![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু চাইনা,
সকালের নাস্তা
দুপুরের খাবার, কিছুইনা,
শুধু তোমাকে এক নজর।
কিছুই চাইনা,
কফিতে চিনি
বাসে সিট
বসের হাসি মাখা মুখ, কিছুইনা,
শুধু তোমার চোখেতে এক নজর।
কিছুই চাইনা,
ঝলমলে রোধ
বিকেল গোধুলী রং
মাতাল হাওয়া, কিছুইনা,
শুধু তোমার তোমাতে ঠাঁই।
কিছুই চাইনা,
ফুল প্রজাপতি
মিষ্টি সুবাস
নদি কাশবন,কিছুইনা,
শুধু তোমাতে হারাতে চাই।
( এমন এলোমেলো কিছু যেন ভাবছিলাম সারাদিন, এখানে অনেক কবি ভাইয়ারা/আপুরা আছেন, একটু সাজিয়ে দিবেন আমার ভাবনা গুলোকে?দিলে কৃতজ্ঞ থাকবো,দিবেন প্লিজ ? )
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫১
দিয়া আলম বলেছেন: কেনরে আপু, খারাপ কেন?
হয়নি কিছু,তাইনা?
২| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শুধু 'তোমার' জন্য এত কিছু না চাওয়ার কাব্য! সুন্দর হয়েছে।
ধন্যবাদ দিয়া আলম।
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫২
দিয়া আলম বলেছেন: ভাইয়া তুমি আমার ব্লগে!!!!!!!!!!!
অনেক খুশি হয়েছি,
অনেক অনেক ভালো থেকো
ধন্যবাদ
৩| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৭
অগ্নি কল্লোল বলেছেন: খারপ না। ভালোই লেগেছে। লিখতে থাকুন দেখবেন সুন্দর একটা কবিতা লিখে ফেলেছেন। নিজেরও বিশ্বাস হবে না যে আপনি এতো ভাল কবিতা লিখেন। যত খারাপ হোক লেখা বন্ধ করবেন না।
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৯
দিয়া আলম বলেছেন: কল্লোল ভাইয়া সত্যি বলতেছো আমি পারবো?
তবে হোন না হোক হু কেয়ার, এমন কিছু ভাবছিলাম আজকে বাসে অফিসে সকালে নাস্তার টেবিলে।তাই একটু ভাব নিয়া কবি হতে চেয়েছি,বুঝছো ভাইয়া
অনেক অনেক ভালো থেকো তুমি
৪| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ভাব নিতে হবে না শুধু লিখতে হবে বার বার, আর পড়তে হবে বেশি বেশি বড় বড় কবিদের কবিতা। আশীষ রইলো যাতে নাম করা কবি হয়ে দেশের মুখ উজ্জল করতে পারো।।
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৭
দিয়া আলম বলেছেন: হিহিহিহিহিহিহিহ
তোমার আশীষ মাথা পেতে নিলুম দাদা
ভালো থেকো অনেক অনেক
৫| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১০
অন্তঃপুরবাসিনী বলেছেন: হয়েছে হয়েছে। খুব ভালো হয়েছে।
কিন্তু এত কারো প্রেমে হাবুডুবু খাওয়ার কথামালা
তাই বলেছি কেস খারাপ।
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৩
দিয়া আলম বলেছেন: হিহিহিহিহিহিহিহি
৬| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪০
বিজন রয় বলেছেন: কিছুই চাইনা,
ফুল প্রজাপতি
মিষ্টি সুবাস
নদি কাশবন,কিছুইনা,
নদী হবে।
কিশোর প্রেমের কবিতা। সাজানোর কিছু নেই। বাঁধভাঙা আবেগ ঝরে পড়ছে।
+++
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৪
দিয়া আলম বলেছেন: প্রেম যত কম বয়সের হয় ততই সুন্দর, সব কিছু পেঁকে গেলে স্বাদ হয় কিন্তু প্রেম কাঁচায় ভালো বুঝেছেন রয় ভাইয়া? হিহিহিহি
আমার এখানে মন্তব্য আর পরামর্শের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ
৭| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৮
শায়মা বলেছেন: ১. ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৮
০
অন্তঃপুরবাসিনী বলেছেন: হে হে হে!! তোমার কেস খারাপ আপু
শুধু খারাপ না!
কেস ডাবল খারাপ!
তবে কেস খারাপ হলে কবিতা ভালো লেখা যায়!
