![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি চেয়ে আছো তাই, আমি পথে হেঁটে যাই.. হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর যেতে চাই...
...সামার অব সিক্সটি নাইন হচ্ছে একজন গায়কের আত্ম-স্মৃতিকথন; যদিও প্রকৃত অর্থে গানটি লেখা হয়েছে কাল্পনিক আর বাস্তবতা এই দু’য়ের মিশ্রণে;
এই গানের মাধ্যমে একজন গায়ক তাঁর জীবনের সবচেয়ে সুন্দর সময়ের গল্প টা উপস্থাপন করেছেন। সেই সময় টা হচ্ছে ঊনসত্তরের গ্রীষ্মকাল, গায়কের ভাষায়— ‘সামার অব সিক্সটি নাইন’।
...গানের শুরুতেই গায়ক তার জীবনের প্রথম গিটারের কথা উল্লেখ করেন, যেটা কেনা হয়েছিল পাঁচ ডলার দশ সেন্ট দিয়ে। জীবনের ফেলে আসা সেই ‘সামার অব সিক্সটি নাইনে’, যতক্ষণ না পর্যন্ত গিটারের স্ট্রিং এর ঘর্ষণে আঙ্গুল থেকে রক্ত বের হত, ততক্ষণ উনি গিটার নিয়ে মেতে থাকতেন।
...আর পাঁচটা ব্যান্ড দলের মতই, তাঁদেরও যাত্রা শুরু হয়েছিল স্কুলের কয়েকটা বন্ধু কে নিয়ে অনেক কষ্ট করে তৈরী করা ব্যান্ড দল দিয়ে। তবে অল্প সময়ের ব্যবধানে উনাদের ব্যান্ডেও ভাঙনের সুর দেখা দেয়— যখন সদস্যদের মধ্যে জিম্মি হাঁল ছেড়ে দেয় আর জডি বিয়ে করে।
...এর পরে জীবনে আসে ভালবাসার মানুষটি। তাঁর ভালবাসার মানুষ— সেই মেয়েটি, যে তার মায়ের বাড়ীর বারান্দায় দাঁড়িয়ে তাঁকে বলেছিল তাঁর জন্য সারাজীবন অপেক্ষা করবে। সামার অব সিক্সটি নাইনে মেয়েটি তার হাত ধরেছিল এবং সেই সিক্সটি নাইন পর্যন্তই মেয়েটি তাঁর জন্য অপেক্ষা করেছিল।
...তারপর যৌবনের অস্থির সময়, বাঁধাহীন হওয়ার অদম্য ইচ্ছা, আর ক্ষণিকের জন্য সব পাওয়া এই করতে করতে বদলে যাওয়া সময়ে যখন পা রাখেন, তখন তিনি পিছন ফিরে মনে করতে চান জীবনে আসা এবং চলে যাওয়া সেই সব সময়ের কথা, সেই সব ঘটনা আর মানুষের কথা।
...আর এখন যখন মাঝে মাঝে তিনি আবার সেই পুরনো সিক্স স্ট্রিং বাজাতে বসেন, তখন তিনি আর পাঁচটা মানুষের মতই জীবনের ভুল গুলো খুঁজতে থাকেন। এই সময়ে এসে মনে পরে সেই মেয়েটির কথা যে হাতে হাত রেখে সারাজীবন সাথে থাকার কথা বলেছিল, মনে পরে তাঁর জীবনের সবচেয়ে সুন্দর সময়, সেই ফেলে আসা ‘সামার অব সিক্সটি নাইনে’র কথা, যেই সময়টা তে তিনি বারবার ফিরে যেতে চান। যদি তিনি একটা সুযোগ পেতেন তবে আবার ফিরে যেতেন সেই ‘সামার অব সিক্সটি নাইনে’।
...পুরো গানটা একটা ঝড়ের মত। কথা আর হৃদয় ছোঁয়া সুর আপনার ভাল লাগতে বাধ্য। বিশেষ করে গিটারের একটা সুন্দর সুর আছে যেটা কানে আসলেই মনে হয় দোড়ে ছুটে চলছে এক তরুণ, যার মাথা ভর্তি চুল হাওয়াই উড়ছে। গান শেষ হলেও সেই সুর টা কানে লেগে থাকবে। আর মনের মধ্যে একটা কথাই বার বার উচ্চারণ হবে— সামার অব সিক্সটি নাইন।
ইউটিউব লিংক : Bryan Adams - Summer of 69
লিরিক লিংক : Lyric Of ‘Summer Of 69’
কিছু তথ্য :
Singer- Bryan Adams (Single)
Writer- Bryan Adams, Jim Vallance
Album- Reckless
Genre- Rock
Release- 17th June, 1985
তথ্যসূত্রঃ উইকিপেডিয়া
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৫
দীপকের ছবি বলেছেন: জ্বী ভাই, ঠিক বলছেন। গিটারের সুর টার মাঝে কি যেন আছে। যে কারো মন স্পর্শ করতে বাধ্য।
ধন্যবাদ
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৩
রক্তিম দিগন্ত বলেছেন: এইটা নস্টালজিয়া তৈরি করার মত একটি গান।
কলেজ জীবনে এইগানটা শরীরে আন্দোলন তৈরি করত। উৎফুল্ল হয়ে যেত মন।
এখন ভার্সিটির শেষ জীবনে এই গানটা শুনলে আগেকার কথাগুলোই মনে হয়। আমরাও আগে কত প্ল্যান করেছি।
এখন আসলেই কোরাসের সাথে গলা মিলাই বুঝেই 'দোজ ওয়্যার দ্য বেস্ট ডে'জ অফ মাই লাইফ।'
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯
দীপকের ছবি বলেছেন: একটি স্মৃতি কাতর গান। সবার তারুন্যের সময়ের কথাই বলে।
ধন্যবাদ রক্তিম ভাই।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০২
হাসান রাজু বলেছেন: অসম্ভব প্রিয় একটা গান। যেমন লিরিক তেমন কম্পোজিশন, মায়াবী গিটারের ঝংকার ......
" And now the times are changin'
Look at everything that's come and gone"