![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন থেকে সড়কে চলতে হলে টোল দিতে হবে। সড়ক ও জনপথ বিভাগের অধীনে সারা দেশের জাতীয়, আঞ্চলিক, জেলা ও গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক ব্যবহারের জন্য টোল আদায়ের নিয়ম করেছে সরকার। এই টোলের পরিমাণ সর্বোচ্চ এক হাজার টাকা। সর্বনিম্ন পাঁচ টাকা। বড় বাস-ট্রাকের পাশাপাশি সাইকেল ব্যবহারের জন্যও টোল দিতে হবে। টোল থেকে পাওয়া টাকা জমা হবে সড়ক উন্নয়ন তহবিলে।
এসব নিয়ম-কানুন করে টোল নীতিমালা ২০১৪-এর খসড়া চূড়ান্ত করেছে সরকার। শিগগিরই এ নিয়ম কার্যকর হবে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব কথা জানান।
সরকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রসঙ্গে মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘এটা হচ্ছে সার্ভিস। সার্ভিসের জন্য টোল দিতেই হবে।’
মন্ত্রিপরিষদসচিব জানান, ২০০-৫০০-৭০০-১০০০ মিটার সেতুর জন্য আলাদা করে টোল নির্ধারণ করা হবে। ১৩ ধরনের যানবাহনের জন্য টোল দিতে হবে। গুরুত্বপূর্ণ যানবাহনের জন্য যদি ৪০০ টাকা টোল হয়, তবে ভারী ট্রাকের জন্য তা ২০০ শতাংশ বেশি অর্থাত্ ৮০০ টাকা হবে। এ ছাড়া ট্রেলারের জন্য ২৫০, বড় বাসের জন্য ৯০, মিনি ট্রাকের জন্য ৭০, কৃষিকাজে ব্যবহূত যানবাহনের জন্য ৬০ ও মাইক্রোবাসের জন্য ৪০ শতাংশ টোল দিতে হবে। আঞ্চলিক মহাসড়কের ক্ষেত্রে টোলের পরিমাণ কমে অর্ধেকে নামবে।
মন্ত্রিপরিষদসচিব জানান, তিন বছর পর পর টোল সংশোধন করা হবে। ও/এম (অপারেশন ম্যানেজমেন্ট), ইজারা ও বিভাগীয়ভাবে এই টোল আদায় করা হবে।
সুত্রঃ
প্রথম আলো
আপডেট: ১৪:০২, মার্চ ২৪, ২০১৪
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৬
মরদেহ বলেছেন: ওঁম শান্তি...!!!
২| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩০
সাইবার অভিযত্রী বলেছেন: জয় বাংলা !
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫২
মরদেহ বলেছেন: জয় বাংলা !
৩| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৬
বৃষ্টিধারা বলেছেন:
আমি সারা দিন বাসা তেই থাকি । বাঁচা গেলো ।
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৪
মরদেহ বলেছেন: হুম্ম...! বাসায় থাকার উপরেও ট্যাক্স বসাইতে হবে।
৪| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১৮
আদম_ বলেছেন: গরীবের হোগা মারা গেল আরকি। যে বালের সার্ভিস তার আবার টোল।
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৬
মরদেহ বলেছেন: ওঁম শান্তি...!!!
৫| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৬
স্বপ্ন বাংলা বলেছেন: শেখের বেটি মরবে কবে? আমি বাতাসা বিলামু । আমি আওয়ামিলীগ করি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে এই বেটি ইদানিং বেশি বাইড়া গেছে। ওনার কথা শুনলেই রাগে আমার মাথা নষ্ট হইয়া যায় ।সবকিছুর একটা মাত্রা আছে।জীবনটা তেনাতেনা কইরা দিল। ভোট দেওয়ার সুযোগটা আসলেই বুঝামু মজা ।
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৬
মরদেহ বলেছেন: ওঁম শান্তি...!!!
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৯
সোনালী সিড়ি বলেছেন: f**k, the hell,
নিজেরা পকেটে ভরার ধানদা। সব তো শেষ তাই