১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৫:১৮
দিয়া আলম বলেছেন: শায়মাপু তুমিও বল্লা? কোন খারাপ হবেনা, আমি দস্যি মেয়ে, যা চাই তা না পেয়ে ছাড়িনা।
মন্তব্যের জন্য তোমাকে অশেষ ধন্যবাদ।আর তোমার জবাব দেখেছি,এখন বুঝেছি এবং মনে পড়েছে সব, তোমার ব্লগেই বলবো।
ভালো থেকো আপু,
৮| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মা বলেছেন:
অন্তঃপুরবাসিনী বলেছেন: হে হে হে!! তোমার কেস খারাপ আপু
১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৫:২১
দিয়া আলম বলেছেন: কচু খারাপ হবে তুমি ভাইয়া তাল দাও, নাহ? দেখে নিয়ে রাজ্য রাজা সমেত একদিন হাজির হবো ব্লগে হিহিহিহি
ধন্যবাদ তোমাকে মন্তব্যের জন্য
৯| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই দিনু লিন্ক
আই করো ব্লিন্ক
ব্লগার দিয়া আলমের ''কিছুইনা......'' পোষ্টের দীর্ঘশ্বাস /
১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৫:২২
দিয়া আলম বলেছেন: ওহমাইগড !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! দাড়াও যাচ্ছি আবার জবাব দিতে... ওয়েট এন্ড সী ব্রো
১০| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪১
ইমরাজ কবির মুন বলেছেন:
চোখে নজর দেয়ার উপায় নাই, আমি গিফটেড
১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৫:২৩
দিয়া আলম বলেছেন: চোখের নজরে পড়ার জন্যই তোমার চোখ তুলে নিয়ে আসছি আমি বাসায় হিহিহিহিহিহ
১১| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিছুই না। তাই তো অনেক কিছু। ঐ এক্টা কথা আছে না ডুইং নাথিং এন বি স্টিল আর ডিফারেন্ট। সেরকম ব্যাপার।
কবিতা খুব সুন্দর হয়েছে।
১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৫:২৫
দিয়া আলম বলেছেন: হিহিহিহিহিহি থ্যংকিউ রাজপুত্র
ভালো থেকো
১২| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩০
সুমন কর বলেছেন: মজার
১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৫:২৫
দিয়া আলম বলেছেন: ধন্যবাদ কর
অনেক অনেক ভালো থেকো
১৩| ১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৩৩
নুর আমিন লেবু বলেছেন: ওমাহ এত সুন্দর কবিতা!
*কিছুই চাই না"
ভাল লাগল পড়ে,
আপু, আপনার ভাবনা গুলো সাংঘাতিক চমৎকার।
১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৪৮
দিয়া আলম বলেছেন: সত্যি বলছেন লেব? মিথ্যা বলে চিপে তিতে করে ফেলবো কিন্তু হিহিহিহিহ
মন্তব্যের জন্য ধন্যবাদ লেবু ভাইয়া
অনেক অনেক ভালো থেকো
১৪| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন লিখেছেন!
আর কি করি আজ ভেবে না পাই ভাইয়ের দারুন ছন্দের লড়াইয়েও আছেন দেখছি দারুন ফাইটিং স্পিরিটে
চলুক..
১৮ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৪৪
দিয়া আলম বলেছেন: হিহিহিহি চলবে, এ লড়াই চলবে,দেখেছি তোমার কবিতা, যাচ্ছি সেখানে দাঁত ছাড়া জবাব দিতে
ভালো থেকো
১৫| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২২
রুদ্র জাহেদ বলেছেন: ওহহো কী সুন্দর কবিতা লিখে ফেলছেন, দেখছেন আপুনি?
১৮ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৪৫
দিয়া আলম বলেছেন: ওহ তাই নাকি? আমিতো যা যা মনে আসছিলো সেটাই তুলে ধরলাম, কবিতা হলো কিভাবে ?
