নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজকীয় বাঙলা ফৌজের অশ্বারোহী বাহিনী

রঙধনু হাতছানি দিয়ে ডাকছে কাছে আয়.... সবকিছু ছেড়ে মনটা দূরে ছুটে যায়....

ডিস্কো ঘোড়া

সারাটা জীবন ঘোড়ার মত তেজি টগবগে বাঁচবার স্বপ্ন নিয়ে গাধা হয়েই বেঁচে আছি। rahi10greenএট জিমেইল ডট কম *নোংরা বারোর টোয়াইসি ;)

ডিস্কো ঘোড়া › বিস্তারিত পোস্টঃ

মুক্তির মন্দির সোপান তলে

২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:০৯

মুক্তির মন্দির সোপান তলে

কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে৷

কত বিপ্লবি বন্ধুর রক্তে রাঙা, বন্দীশালার ওই শিকল ভাঙা

তাঁরা কি ফিরবে না আর?

তাঁরা কি ফিরবে এই সুপ্রভাতে-

যত তরুণ অরুণ গেছে অস্তাচলে৷



মুক্তির মন্দির সোপান তলে...

লেখা আছে অশ্রুজলে ৷

যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি

এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি

সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি

যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা

মৌন মলিন মুখে জাগালো ভাষা

আজ রক্তকমলে গাঁথা

আজ রক্তকমলে গাঁথা মাল্যখানি,

বিজয়লক্ষী দেবে তাঁদেরি গলে

মুক্তির মন্দির সোপান তলে...

লেখা আছে অশ্রুজলে ৷



http://www.mediafire.com/?ie80rx60brv1nea



ইদানিং দেশের গান নিয়াও ব্যাপক চুল্কানি দেখতেছি ব্লগে, তেমন কেউ আসলে কট হবে।

মন্তব্য ৪৩ টি রেটিং +৭/-১

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:১২

খোশনবীশ বলেছেন: ভাল লাগলো। গানটি আমার পছন্দের।

২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:২৮

ডিস্কো ঘোড়া বলেছেন: ধন্যবাদ (আরেকটা পোষ্ট দিই যদি, প্রথম পাতায় আমার দুটো পোষ্ট থাকলে মাইর ধর করবেন?)

২| ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:১৪

দুর্জনউবাচ বলেছেন: আমার প্রিয় একটি গান।ধন্যবাদ

২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:২৯

ডিস্কো ঘোড়া বলেছেন: ধন্যবাদ (আরেকটা পোষ্ট দিই যদি, প্রথম পাতায় আমার দুটো পোষ্ট থাকলে মাইর ধর করবেন?)

৩| ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:১৭

সবাক বলেছেন: আমিতো ভাবলাম ডিস্কো বুঝি কবিতা লেখা স্টার্ট করলো!

++++

২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩০

ডিস্কো ঘোড়া বলেছেন: আজকের ডিস্কো বউপাগ্লা, সে কবিতা বুঝে না।

৪| ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:২১

কি নাম দিব বলেছেন: অনেক সুন্দর একটা গান।

২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩১

ডিস্কো ঘোড়া বলেছেন: :)

৫| ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:২৩

কাউসার রুশো বলেছেন: আমার খুবই প্রিয় একটি গান। ধন্যবাদ :)
আচ্ছা আরেকটা গানের লিংক দিতে পারেন
সকাতরে ঐ কাঁদিছে সকলে..শোন শোন পিতা... (রবীন্দ্র সংগীত)

২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩১

ডিস্কো ঘোড়া বলেছেন: একখন নেই, কাল দিতে পার্বো হয়তো।

৬| ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:২৮

ফারা তন্বী বলেছেন: ঘোড়াও গান শুনে আজকাল ;)

২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩৩

ডিস্কো ঘোড়া বলেছেন: আপনি তর্কের খাতিরে প্রশ্নটা করলেন।

৭| ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:২৯

ইমন কুমার দে বলেছেন: "স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি"
এই অনুভুতি টা যদি সবার থাকতো তাহলে হয়তো পৃথিবীটাই অন্যরকম হতো। ব্লগের এই হিন্দু-মুসলমান, আস্তিক-নাস্তিক ক্যাচাল থেকে ও রক্ষা পাওয়া যাইতো। :) :)
ধন্যবাদ ডিস্কোঘোড়া।

২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:৪১

ডিস্কো ঘোড়া বলেছেন: ইমন ভাই, এইটাই কথা।

৮| ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩১

সাধারণমানুষ বলেছেন: এই গানটা আমার অসম্ভব প্রিয় একটা গান ...

ডিস্কুদা আপনার লিংকের গানটা নারী-পুরুষ সম্মিলিত কন্ঠের ভার্সন। আমি একটা শুনছিলাম ঐটা ছিলো একটা নারী কন্ঠের সলো .... ঐ ভার্সনটা অসাধারন ছিলো মানে লাগছিলো আরকি আমার কাছে। কিন্তু আগের হাড্ডি নষ্ট হওয়ায় তা হাওয়া হয়ে গেছে :( আপনের কাছে কি ঐ ভার্সন টা আছে??

২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:৪২

ডিস্কো ঘোড়া বলেছেন: দেখি কাল দিতে পারি কি না :)

৯| ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:৩৩

রণক্লান্ত বলেছেন: দারুণ পছন্দের গান। প্রায়ই নানা প্রোগ্রামে কোরাস করি আমরা। গানটা কার জানেন কি?

