| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্তের এই দিনে
অপেক্ষার প্রহর গুনি তুমি আসবে বলে
তুমি আসবে, ভালোবাসবে,
আরো কাছে নিবিড়ভাবে চাইবে
আবেগি স্পর্শে ভরিয়ে তুলবে আমাকে
শিহরিত হই আমি।
অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে ঘমিয়ে পড়ি
অবশেষে মাঝ রাতে তুমি এলেে
একঝুরি বিরক্তি আর কটু কথার পসরা সাজিয়েে
একসময় দুজনেই রাজ্যের বিরক্তি নিয়ে
রাতের আহারটুকু কোনরকম সেরে
বিছানায় গা এলিয়ে দেই। আর ভাবি
হয়তো তুমি পাশে আসবে
আরো কাছে নিবিড়ভাবে চাইবে
আবেগি স্পর্শে ভরিয়ে তুলবে আমাকে
শিহরিত হই আমি।
অথচ তুমি মেবাইল নিয়ে ব্যস্ত সময় কাটাও।
ট্যাব নামক বস্তুটিতে মাথা নিচু করে তাকিয়ে থাক
ফেসবুক, গুগল, টুইটার আর বিভিন্ন এ্যাপস নিয়ে ব্যস্ত তুমি
বিছানার একপাশে, অন্যপাশে আমি
কেবলই তোমার স্পর্শের অপেক্ষায়... 
২|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩
দিপ্তী বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ
৩|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২
জ্যোস্নার ফুল বলেছেন: নৈকট্য গুলো একসময় দুরুত্ব হয়ে যায়। স্যোসাল মিডিয়া গুলারে তীরস্কারবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২
মাহবুবুল আজাদ বলেছেন: কাঙ্খিত ভালবাসার স্পর্শে প্লাবিত হোক আগামী দিন গুলো।
ফাল্গুনের শুভেচ্ছা।