নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা মায়ের ছেলে

বাংলা মায়ের ছেলে › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সাবমেরিন কেনার ঘোষণায় উদ্বিগ্ন ভারত

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১





চীনের কাছ থেকে বাংলাদেশ দুইটি সাবমেরিন কেনার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। একই সঙ্গে তারা ভারতীয় সমুদ্রসীমার ভেতরে চীনা সাবমেরিন ঢুকে পড়ারও আশঙ্কা করছে।



সোমবার ভারতের টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।



ভারতের এক সিনিয়র নৌ কর্মকর্তা বলেন, “বাংলাদেশের সাবমেরিন কেনার কী প্রয়োজন? বাংলাদেশের সরকার এই সিদ্ধান্ত এবং সেখানে চলমান দ্বন্দ্বই আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ। আমরা সন্দেহ করছি বঙ্গোপসাগর অঞ্চলে চীনা সাবমেরিন আমাদের সমুদ্রসীমায় ঢুকে পড়তে পারে। যদিও এখনো কোনো চীনা সাবমেরিন শনাক্ত করা যায়নি। এ কারণে এই অঞ্চলে আমাদের আরো নৌ-শক্তি বাড়ানো প্রয়োজন।”



এই মুহূর্তে পর্যাপ্ত অবকাঠামোর অভাবে পশ্চিমবঙ্গঘেঁষা বঙ্গোপসাগর অঞ্চলে ভারত কোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত না বলেও জানান তিনি।



এজন্য ভারতের নৌবাহিনী বঙ্গোপসাগর অঞ্চলে শক্তি বাড়াতে বেশ কয়েকটি প্রস্তাব করেছে। সাগর দ্বীপ সংলগ্ন দেশটির অর্জিত ভূমি সমূহে একদিকে একটি ক্ষেপণাস্ত্র ব্যাটারি নির্মাণ শেষ পর্যায়ে রয়েছে।



দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সে অঞ্চলে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য আংশিক খরচ দিতে সম্মত হয়েছে বলেও জানানো হয়। এই বন্দরে একদিকে যেমন ভারতের নৌবাহিনীর জাহাজগুলো নোঙর করা থাকবে তেমনি বঙ্গোপসাগরে টহলের জন্য সেখান থেকে প্রয়োজনীয় রসদও সংগ্রহ করতে পারবে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: বাংলাদেশের সমুদ্র সম্পদ রক্ষায় সাবমেরিন দরকার।

সমুদ্রের উপরিতলে শুধু লুন্ঠন হয় না, তলদেশেও অনেক দেশ লুন্ঠন করে। বর্জ্য ফেলে যায়। এতে ভারতের উদ্বিগ্ন হওয়ায় তাদের চৌর্য্য বৃত্তি ধরা পড়ে।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

সবখানে সবাই আছে বলেছেন: এরপরও আওয়ামী লীগ ভারতের দালাল।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯

শ্রাবণধারা বলেছেন: বাংলাদেশ সাবমেরিন কিনলে ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনই কারণ নেই, কারণ মোটামুটি নিশ্চিত সেই সাবমেরিন চলবে না।

এগুলো কেনা হয় শুধুমাত্র একটাই কারণে, তা হলো একবারে হাজার কোটি টাকা চুরি........।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১২

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: "ভারতের এক সিনিয়র নৌ কর্মকর্তা বলেন, “বাংলাদেশের সাবমেরিন কেনার কী প্রয়োজন?"
আমরা কি কিনবো না কিনবো তাতে ওদের কি?

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ শ্রাবণধারা বলেছেন: বাংলাদেশ সাবমেরিন কিনলে ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনই কারণ নেই, কারণ মোটামুটি নিশ্চিত সেই সাবমেরিন চলবে না।

এগুলো কেনা হয় শুধুমাত্র একটাই কারণে, তা হলো একবারে হাজার কোটি টাকা চুরি........।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

ছাসা ডোনার বলেছেন: কেন এখন আপনাদের টনক নড়ছে? আমাদের দেশ আমাদের টাকা ,আমরা যা ইচছে তাই কিনবো। আপনাদের কি আসে যায়?