ধন্যবাদ রুদ্র
ভালো থাকবেন
১৬| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অনেক অনেক সুন্দর হয়েছে! সাজিয়ে দেওয়ার কিছুই নেই। তবে,
শুধু তোমার তোমাতে ঠাঁই।
এই লাইনে 'তোমার, শব্দটি অপ্রয়োজনীয়।
তোমার তোমাতে বলতে আপনি সম্ভবত সেই ব্যাক্তির একান্ত নিজস্ব যে সত্তা সেটিকে বুঝিয়েছেন যেখানে আপনি ঠাঁই পেতে চান।
এখানে তোমার কেটে দিলে দাঁড়ায়,
'শুধু তোমাতে ঠাঁই।
যেটা একই অর্থ বহন করে। কারণ শুধু তোমাতে মানে শুধুই তোমার মাঝে।
আমি নিজেও এখনো শিখছি। তাই আমারও কিন্তু প্রচুর ভুল হয়।
আর হ্যাঁ, আমি কিন্তু কবি নই। কবিতা লেখা যতটা সহজ কবি হওয়া ততটা নয়। শুভকামনা।
১৮ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৪৬
দিয়া আলম বলেছেন: হুম আমি জানিতো ভাইয়া অনেক ভুল আছে, এই জন্যইতো তোমাদের ডেকেছি ঠিক করে দিতে
অনেক অনেক ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য
১৭| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫১
নাজমুস সাকিব রহমান বলেছেন: ভালোই। না চাওয়ার তালিকা আরও বড়ো হোক।
শুভেচ্ছা রইল।
১৮ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৪৮
দিয়া আলম বলেছেন: চাওয়া শুধু একটাই,আর সব বাদ, তাই না চাওয়ার তালিকা আরো বাড়বে
ধন্যবাদ মন্তব্যের জন্য
ভালো থাকবেন
১৮| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১১
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার - সো কিউট
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২১
দিয়া আলম বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভালো থেকো
১৯| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৯
অন্তঃপুরবাসিনী বলেছেন: আপু সত্যিই একজনকে ভালো লাগে। তা মুখ ফুটে বলা হবে না কোনোদিন। কমেন্ট ডিলেট এ মনে কষ্ট নিও না। আমার নিকটা পরিবারের একজন জানে তাই বাধ্য হলাম।
আমার সামুকে ভালোবাসার চিঠি কেমন হয়েছে তাই বলো।
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৮
দিয়া আলম বলেছেন: তুমিতো জানো আমি এখানে কার মাধ্যমে আসছি, শুনেছি সেও নাকি রেগুলার ব্লগিং করে, নিশ্চই সে আমার সব কিছু দেখছে, আমার ছোট বোনটাও জানে সে আমার পোস্ট গুলো পরে আম্মুকে বলেছে।আম্মু এখন আমাকে বেহায়া বলে ডাকে, নিজের নামে ব্লগিং করা ঠিক নয়, তুমি মুছে ফেলেছো আমি মাইন্ড করিনি আপু,
তোমার লেখা অনেক সুন্দর হয়েছে, আমাকে একটা চিঠি লিখবা আপু?
২০| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৯
অন্তঃপুরবাসিনী বলেছেন: ok লিখব।
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৭
দিয়া আলম বলেছেন: থ্যাংকু
২১| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৬
অন্তঃপুরবাসিনী বলেছেন: এখন তোমার কথা বলো
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০২
দিয়া আলম বলেছেন: কি জানতে চাও বলো আপু,সব কিছু এখানে বলতে পারবোনা জানোইতো, তোমার ইমেইল থাকলে দিও, মেইল দেবো। আমার ফ্যামিলি সহ সবার সাথে এফবি আছে সেটা এখানে শেয়ার করতে চাইনা, হয়তো আরেকটা বানাতে হবে, সবার সাথে যোগাযোগ করতে,
২২| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৯
অন্তঃপুরবাসিনী বলেছেন: কাল কথা হবে।
২১ শে মার্চ, ২০১৬ ভোর ৪:৫৭
দিয়া আলম বলেছেন: আপু তুমি কোথায়,?
ছুটির দিন আরো বেশি বিজি থাকতে হয়, ছুটির দিনটাই এখন বেশি কাজের দিন হয়ে বসে আছে, বাসা গোছানো জামা কাপড় দাওয়াত মেহমান ,উফ।
তুমি কেমন আছো? আসবানা ব্লগে?
২৩| ২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার লিখেছেন।
২১ শে মার্চ, ২০১৬ ভোর ৪:৫৮
দিয়া আলম বলেছেন: ভাইয়া কেমন আছো তুমি? আমাকে ভুলেই গেলে মনে হচ্ছে? ঐ আপুটাও আসেনা
মন্তব্যের জন্য ধন্যবাদ
২৪| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২৯
অন্তঃপুরবাসিনী বলেছেন: আপু কাল তোমায় আমি খুঁজেছি। জানো আমি কিছুটা মুখচোরা টাইপের। ব্লগে এসেই কিভাবে যে তোমার সাথে দোস্তি হয়ে গেল টেরই পেলাম না। এর সম্পূর্ণ কৃতিত্ব তোমাকে দেব। তুমি খুব খুব মিশুক, সহজেই কাউকে আপন করে নিতে পারো। হুম ঠিক বলেছ সব কথা সবখানে না বলাই ভালো। মেইল ই দিও।
আড্রেস আমার ব্লগ থেকে নিও
তুমি বিজি থাকো বুঝতে পারি। এই টাইম টা ব্লগে দাও তাই না?
২১ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৫৫
দিয়া আলম বলেছেন: নাহ আপু,আমি পারিনা সহজে কাউকে আপন করে নিতে, পারলে কি আর ঐ বজ্জাতের পিছে পিছে হাটি কেন খুজেছিলে আপু?
হুম আপু আমি কাজ করিতো, শুধু একদিন ফ্রি, সেদিন অনেক কাজ থাকে বাসায়, গেষ্ট থাকে, আবার পার্টি থাকে ।
তুমি কেমন আছো? তুমি কি করো? পড়ালেখা? নাকি কারো ঘরনী?
