![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি চেয়ে আছো তাই, আমি পথে হেঁটে যাই.. হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর যেতে চাই...
১. মিরাকল ইন সেল নাম্বার সেভেন (Miracle in Cell No. 7)- মিরাকল ইন সেল নাম্বার সেভেন ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ান সিনেমা । এক কিঞ্চিত বুদ্ধি প্রতিবন্ধী বাবা, তার ছয় বছরের মেয়ে, একটি দুর্ঘটনায় মরে যাওয়া পুলিশ কমিশনারের মেয়ে আর জেলের সাত নাম্বার সেলের মানুষদের নিয়ে একটি অসাধারন হৃদয়স্পর্শী সিনেমা মিরাকল ইন সেল নাম্বার সেভেন । সিনেমার কিছু আবেগঘন মুহূর্ত, আপনার চোখে জল আসতে বাধ্য করবে, তাই সিনেমাটি একা একা দেখাই ভাল ।
পরিচালক- Lee Hwan-kyung
২. ফরেস্ট গাম্প (Forrest Gump)- টম হ্যানক্স অভিনীত আমেরিকান সিনেমা ফরেস্ট গাম্প মুক্তি পায় ১৯৯৪ সালে, যে সিনেমাটিকে সর্বকালের সেরা সিনেমা গুলোর মধ্যে একটি বলে বিবেচনা করা হয় । ফরেস্ট গাম্প উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি গল্পের নায়ক ফরেস্ট গাম্পের জীবনী কে ঘিরে । প্রতিনিয়ত আমরা যে সবকিছু থেকে পালিয়ে যেতে চাই, কিন্তু বারবার আমাদের কে বাস্তবতার মুখোমুখি হতে হয়, পালিয়ে গিয়েও যে আবার ফিরে আসতে হয়, সেই ব্যাপার টি নিয়েই সমগ্র সিনেমা । এখানে আছে একটা মানুষের জীবনী, তার প্রেমের গল্প, যুদ্ধ আর জীবনবোধের গল্প । আমাদের প্রত্যেকের মাঝেই যে একটা করে ফরেস্ট গাম্প বসবাস করে সিনেমাটি দেখলেই তা বুঝতে পারবেন ।
পরিচালক- রবার্ট জেমেকিস (Robert Zemeckis)
৩. পার্ল হার্বার (Pearl Harbor)- ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সিনেমা পার্ল হার্বার । সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে পার্ল হার্বারে জাপানের আক্রমন কে কেন্দ্র করে । যুদ্ধের সাথে সাথে উঠে এসেছে দুই বাল্য বন্ধুর বিমানবাহিনীর যোদ্ধা হয়ে ওঠা, তাদের সাহসীকতা আর একটা ত্রিভুজ প্রেমের কাহিনী । বেশ বড় পরিসরের এই সিনেমাটি দেখতে হলে হাতে সময় নিয়ে বসতে হবে । তবে অসাধরন কাহিনী আর উপস্থাপনের জন্য সিনেমার দীর্ঘ ব্যপ্তিকাল আপনাকে বিরক্ত করবে না ।
পরিচালক- মাইকেল বে (Michael Bay)
৪. দ্যা নোটবুক (The Notebook)- দ্যা নোটবুক ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত পুরোদুস্তর রোমান্টিক আমেরিকান সিনেমা, যার কাহিনী আবর্তিত হয়েছে দুই প্রেমিক প্রেমিকার সমগ্র জীবনী নিয়ে- যেখানে আছে প্রেম, আবেগ, অভিমান, বিচ্ছেদ, যুদ্ধ এবং নায়কের লেখা একটা নোটবুক কে ঘিরে। দুজন মানুষের ভালবাসা, সামাজিক প্রেক্ষাপটে দূরে চলে যাওয়া এবং একসাথে জীবনের সমাপ্তি- সবকিছু মিলিয়ে একটি মনে রাখার মত ভালবাসার গল্প । বিঃ দ্রঃ কিছু দৃশ্যের জন্য সিনেমাটি পারিবারিক ভাবে দেখা সম্ভব নয় ।
পরিচালক- নিক ক্যাসাভেটস (Nick Cassavetes)
৫. লন সার্ভাইবার (Lone Survivor)- যুদ্ধ নির্ভর আমেরিকান-ব্রিটিশ এই সিনেমাটি মুক্তি পায় ২০১৩ সালে । সিনেমার কাহিনী আবর্তিত হয় অপারেশন 'রেড উইংস' কে ঘিরে, যে অপারেশনে চার সদস্যের একটি সৈন্য দল কে পাঠানো হয় আফগানিস্তানে, যাদের মধ্যে মাত্র একজন বাঁচে । সিনেমাটি যুদ্ধ নির্ভর হলেও, সিনেমার শেষাংশে দেখতে পাওয়া যাবে যুদ্ধু নয়, মানবতাই সবার উপরে । অসাধারন ব্যাকগ্রাউন্ড মিউজিক আর জাতি, দেশ, ধর্মের উপরে যে মানবতার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে তা অবশ্যই হৃদয় ছুয়ে যাবে ।
পরিচালক- পিটার বার্গ (Peter Berg)
দ্বিতীয় পর্বের লিংক- দেখতে পারেন যে সিনেমা গুলো (দ্বিতীয় পর্ব)
তৃতীয় পর্বের লিংক- দেখতে পারেন যে সিনেমা গুলো (তৃতীয় পর্ব)
চলবে...
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯
দীপকের ছবি বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ভাই।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
সুমন কর বলেছেন: প্রথমটা ছাড়া সবগুলোই দেখা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৩
দীপকের ছবি বলেছেন: প্রথমটাও দেখে নিবেন, কথা দিচ্ছি ভাল লাগবে। ধন্যবাদ।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪০
রক্তিম দিগন্ত বলেছেন:
সবগুলোই দেখা শুধু প্রথমটা ছাড়া। সময় পেলে দেখার ইচ্ছা আছে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৯
দীপকের ছবি বলেছেন: হাতে সময় আর একটু ধৈর্য নিয়ে দেখবেন, ভাল লাগবে।
ধন্যবাদ।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৯
ডট কম ০০৯ বলেছেন: ১ আর ৫ দেখি নাই বাকী গুলা দেখছি।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮
দীপকের ছবি বলেছেন: দেখতে পারেন ভাল লাগবে অবশ্যই। ধন্যবাদ।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮
মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো দেখতে ইচ্ছে করছে
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
দীপকের ছবি বলেছেন: হাতে সময় আর একটু ধৈর্য নিয়ে দেখে ফেলবেন। ধন্যবাদ।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০
আনু মোল্লাহ বলেছেন: আপনার এ পোস্ট আমাকে সিনেমা দেখতে সাহায্য করবে
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১
দীপকের ছবি বলেছেন: খবি আনন্দের বিষয়। ভাল সিনেমা আমাদের অনেক কিছু শেখায়। ধন্যবাদ উৎসাহ দিয়ে আশে থাকার জন্য।
৭| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৭
আদনানুল হাদী বলেছেন: প্রথমটা অসাধারণ মুভি । ভালো লাগবেই।
১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৭
দীপকের ছবি বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০০
আমিনুর রহমান বলেছেন:
প্রথমটা ছাড়া সবগুলোই দেখা। চমৎকার পোষ্ট ++
চলুক ...