![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি চেয়ে আছো তাই, আমি পথে হেঁটে যাই.. হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর যেতে চাই...
আমাদের চোখে কোন ঘুম ছিল না-
নক্ষত্র পেয়েছিলাম হাতে
এইখানে শিশির ঝরেছিল যে রাতে!
.
সে রাতের মর্ম বুঝবে কি সে?
ভুল করে যে পাখি ডেকে যায় রাত ভরে
যার হাত ধরে কেউ পাশে থাকে না,
যার চোখে ঘুম ছবি কেউ আঁকে না!
সেও তো জেগে থাকে অমন রাতে?
তবু, ভালবেসে যাকে কেউ বলে নাই
দুটো প্রেমের কথা
কোন এক বিকেলে নির্জনে বসে
সে রাতের মর্ম বুঝবে না সে!
.
ক্ষণে ক্ষণে চাঁদটা গিয়েছে সরে,
পৃথিবী ঘুমায়-
তবু কিছু প্রেম, জেগে থাকে পৃথিবীর পরে!
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭
দীপকের ছবি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভাল থাকবেন।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৫
হাসান মাহবুব বলেছেন: সুন্দর
৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫০
দীপকের ছবি বলেছেন: ধন্যবাদ।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভালো লাগা।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩২
দীপকের ছবি বলেছেন: @মাহবুব ভাই, আপনার মত বিখ্যাত ব্লগার এর মন্তব্য পেয়ে আমি আপ্লুত। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ @রাজপুত্র ভাইয়াকেও।
৬| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩২
প্রামানিক বলেছেন: ভাল লাগল।
৭| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৬
দীপকের ছবি বলেছেন: ধন্যবাদ প্রামাণিক
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩
সুমন কর বলেছেন: ভাল হয়েছে।