবারও ধন্যবাদ দেয়া হয় নাই (কিপটামির একটা সীমা থাকা দরকার।)।

অসাধারণ একটা পোস্টের জন্য অফুরান ধন্যবাদ । ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.