![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) শয়তানের আনুগত্য, শয়তান কখনো মানুষকে ভালো পথ দেখায় না,
২) মরিচিকার পিছনে দৌড়ানো, শয়তান বিপরীত লিংগকে একে অপরের সামনে আকর্ষনীয় করে তুলে ধরে, যা বাস্তবে এতটা আকর্ষনীয় নয়,
৩) মূল্যবান সময়ের অপচয়,
৪) শয়তান প্রেম-রোমাঞ্চ গুলো এমন ভাবে তুলে ধরে যেখানে বাস্তব জীবনের চাহিদাগুলো লুকায়িত থাকে, যা পরে প্রকাশিত হয়,
৫) প্রেমিক প্রেমিকার চোখে পর্দা টেনে দিয়ে যৌন চাহিদার প্রতি চরম আকর্ষন তৈরি করা শয়তানের আরেকটি বড় প্রতারণা,
৬) বাবা মায়ের অবাধ্যতা,
৭) বিয়ের আগেই প্রেম, রোমাঞ্চ পরিপূর্ণ হলে বিয়ের পর একে অন্যের প্রতি আকর্ষন হারিয়ে ফেলা,
৮) একাধিক মেয়ের সাথে প্রেম করলে বিয়ের পর নিজের স্ত্রী কে পূর্ব প্রেমিকার সাথে তুলনা করা,
৯) প্রেমিক প্রেমিকা একে অন্যকে নিয়ে এত বেশি চিন্তা করা যাতে ঘুম, খাওয়া, পড়াশুনা সবকিছু নির্বাসিত করা,
১০) সর্বপরি আল্লাহর দেয়া বিধানের বিরোধিতা করা।
তাই আসুন, বিয়ের আগ পর্যন্ত প্রেমকে স্থগিত রাখি, এতেই আমাদের ইহকাল ও পরকালে কল্যান আছে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
নিস্পাপ একজন বলেছেন: প্রেম আসল হোক আর নকল বিয়ে না হলে তো দু'জনের জীবনই বরবাদ।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
প্রেম ভালোবাসায় সমস্যা নাই । সমস্যা হলো মন-মানষিকতায়।
আপনি প্রেমে পড়েন নি নাকি অভিমানে এ কথা বলছেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
নিস্পাপ একজন বলেছেন: ভাইরে যারা প্রেম করেছে বা বিয়ে ছাড়াই কোন মেয়ের সাথে ভালোবাসায় জড়িয়েছে তারা জীবনের কোন না কোন স্তরে গিয়ে অবশ্যই পস্তায়।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১
নূসরাত তানজীন লুবনা বলেছেন: খুবই সত্য কথন
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২০
নিস্পাপ একজন বলেছেন: ইস, সবাইকে যদি বুঝানো যেত!
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১২
নূসরাত তানজীন লুবনা বলেছেন: সবাই যদি সব ভালো গুন রপ্ত করে ফেলতো তাহলে ভালোর কদর থাজতো না ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২
নিস্পাপ একজন বলেছেন: তবে কেউ বুঝতে চায় না বিয়ের আগে প্রেম ভালোবাসা খুবই মারাত্নক খারাপ এক ব্যাধি।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩২
জনাব মাহাবুব বলেছেন: আপনার সাথে পুরোপুরি একমত
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩
নিস্পাপ একজন বলেছেন: জাযাকাল্লাহু খাইরান
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪
নিলু বলেছেন: আসল প্রেম হলে কোনও সমস্যা নেই , পরকাল এর ব্যাখ্যা , অনেক বিশদ ব্যাখ্যার প্রয়োজন , ধন্যবাদ