নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছুট্ট দুষ্টু!

http://www.somewhereinblog.net/blog/Paranoid

লিটল হামা

হাসান মাহবুব

লিটল হামা › বিস্তারিত পোস্টঃ

প্রাপক-বাংলাদেশ ক্রিকেট দল

১৮ ই জুন, ২০১৪ সকাল ৭:৪৪

প্রিয় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা,



কেমন আছো তোমরা? এখন রাত চারটা বাজে। এই সময় গভীর ঘুমে নিমগ্ন থাকার কথা সবার। ভালো ঘুম হচ্ছে তো তোমাদের? ঘুম না পেলে কোরিয়া-রাশিয়া ম্যাচটা দেখতে পারো। বাংলাদেশের অধিকাংশ না ঘুমো মানুষই আজকে যা করছে। বিশ্বকাপ ফুটবলের এই দামামার ভেতর চাইলে খুব সহজেই ব্যক্তিগত দুঃখ কষ্ট ভুলে থাকা যায় বর্গাকার মাঠের সবুজ ঘাসের ভেতর। আমার ঘুম আসছে না। কেন আন্দাজ করতে পারো কী? ভারতের সাথে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটায় বড় আশা করেছিলাম বিশাল ব্যবধানে জিতে বিশ্বক্রিকেটের মোড়ল নাকউঁচু ধনী প্রতিবেশীকে একটা শিক্ষা দিতে। তোমরা পারো নি। হেরে গেছো। এই বিশ্বকাপের ভরা মৌসুমে একটা তিন ম্যাচের ক্রিকেট সিরিজের প্রতি কজনেরই বা আগ্রহ থাকে? ভুলে যাবে সবাই। ভুলে যাবে তোমরাও। কিন্তু আমরা যে ভুলতে পারি না! প্রফেশনালিজমের এই যুগে একটা ম্যাচই তো হারলে, এ আর এমন কী, প্রাইজমানি তো বেশি পেতে না এই ম্যাচ জিতলে তাই না? না, তোমাদের আমি ভুলতে দিবো না। যথেষ্ট হয়েছে, আর না।



এই বছরটাই কেমন যাচ্ছেতাই রকম বিচ্ছিরি যাচ্ছে আমাদের। প্রতিটা পরাজয় এমনই ভিন্ন ভিন্ন রূপে আসছে যে আলাদা করে প্রতিটা চেহারা জমা থাকে আমাদের বেদনার কারাগারে। প্রথমে শ্রীলঙ্কার সাথে ঐ টি টুয়েন্টি ম্যাচটার কথা ভাবো, শেষ বলে এনামুল ক্যাচ তুলে আউট হয়ে গেলো। অথচ ওটা হতে পারতো নো বল। আমরা কষ্ট পেয়েছিলাম, তবে গা ঝাড়া দিয়ে উঠে ভেবেছিলাম, ঘুরে দাঁড়াবোই। পরের ম্যাচে একশ উনিশ বা বিশ এর মতো করে আমাদের আশার সলতেটা নিভু নিভু করে দিলে আবার। কিন্তু দশ ওভারের মধ্যে পাঁচ উইকেট ফেলে দিয়ে আবারও আনন্দে উদ্বেলিত করলে আমাদের। শেষ পর্যন্ত সেই শেষ ওভারেই হারা। এরপর সেই অভাবনীয় ম্যাচ! ওয়ানডের প্রথম ম্যাচে ৬৭ রানে ৮ উইকেট ফেলে দিলে লঙ্কানদের। তখন দেশজুড়ে কী অবস্থা চলছিলো ভাবতে পারো? আনন্দে সবাই প্রায় পাগলপারা হয়ে গিয়েছিলো। সম্মানজনক হারের নিরাপদ অবস্থান থেকে বের হয়ে কিছু সাহসী যোদ্ধা সমানে সমানে লড়াই করে আমাদের বুঝিয়ে দিয়েছিলো আসছে দিনে আমাদের অবদমিত সাফল্য উল্লাস ভীনদেশের জয়ে সীমাবদ্ধ থাকবে না। আমরা মিনোজ নই, আমরাও বড় দল হবার পথে। আর তোমরা সেই সাহসের দীপ্ত মশালটাকে আরো উঁচুতে তুলে ধরেছিলে শ্রীলঙ্কার সাথে অমন পারফরম্যান্সে। শ্রীলঙ্কা- ক্রিকেটের নিষ্ঠুরতম দল। যারা একটু দুর্বল প্রতিপক্ষ পেলেই ভেঙে চুরমার করে দেয়, সেই রাবণের দেশের ক্রিকেটারেরা ৬৭ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছে! তারপর থিসারা পেরেরার সেই ভয়াবহ ইনিংস, আর তোমাদের ক্যাচ ফেলার প্রতিযোগীতা। ব্যাটিংয়েও বিপর্যয়। ঐ অবস্থা থেকে তোমরা হেরে যাবে আমরা ভাবতেও পারি নি। তারপরেও আশা রেখেছিলাম, ঘুরে তোমরা দাঁড়াবেই। সেটা আর হলো না ঐ সিরিজে।