২৫| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০২
আহমেদ জী এস বলেছেন: দিয়া আলম ,
একদম সাজানো গোছানো আছে , নিখুৎ ঢঙে । মনের ময়ুরকন্ঠী রঙের সুগন্ধি মাখা মসলিন শাড়ীটির মতো পাট-পাট সাজানো....
২২ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৩৯
দিয়া আলম বলেছেন: যদিও আমি জানি কিছুই হয়নি তবুও তুমি বললে বলে মেনে নিলাম।
অসম্ভব ভালো থেকো
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ
২৬| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৯
উদাসী স্বপ্ন বলেছেন: কবিতা তো পুরাই রোমান্টিক!
মসলিন সুতী কাপড়ের মতোই অসাম হইছে কবিতা!
২২ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৪১
দিয়া আলম বলেছেন: তোমাকে দেখলেই আমার ভয় লাগে ভাইয়া, মনে হয় সামনে গেলেই বকা দিবা
তবুও তোমার মন্তব্য পেয়ে আমি দারুন খুশি
ভালো থেকো
২৭| ২২ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৪৫
সাগর মাঝি বলেছেন: চরম......!!!!!!!!
২২ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৪৭
দিয়া আলম বলেছেন: সত্যি?
ধন্যবাদ মাঝি
২৮| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১৬
সাগর মাঝি বলেছেন: আপনাকে স্বগতম!!!!
আরো বেশি বেশি লিখুন।
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২৩
দিয়া আলম বলেছেন: আবারো ধন্যবাদ মাঝি
২৯| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৩১
সাগর মাঝি বলেছেন: আবারো স্বাগতম।
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৩
দিয়া আলম বলেছেন:
৩০| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১১
তার আর পর নেই… বলেছেন: ভালো হইছে।
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৪
দিয়া আলম বলেছেন: ধন্যবাদ
৩১| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৯
ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত কবিতা! আর কিছু যোগ বিয়োগের দরকার নেই!
এমনিতেই ভাল লাগছে! শুভকামনা রইল!
৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩০
দিয়া আলম বলেছেন: সত্যিতো?
ভালো থাকবেন
আপনার জন্য শুভ কামনা রইলো
৩২| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৭
ভ্রমরের ডানা বলেছেন: হুম সত্যি, আমার কাছে তাই মনে হল!
০৪ ঠা এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৪
দিয়া আলম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডানা
ভালো থাকবেন
৩৩| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৩
ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক সুন্দর, চমৎকার লাগল।
১৬ ই মে, ২০১৬ ভোর ৫:১৫
দিয়া আলম বলেছেন: হাই ফারিহা কেমন আছো সুন্দরী আপু?
ধন্যবাদ মন্তব্যের জন্য
৩৪| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৭
টাইম টিউনার বলেছেন: বাসে সিট
বসের হাসি মাখা মুখ, কিছুইনা,-------
আপনি অনেক ভালো লিখেন তো। ++++++++
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৬
দিয়া আলম বলেছেন: ঐ মিথ্যা বলো কেনো? আমার লেখা পড়ে আমার হাসি পাচ্ছে , আবেগে পড়ে কি যা তা লিখে ফেলেছি
তবুও উৎসাহের জন্য ধন্যবাদ
ভালো থেকো ভাইয়া
৩৫| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৫
খায়রুল আহসান বলেছেন: এলোমেলো ভাবনাগুলো ঠিকই আছে। এরকম এলোমেলো না হলে কবিতা হতোনা। তাই কারো দ্বারা 'সাজিয়ে নেয়ার' প্রয়োজন নেই। তবে, কবিতায় কিছু টাইপো আছে, সম্পাদনা করে নেবেনঃ
ঝলমলে রোধ<ঝলমলে রোদ, নদি<নদী
১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২০
দিয়া আলম বলেছেন: ভাইয়া তুমি জানোনা আমি যে কি পরিমান বানানে ভুল করি তোমাকে দেখে অনেক ভালো লেগেছে ভাইয়া, ধন্যবাদ বানান ভুল ঠিক করে দিয়েছো,
অনেক অনেক অনেক ভালো থেলো ভাইয়া
৩৬| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫০
খায়রুল আহসান বলেছেন: আমাকে একটা চিঠি লিখবা আপু? - ১৯ নং প্রতিমন্তব্যের সাথে সরাসরি সম্পৃক্ত নয়, তবু 'চিঠি' নিয়ে আমার আজকের কবিতাটা একবার পড়ে দেখতে পারেনঃ
চিঠি
১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২৩
দিয়া আলম বলেছেন: এখনি যাচ্ছি তোমার পোস্ট পড়তে ভাইয়া,
থ্যাংক্যু ভাইয়া
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৮
অন্তঃপুরবাসিনী বলেছেন: হে হে হে!! তোমার কেস খারাপ আপু
