![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক শখ হইছে একটা মডেম কিনুম কিন্তু কিউবি না বাংলালায়ন বুঝতে পারছি না। তাই কিউবি ও বাংলালায়ন ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষন করছি। দয়া করে আপনাদের অভিজ্ঞতা একটু শেয়ার করবেন।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৯
বাংলা মায়ের ছেলে বলেছেন: ধন্যবাদ।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৬
সুমন কর বলেছেন: বাংলালায়ন কিনেন না।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮
বাংলা মায়ের ছেলে বলেছেন: ধন্যবাদ।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১০
মহামহোপাধ্যায় বলেছেন: অন্য সব বিষয়ে খোঁজ নেবার সাথে সাথে এই ব্যাপারেও নিশ্চিত হন, আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় এদের সার্ভিস কেমন??
আমি বাংলালায়ন ব্যবহার করে সন্তুষ্ট।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫
বাংলা মায়ের ছেলে বলেছেন: এলাকার উপর কি সার্ভিস নির্ভর করে ?
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৬
বাঁধলেই বাঁধন বলেছেন: BL.
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭
বাংলা মায়ের ছেলে বলেছেন: ধন্যবাদ, মন্তব্যের জন্য।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৬
নষ্ট ছেলে বলেছেন: থ্রিজি কভারেজ থাকলে চোখ বন্ধ কইরা নেন। হাওয়াম্যাক্স থাইকা শতগুনে ভাল হইব।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
বাংলা মায়ের ছেলে বলেছেন: ধন্যবাদ, মন্তব্যের জন্য।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭
আখিলিস বলেছেন: আসলে সব ওয়ারলেস ইন্টারনেট টেকনোলজির সার্ভিস কেমন হবে তা নির্ভর করে আপনি যে জায়গাতে সেটি ব্যবহার করবেন তার উপর । আমি গত ৫ বছর ধরে বাসায় বাংলালায়ন ব্যবহার করি - চমৎকার স্পীড এবং সার্ভিস। কারন, বাংলালায়নের টাওয়ার আমার পাশের বিল্ডিং এর ছাদে; আবার এই মডেমই আমার বোনের বাসা ক্যান্টনমেন্টে কাজ করে না । অফিসের কিউবি মডেমে দারুন স্পীড থাকে কিন্তু সেটা আবার আমার বাসার লোকেশনে জঘণ্য অবস্থা ! তাই আপনি যেখানে কানেকশান টি ব্যবহার করবেন সেখানে আগে টেস্ট করে দেখুন। তারপর সিদ্ধান্ত নিন - এখানে অ্যাবসুলিউটলি ভাল কিংবা অ্যাবসুলিউটলি খারাপ বলে কিছু নেই - সওব ডিপেন্ড করবে আপনার লোকেশনের উপর ।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
বাংলা মায়ের ছেলে বলেছেন: ধন্যবাদ, মন্তব্যের জন্য।
৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
পরের তরে বলেছেন: বাংলালায়ন ব্যবহার করতে পারেন। তবে কাষ্টমার কেয়ারে যোগাযোগ করে আগে কনফার্ম হতে হবে আপনার বাসার ঐ জায়গায় নেটওয়ার্ক আছে কি না। কেননা কিউবি বা লায়ন কোনটার নেটওয়ার্ক ই সারা ঢাকায় বা সারা দেশে নেই।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
বাংলা মায়ের ছেলে বলেছেন: ধন্যবাদ, মন্তব্যের জন্য।
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০
জাহিদ ২০১০ বলেছেন: আখিলিস আপনি খাটি কথা কইছেন।
আমার বড় ভাই বেশ কয়েক বছর আগে বাংলালায়নের মডেম কিইন্যা ওর লেপি লাগাই যখন চালায় তখন মডেম খান খাড়া কইরা জানালার গ্রীলে লাগাইয়া লইত। নাইলে মডেম বাবাজীর চাকা ঢাকা থেইক্যা লন্ডন পাড়ি দিত।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৫
বাংলা মায়ের ছেলে বলেছেন: ধন্যবাদ, মন্তব্যের জন্য।
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
ভোরের সূর্য বলেছেন: @আখিলিস ভাই ঠিকই বলেছেন। আসলে আপনার এলাকায় কিউবি বা বাংলালায়ন কোনটার ভাল নেটওয়ার্ক সেটার উপর নির্ভর করে কানেকশন নিন।কারন নেটওয়ার্ক ভাল না থাকলে আপনি আপনার কাঙ্ক্ষিত সেবা পাবেনা না সেটা যতই ভাল ওয়াইম্যাক্স হোক না কেন।
আমি যেমন কিউবি ব্যাবহার করছি ৩বছর হল এবং আমার এখানে ভাল আবার অনেকের কাছে অভিযোগ শুনি ভাল না।
তবে দামের দিক থেকে বিচার করলে সবচেয়ে কম রেট কিউবিতে।আপনার এলাকায় কিউবির নেটওয়ার্ক ভাল থাকলে কিউবি নিয়ে নিন তবে মনে রাখবেন ইন্টারনেটের ক্ষেত্রে সবসময় পোস্টপেইড বা মাসিক প্যাকেজ নিবেন কারন প্রিপেইডে একই টাকা অনেক কম স্পীড এবং ডাটা পাওয়া যায় সেটা যেকোন মোবাইলফোন বা ওয়াইম্যাক্স কোম্পানী হোক না কেন।
কিউবির সব মাসিক প্যাকেজের দাম ভ্যাট সহ।কম্পেয়ার করে দেখুন বাংলালায়ন এর সাথে।দুই ওয়াইম্যাক্সের ওয়েবসাইট ভিসিট করুন।এছারা কিউবিতে একটা সুবিধা দিচ্ছে সেটা হল রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত হাফ ডাটা কাউন্ট করবে মানে আপনি সেই সময়ে ১জিবি ইউজ করলে ৫১২এমবি ধরবে।
লিমিটেড টাইমের জন্য কিউবিতে ২টা প্যাকেজ দিচ্ছে।৭৫০টাকায় ভ্যাটসহ ৭৫০কেবিপিএস স্পীড(১০০কেবি ডাউনলোড স্পীড পাওয়াযায় নেটওয়ার্ক ভাল থাকলে) এবং ৭.৫ জিবি ডাটা
আরেকটা হচ্ছে ১৫০০টাকায়(ভ্যাটসহ) ১৫জিবি ডাটা এবং১.৫এমবিপিএস স্পীড। এটাতে প্রায় ২০০কেবিপিএস ডাউনলোড স্পীড পাওয়া যায়। অন্য যেকোন কোম্পানীর সাথে কম্পেয়ার করলে অনেক অনেক ভাল।
যাইহোক আগে নেটওয়ার্ক দেখে তারপর নিন।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৫
বাংলা মায়ের ছেলে বলেছেন: ধন্যবাদ, মন্তব্যের জন্য।
১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২০
মহামহোপাধ্যায় বলেছেন: এলাকার উপর কি সার্ভিস নির্ভর করে ?
করে বৈকি!!
আপনি উপরে ব্লগার আখিলিস এবং ব্লগার ভোরের সূর্যের মন্তব্য পড়লে বিস্তারিত বুঝতে পারবেন।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৫
বাংলা মায়ের ছেলে বলেছেন: ধন্যবাদ, মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭
টিভি পাগলা বলেছেন: qubee