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

ফাহাদরক্স বলেছেন: ভারত কইব আয় হায়, দুধ কলা খাওয়াইয়া এ ত মনে হয়
সাপ পালছি। আমিলিগের ভারতের তাঁবেদারি ছাইড়া দিলে ভোট বাড়ব, কমব না।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

তামিম ইবনে আমান বলেছেন: সব সরকারই এটা কিনে সেটা কিনে। বাস কিনে প্লেন কিনে । দেশের উন্নতির জন্য কিনে না। টাকা খাওয়ার জন্য কিনে /:)

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

সাদা আকাশ বলেছেন: ভারতের এক সিনিয়র নৌ কর্মকর্তা বলেন, “বাংলাদেশের সাবমেরিন কেনার কী প্রয়োজন?

আমাদের টাকা দিয়ে আমরা যা ইচ্ছে কিনতে পারি, তাতে তাদের সমস্যা হবে কেন? আমরা তো তাদের অগ্রগতি দেখে আমাদের কথা বলছি না। জিনিষটা একটু বেশিই বলে মনে হলো....

এই মুহূর্তে পর্যাপ্ত অবকাঠামোর অভাবে পশ্চিমবঙ্গঘেঁষা বঙ্গোপসাগর অঞ্চলে ভারত কোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত না বলেও জানান তিনি।

তাদের প্রস্তুতি নেই বলে আমারা এগুতে পারবো না এমন কি কোন চুক্তি সাক্ষরিত হয়েছে নাকি??

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

আমাবর্ষার চাঁদ বলেছেন: সাবমেরিন এখন সময়ের দাবি..............

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

শাহরিয়ার খান রোজেন বলেছেন: শুধু সাবমেরিন কেন? প্রয়োজনে সৌদি আরবের মতো পাকিস্তান থেকে ইউরেনিয়াম বোমাও কেনা প্রয়োজন। কিছু মধ্যমপাল্লার ক্ষেপনাস্ত্রও দেশের জন্য অনেক প্রয়োজন।

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

ঢাকাবাসী বলেছেন: দুর্নীতিতে আমরা দুনিয়াতে এক্ষনে ১৬ নম্বর! মানে এই না আমরা কম দুর্নীতিবাজ। এখন শোনেন, মোটামুটি শসাতেক মিলিয়ন ডলারে একখান সাবমেরীন কেনা যায় যা আমরা নির্ঘাৎ কিনব চৌদ্দশ মিলিয়ন ডলারে মানে ১.৪ বিলিয়নে। তাহলে অংক শাস্ত্র মোতাবেক সাতশ মিলিয়নের একটা দাঁও হয় কিনা!

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

গান পাগলা বলেছেন: "ভারতের এক সিনিয়র নৌ কর্মকর্তা বলেন, “বাংলাদেশের সাবমেরিন কেনার কী প্রয়োজন?"
আমরা কি কিনবো না কিনবো তাতে তোর বাপের কি?
ওরে নাবালক শিশু দিয়া থাবরান উচিৎ।

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

রায়হান চৌঃ বলেছেন:
আমাদের সাবমেরিন এ দাদা দের পুটু ঝলে কেন...?

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

কালীদাস বলেছেন:
ভারতের এক সিনিয়র নৌ কর্মকর্তা বলেন, “বাংলাদেশের সাবমেরিন কেনার কী প্রয়োজন?

ওর মত খানকির পোলাগর ** মারার জন্য বাংলাদেশের সাবমেরিন দরকার। মাদা*** ইন্ডিয়ান *র!

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪০

নিশি মানব বলেছেন: ভারতের এক সিনিয়র নৌ কর্মকর্তা বলেন।
“বাংলাদেশের সাবমেরিন কেনার কী প্রয়োজন? ''

:-B :-B :-B :-B :-B :-B

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৯

খেয়া ঘাট বলেছেন: এগুলো কেনা হয় শুধুমাত্র একটাই কারণে, তা হলো একবারে হাজার কোটি টাকা চুরি........।

১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৯

খেয়া ঘাট বলেছেন: তামিম ইবনে আমান বলেছেন: সব সরকারই এটা কিনে সেটা কিনে। বাস কিনে প্লেন কিনে । দেশের উন্নতির জন্য কিনে না। টাকা খাওয়ার জন্য কিনে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.