এশিয়া কাপ এলো। আরো একটি অবিশ্বাস্য পরাজয়। আবারও খুব কাছে গিয়ে হেরে যাওয়া। আফগানিস্তানের কাছে আত্মসমর্পণ। সবচেয়ে খারাপ লেগেছিলো পাকিস্তানের সাথে অবিশ্বাস্য পরাজয়টি। সাকিব, মুশফিক, এনামুলেরা ৩২০+ স্কোর তুলে দিলো বোর্ডে। পাকিস্তানের মত শক্তিশালী বোলিং দলের বিপক্ষে, চিন্তা করা যায়! শেষ বারো ওভারে পাকিস্তানের দরকার ছিলো ওভারপ্রতি দশ এর ওপর রান। সেদিন থিসারা পেরেরার ভূমিকায় আবির্ভূত হলো আফ্রিদী। বিশ্বাস করো, ঐ পরাজয়টা এখনও আমাকে পোড়ায়। এরপর টি টুয়েন্টি বিশ্বকাপে হংকং লজ্জা। কোন কিছুই ঠিকভাবে হচ্ছিলো না এই বছরে।



আমরা ক্রমশ হতাশ হয়ে পড়ছিলাম। তবে জানতাম দিন একদিন ঠিকই আসবে। গতকাল এলো সে দিন। তাসকিন-মাশরাফি তোপে ইন্ডিয়া ১০৫ রানে অলআউট! আশঙ্কা ছিলো এবার কেউ থিসারা পেরেরা বা শহীদ আফ্রিদী হয় কী না। না হয় নি। সুতরাং জয় আমাদেরই হচ্ছে। অতি আকাঙ্খিত একটি জয়। বছরের সমস্ত বেদনা পরাভূত হবে এই অসাধারণ এবং প্রতাপী জয়ে। হতাশার দিন একদিন না একদিন তো শেষ হবেই। আজকেই সেই দিন ছিলো। কিন্তু, না আবারও! সম্ভাব্যতার গণিতে বলে দুটি দলের ক্ষমতা একই রকম হলে বারবার কাছাকাছি অবস্থান থেকে একই দলের হেরে যাওয়াটা অনেকটাই দুরূহ ব্যাপার। কিন্তু এই দুরুহ ব্যাপারটাই ঘটছে বারবার। কেন?