২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:৪৩

ডিস্কো ঘোড়া বলেছেন: আমি যতদুর জানি কথা মোহিনী চৌধুরি আর সুর কৃষ্ণ চন্দ্র দে।

১০| ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:৪৩

রণক্লান্ত বলেছেন: গানটার লিরিক শ্রী মোহিনী চৌধুরীর আর সুর কে.সি দের

কে.সি দে সাহেব মান্না দের চাচা সম্ভবতঃ শিওর না তবে রিলেটিভ নিশ্চিত। :)

@ সাধারণমানুষঃ আপনি কি এটা খুজছিলেন?

Click This Link

২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:৪৫

ডিস্কো ঘোড়া বলেছেন: আমরা একই সময়ে কমেন্ট করলাম ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:৪৩ :)

১১| ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:৪৬

রণক্লান্ত বলেছেন: আমি আপনাকে জিজ্ঞেস করতে করতে নিজেই নেটে জবাব পেয়ে কমেন্ট দিয়ে ফেলেছি। :)

কে.সি দে সম্বন্ধে উইকিপিডিয়ার লিঙ্ক সবার জন্য শেয়ার করলাম :)

২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:৪৮

ডিস্কো ঘোড়া বলেছেন: :)

১২| ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:৫৫

আজিব পোলা বলেছেন: গুড জব

২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:৫৬

ডিস্কো ঘোড়া বলেছেন: :)

১৩| ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১১:৫৯

হমপগ্র বলেছেন: মারাত্মক সুন্দর একটি গান!

২৭ শে আগস্ট, ২০১০ রাত ১২:০৪

ডিস্কো ঘোড়া বলেছেন: ধন্যবাদ :)

১৪| ২৭ শে আগস্ট, ২০১০ রাত ১২:০৩

হমপগ্র বলেছেন: গানটা কার লেখা? বলতে পারেন?

২৭ শে আগস্ট, ২০১০ রাত ১২:০৫

ডিস্কো ঘোড়া বলেছেন: আমি যতদুর জানি কথা মোহিনী চৌধুরি আর সুর কৃষ্ণ চন্দ্র দে।

১৫| ২৭ শে আগস্ট, ২০১০ রাত ১২:০৭

স্তব্ধতা' বলেছেন: অসাধারন ++++

২৭ শে আগস্ট, ২০১০ রাত ১২:০৮

ডিস্কো ঘোড়া বলেছেন: গানটা অসাধারন।

১৬| ২৭ শে আগস্ট, ২০১০ রাত ১২:২৩

শায়মা বলেছেন: অনেক প্রিয় গান ঘোড়া ভাইয়া।:)

২৭ শে আগস্ট, ২০১০ রাত ৮:৩০

ডিস্কো ঘোড়া বলেছেন: :)

১৭| ২৭ শে আগস্ট, ২০১০ রাত ১২:৩০

সাধারণমানুষ বলেছেন: নেট খুব ডিস্টার্ব করতেছে এখন কালকে সকালে ডাউনলোড করে চেক করবো@রণক্লান্ত

১৮| ২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:২১

কথক পলাশ বলেছেন: "তাঁরা কি ফিরিবে আর
তাঁরা কি ফিরিবে আর সুপ্রভাতে"

উপ্রের লাইন দুইটা একটু এডিট মাইরা দেন ডিস্কু বাই।

"তাঁরা কি ফিরবে না আর?
তাঁরা কি ফিরবে এই সুপ্রভাতে-"

অনেক প্রিয় গান আমার। তাই নাক গলাইলাম।

২৭ শে আগস্ট, ২০১০ রাত ৮:৩১

ডিস্কো ঘোড়া বলেছেন: ভালোকাজে খালি নাক না, কিবোর্ড এমনকি পিসি সুদ্দা গলায়া ফালানি জায়েজ আছে :)

১৯| ২৭ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৭

ফারা তন্বী বলেছেন: আমার কথাডা চামে আমারেই ফেরৎ দিলেন মামা?

২৭ শে আগস্ট, ২০১০ রাত ৮:৩৭

ডিস্কো ঘোড়া বলেছেন: আমাকে কিছু বলছেন?

২০| ২৭ শে আগস্ট, ২০১০ রাত ৯:০৪

আরিয়ানা বলেছেন: মাথা ঠিক আছে ভাইগ্না :(?

২৭ শে আগস্ট, ২০১০ রাত ৯:২৪

ডিস্কো ঘোড়া বলেছেন: কি হৈল! (লাষ্ট পোষ্ট মডু উড়াইছে)

২১| ২৭ শে আগস্ট, ২০১০ রাত ৯:২৯

সাধারণমানুষ বলেছেন: আগের পোষ্ট গেলো কই ?????

২৭ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩৭

ডিস্কো ঘোড়া বলেছেন: (লাষ্ট পোষ্ট মডু উড়াইছে) ধারা ২ক

২২| ২৭ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩৭

সাধারণমানুষ বলেছেন: সরি
আগের না নয়া পোষ্ট খাইলো কেডায় ????

২৭ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪৫

ডিস্কো ঘোড়া বলেছেন: লেখক বলেছেন: (লাষ্ট পোষ্ট মডু উড়াইছে) ধারা ২ক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.