গণিত, বিজ্ঞান, ইতিহাস সবকিছুই প্রতিকূলে যাচ্ছে-যাক। এই দুর্বহ বছরে আর কী কী অপেক্ষা করছে জানি না। এত কথা যে বললাম, এত যে দুঃস্মৃতি ঘাঁটলাম, সেটা শুধু মাত্র একটা কথা বলার জন্যে, ভুলিনি আমরা, তোমরাও ভুলতে পারবে না। তোমাদের প্রফেশনালিজম, বড় বড় কর্পোরেট কোম্পানির বিজ্ঞাপন, প্রতিপক্ষের খেলোয়াড়ের সাথে সৌহার্দ্য বিনিময়, এসবকিছুর মধ্যে হয়তো বা ভুলে যাওয়াই নিয়ম। আমরা ভুলবো কী করে? খেলাটা তো আমাদের কাছে স্রেফ খেলা না। এটা জীবনের অতি প্রয়োজনীয় এক অনুষঙ্গ। আজকে খেলা শেষে ভুলে থাকার জন্যে মা'র সাথে ক্যারামবোর্ড খেললাম অনেকক্ষণ। বাবা বারবার ম্যাচের হাইলাইটস দেখছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন দেখছো এসব? তিনি জবাবে জানালেন নিজের চোখের সন্দেহ রদ করার জন্যে। আমার দেড় বছরের ছোট্ট মেয়ে মিতিনকে বুকে করে হেঁটে এই ভয়াবহ শূন্যতা লাঘব করতে পেরেছিলাম কিছুটা। তারপর ফুটবল খেলা দেখলাম, বেলজিয়াম-আলজেরিয়া, ব্রাজিল-মেক্সিকো। কী যে দেখলাম! অর্থহীন সব। ঘুমুতে এসে ভীষণ একা আর লজ্জিত লাগছিলো নিজেকে। মনে হচ্ছিলো আমি একজন সম্মানিতা ভদ্রমহিলা যার পরনের কাপড় টুকরো টুকরো করে ছিড়ে মজা দেখছে সমবেত জনতা। বুক ফেটে কান্না আসছিলো। শব্দ করে কাঁদি নি কারণ আমার মেয়েটার শরীর ভালো নেই। শব্দে তার ঘুম ভেঙে যেতে পারে। শেষতক মনের ভার লাঘব করার জন্যে তোমাদের শরণাপন্ন হতে হলো।



এই পরাজয়গুলো, বিশেষ করে আজকের এই পরাজয়টা আমি ভুলবো না। তোমরাও ভুলো না। যে কষ্ট, অপমান, হতাশা গ্রাস করেছে ষোল কোটি জনতাকে তার ভাগ নিয়ে যাও, এসো! আমরা বলছি না যে তোমাদের কমিটমেন্ট নেই, তোমরা চেষ্টা করো না, কিন্তু বারবার কেন এমন হবে? তোমরা কি চাপের মুখে পর্যুদস্ত হয়ে পড়ো? আমাদের প্রত্যাশা কি তোমাদের কাছে অনাকাঙ্খিত ভার মনে হচ্ছে? প্রত্যাশা তো তোমাদেরও আছে, নেই? খেলাটা তো শুধু জীবনে রোজগারের উপায় নয়। তাহলে আমাদের প্রত্যাশা আর তোমাদের প্রত্যাশা এসো এক করি। এই দুইয়ের সম্মিলনে অভাবনীয় কিছু ঘটবেই। তোমরা যেমন ষোল কোটি মানুষের বাইরে না, আমরাও তেমন জাতীয় দলের বাইরের কেউ না। সবে মিলে দ্বাদশ খেলোয়াড় হতে না পারি, ত্র‌য়োদশ তো হবই! যার কাজ স্বপ্নের হালটা ধরে রাখা। আমাদের হৃদয়ে গভীর ক্ষত, আমরা হাসতে পারছি না, ঘুমোতে পারছি না, ভুলতে পারছি না। তোমরাও ভুলবে না। পরাজয়ের বিষে নীল হয়েছো, এখন সেই নীলটাকে আকাশের নীলের সাথে জুড়ে দিয়ে স্বপ্নের ক্যানভাস তৈরি করো।



ঘুম কেড়ে নিয়েছো, স্বপ্ন কেড়ো না।

মন্তব্য ৫২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৪ সকাল ৮:০০

শরৎ চৌধুরী বলেছেন: সেই অসামান্য এক চিঠি।

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২১

লিটল হামা বলেছেন: সেই বেদনা থেকে লেখা।

২| ১৮ ই জুন, ২০১৪ সকাল ৮:১৮

ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশ ক্রিকেট টিম আবার একটা টিম! ছাগল দিয়ে হাল চাষ হয়!

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২১

লিটল হামা বলেছেন: হবে হবে।

৩| ১৮ ই জুন, ২০১৪ সকাল ৮:২৫

মোঃ শিলন রেজা বলেছেন: আমাদের বলারেরা আমাদের যথেষ্ট দিয়েছে কিন্তু জয়ের প্রান্তসিমার আমাদের ব্যাটিং ব্যর্থতা আমাদের জয় কে দূরে ফেলেছে। তাছাড়া পিচ আমাদের পক্ষে ছিল না--মুশফিক।

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২১

লিটল হামা বলেছেন: :(

৪| ১৮ ই জুন, ২০১৪ সকাল ৮:৩৫

ঘানার রাজপুত্র বলেছেন: আগে জানতে হবে বাংলাদেশ দলের সামর্থ।হঠাৎ একদিন ৩০০ রান করে ফেলল ওটা ওদের স্বাভাবিক খেলা না। ১৮০-২০০ রান করতে পারলেই স্বাভাবিক। তবে দলকে সমর্থন করে যেতে হবে।বিড়ালের বাচ্চা হোক ছায়াকে বড় করে ধরলে তা বাঘই মনে হবে এবং ক্রিকেটার কে নিয়ে মাতামাতি করা যাবে না। তারা খারাপ খেললে তাদের শাস্তির বযবস্থা রাখতে হবে আপাতত এই ইসুযটা সামনে নিয়ে আসতে হবে।

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২২

লিটল হামা বলেছেন: বাংলাদেশ হঠাৎ একদিন ৩০০ করে নাই। সাম্প্রতিক সময়ে ব্যাটিং অনেক ভালো করসে। আর এজন্যেই হতাশাটা বেশি।

৫| ১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:২২

হাসান বিন নজরুল বলেছেন: আমাদের কাছে লজ্জা নেই বলেই সীমান্তে হারি, কূটনীতিতে হারি, মেধায় হারি মননে হারি, আর ভারতীয় বি টিমের ক্রিকেটারদের কাছেও হারি...হায় লজ্জা লজ্জা :(

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

লিটল হামা বলেছেন: হায়!

৬| ১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:২৩

আহসানের ব্লগ বলেছেন: আমি এখন ঘৃণা করি ওদের ।

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

লিটল হামা বলেছেন: দোষ দিবো না।

৭| ১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৩০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমাদের এই আবেগের কি কোন দাম তামিম-মুশফিক-সাকিবদের কাছে আছে ?

নিজেই উত্তর দেই - না এক কানাকড়িও নেই

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

লিটল হামা বলেছেন: তাই মনে হয়।

৮| ১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৪

bakta বলেছেন: হারাধন আর কাকে বলে ?
X((

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

লিটল হামা বলেছেন: হারায় গেচে ধন যার।

৯| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১০:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ঢাকাবাসীর মন্তব্যের সাথে ১০০% একমত পোষণ করছি। গরু ছাগলদের পেছনে এই গরীব জাতির লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করার আমি কোন যুক্তিই দেখিনা।

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

লিটল হামা বলেছেন: ক্রিকেটারদের কিসের অভাব বলেন? মুশফিক ৫০ লাখ টাকা দিয়ে চুক্তি করে প্রিমিয়ার ক্রিকেটে। ওদের সমস্যাটা হয়তো বা মানসিক।

১০| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৭

সময়ের ডানায় বলেছেন: আর বাংলাদেশের ক্রিকেট খেলা দেখব না। অযথা কস্ট পাওয়ার কোন দরকার নাই।

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

লিটল হামা বলেছেন: আপনাকেও দোষ দিবো না।

১১| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৭

কেএসরথি বলেছেন: কাল আমরা যদি সবাইকে হারিয়ে ক্রিকেটে বিশ্বকাপ জয় করি, আমি তাও জানব যে, তার পরের দিনই আমরা আফগানিস্তানের কাছে ৫০ রানে অলআউট হবার যোগ্যতা রাখি।

আর সেজন্যই বলব, "বিশ্বকাপে খেলি ঠিকই - কিন্তু আমরা বিশ্বমানের কোন দল নই - হতেও পারব বলে মনে হয় না"।

কাল আমাদের কেউ ৩৫ বলে ১০০ করুক, কেউ ২০ রান দিয়ে ৭ উইকেট নিক - কিচ্ছু যায় আসে না। কারন আমি জানি, তারপরের খেলাতেই এরা ০ রানে আউট হবে। তাই তাদের প্রতি আমার আর কোন আস্থা নেই।

আজকালের বাংলাদেশী ক্রিকেটাররা যা পাচ্ছেন, তাদের পূর্বসুরীরা এর ছিটেফোটাও পান নাই।

শেষে শুধু এটুকু বলতে চাই "কেউ আমার ঘরে আক্রমন করলে, সেটাকে প্রতিহত করাটা আমার প্রেম - কিন্তু আমার ঘরের মানুষই যদি আমার লজ্জার কারন হয়, তাহলে তাদের প্রতি শুধু ধিক্কার।"

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

লিটল হামা বলেছেন: ধিক্কার।

১২| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৫২

এস বাসার বলেছেন: "বিশ্বকাপে খেলি ঠিকই - কিন্তু আমরা বিশ্বমানের কোন দল নই - হতেও পারব বলে মনে হয় না"।

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

লিটল হামা বলেছেন: আর কবে হবো বলেন!

১৩| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:১৭

রানা০৯ বলেছেন: অ্যাথলেটিক্সের কোন সেক্টরে টাকা নেই, নিজের মত করে যে যা পারছে তা করছে আর কিছু আসছে আর্মড ফোর্স থেকে
হকি প্লেয়াররা মাথার উপরে ছাদ পায়না !
ফুটবলে পয়সা নেই !
কোটি কোটি কোটি কোটি টাকা খরচ করা হয় ক্রিকেটের পেছনে !
মানায়না এই এক খেলার পেছনে অযথা খরচ করা !!!
মান সম্মান ধুলোয় লুটিয়ে দিল এরা

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

লিটল হামা বলেছেন: জবাবদিহিতা চাই। এত টাকা দিয়ে আয়েশী বেড়াল পুষতে চাই না। তেজী বাঘ চাই।

১৪| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অসামান্য এক চিঠি।




আমারে দেন। আমিই হ্যাদের দিয়া আহি।

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

লিটল হামা বলেছেন: তাদের দিয়া কোনই লাভ হৈবো না।

১৫| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৫০

শুঁটকি মাছ বলেছেন: ভালই লিখেছেন। চিঠিটা যদি কোনো ভাবে ওদের পড়ানো যেতো! |-)

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

লিটল হামা বলেছেন: কোন লাভ হতো ভেবেছেন?

১৬| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:২৮

সুমন কর বলেছেন: হাসান ভাই, চিঠি ভালো লেগেছে। কিন্তু যাদের উদ্দেশ্যে এ চিঠি লেখা, তারা কোনদিন তা পাবে না।

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

লিটল হামা বলেছেন: পেলেও কোন লাভ হবে না।

১৭| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ২:০২

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দেওয়া উচিত, আশাতীত কিছু পেয়ে গেলে অধিকাংশরাই খেয় হারিয়ে ফেলে। এদেশে সেলিব্রেটির অভাব বলেই এই অপদার্থ গুলোই আজ সেলিব্রেটি। রেকর্ডটা একবার দেখে নিন

২৮ বছর, ২৭৭ ওয়ানডে, ৮০ টা জয়, ১৯৪ টা হার ।
১৪ বছর, ৮৩ টেস্ট, ৪ টা জয়, ৬৮ টা হার ।
এরকম রেকর্ডধারী সেলিব্রেটি বিশ্বে আর কোথাও কি আছে ? একদা জিম্বাবুয়ের অধিনায়ক ক্যাম্বেল বাংলাদেশের ক্রিকেটারদের বেতনের অঙ্ক শুণে নিজেরটা বলতে লজ্জাবোধ করছিলেন।

এরা এখন মাঠের নয় মিডিয়ার খেলয়াড়। সাথে আছি বলার সময় শেষ, এখন এদের প্যাদানী দেওয়ার সময় হযেছে।

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

লিটল হামা বলেছেন: প্যাদানির আসলেই দরকার আছে।

১৮| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৪

মহামহোপাধ্যায় বলেছেন: একেকটা ম্যাচ যায়!! কত আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকি। অবস্থার কোন পরিবর্তন নাই। এরকম বিষন্ন মূঢ় হয়ে শেষ করতে হয় প্রতিটা ম্যাচ :(

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

লিটল হামা বলেছেন: :(

১৯| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৪

ধুমধাম বলেছেন: ক্রিকেট নিয়ে কিছু পড়ছি না, বলতেও ভালো লাগছে না!

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

লিটল হামা বলেছেন: কিছুদিন পর দেখতেও ভালো লাগবে না।

২০| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ৩৯ রানে ২ উইকেট দেখে, একটু কাজে বাহিরে আসলাম। এসে দেখি, সব শেষ। সব আশা ভরসা স্বপ্নের।

তাসকিন ছেলেটার জন্য খারাপ লাগল বেশী। প্রথম ম্যাচে পাঁচ উইকেট। তাও আবার ভারতের সাথে। তবুও সেটা বৃথা।

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

লিটল হামা বলেছেন: তাসকিন অপরাজিত ছিলো। ও হারে নি।

২১| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৭

নক্ষত্রচারী বলেছেন: যেদিন বাংলাদেশ ম্যাচ জিতত সেদিন হতো প্রশান্তির ঘুম :)

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

লিটল হামা বলেছেন: আর নাহলে যন্ত্রণাদায়ক এপাশ ওপাশ।

২২| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৯

নক্ষত্রচারী বলেছেন: আর এখন ঘুম চলে গেসে, কিন্তু স্বপ্নেরা ঘুমিয়ে পড়েছে /:)

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

লিটল হামা বলেছেন: ভালো বলেছো।

২৩| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:২১

প্রবাসী পাঠক বলেছেন: আমি জানি না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের বর্তমান মানসিক অবস্থা কি? কিন্তু আমি মানসিকভাবে বিপর্যস্ত। কোন ভাবেই এই পরাজয় মেনে নিতে পারছি না। বাংলাদেশ দলের জয় পরাজয় যাই হোক না কেন সব সময়ই বাংলাদেশ দলের প্রতি আস্থা, বিশ্বাস আর ভালবাসা ছিল। কিন্তু গত কালের পরাজয়ের পর আমার বিশ্বাসে এমনভাবে আঘাত হেনেছে যে দেশ, দেশ প্রেম কোন কিছুর আবরণ দিয়েও বাংলাদেশ ক্রিকেটের উপর আস্থা ফিরিয়ে আনতে পারছি না।

হয়ত আর কখনোই আগের মত উচ্ছ্বাস নিয়ে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখার জন্য টিভির সামনে বসব না। হয়ত আর কখনো বাংলাদেশের পরাজয়ে বিষণ্ণ হব না। তবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি প্রত্যাশা করি তোমরা ভালো খেল।

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

লিটল হামা বলেছেন: আর কত এভাবে...

২৪| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৫

আদম_ বলেছেন: সহমত।
খেলা শুরুর প্রথম দিনই মনের কষ্টে-দু:খে-অপমানবোধে একটা লেখা দিয়ে ছিলাম।
Click This Link

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

লিটল হামা বলেছেন: একমত আপনার সাথে।

২৫| ২১ শে জুন, ২০১৪ সকাল ১১:৪৫

মামুন রশিদ বলেছেন: জানি এই চিঠি তারা পড়বে না । তারা জানবে না, এইরকম শিশুতোষ পরাজয় আমাদের কিভাবে পোড়ায় ।

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

লিটল হামা বলেছেন: সিস্টেম করার সময় এসে গেছে মামুন ভাই। এরকম আর বেশিডিন চলতে দেয়া যায় না।

২৬| ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৭

রিফাত ২০১০ বলেছেন: অন্যমনস্ক শরৎ বলেছেন: সেই অসামান্য এক চিঠি।

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৩৮

লিটল হামা বলেছেন: ধন্যবাদ রিফাত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.