![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) ফজরের ওয়াক্তে উঠে সালাত আদায় করবেন, এতে শরীর ও মন ২টাই ভালো থাকবে, বাংলাদেশ ম্যাচে হারলেও ওতটা মন খারাপ হবে না,
২) মোবাইল অফ রাখবেন, যাতে কোন ছাগল ফোন দিয়ে না বলে, এইটা করলে ওইটা হইত,
৩) বউ, বাচ্চাদের অন্য কোথাও পাঠিয়ে দিন, কারণ আপনার মেজাজ যখন চরম আগুন তখন তারা এতে ঘি ঢেলে দিতে পারে,
৪) ভুলেও ডায়বেটিস রোগীদের নিয়ে খেলা দেখবেন না, তারা কিছুক্ষন পরপর প্রশ্রাব করতে যাবে এতে আপনার কনসেন্ট্রেশন নষ্ট হবে,
৫) সবসময় স্যালাইন প্যাকেট সাথে রাখুন, কারণ ডায়রিয়ার মত উইকেট পড়া শুরু হলে স্যালাইন ই একমাত্র ভরসা,
পরে আরো কিছু টিপস দেব। এখন বিদায়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫
নিস্পাপ একজন বলেছেন: Jazakallah
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৬
ঢাকাবাসী বলেছেন: ভারি মজার টিপস!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৬
নিস্পাপ একজন বলেছেন: হুমম, বাংলার দামড়া ছেলেরা হারলে বুঝবেন কত মজা রে.....
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৮
ইনক্রেডিবল বলেছেন: দূর্বল মনের অধিকারী হলে বাংলাদেশের ব্যাটিং না দেখাই ভালো। হার্ট এ্যাটাকের ভয় থাকে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৮
নিস্পাপ একজন বলেছেন: আউট না হইলে তো অপর দলকে খারাপ বলবেন।'
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৫
শাহরীয়ার সুজন বলেছেন: আয়ারল্যান্ড আজ যে ক্যালমা দেখাইলো,ভয়ে আছি আফগানরা না আবার সেই ক্যালমা দ্যাখায় দেয়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪
নিস্পাপ একজন বলেছেন: বাংলাদেশের অনেক প্লেয়ারের ডায়রিয়া হয়েছে আয়ারল্যান্ড এর খেলা দেখে।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২১
মেহেদী_বিএনসিসি বলেছেন: ওদের পেসারদের সামনে দাড়িয়ে কয়জন যে স্লিপে ক্যাচ দেয়ার জন্য উঠে পড়ে লাগবে.......সেটা আন্দাজ করতে পারছি.......নিজেরে সান্তনা দিতে আগেই ধরে নিয়েছি......বাংলাদেশ এবার বিশ্বকাপে কোন ম্যাচে জয়হীন হয়েই দেশে ফিরবে........
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪
নিস্পাপ একজন বলেছেন: হা ভাই, আমিও এইটাই মনে কইরা নিছি। (প্রচন্ড কান্নাকাটির ইমো)
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
চাঁদগাজী বলেছেন:
খেলা কবে হবে?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৫
নিস্পাপ একজন বলেছেন: খেলা শেষ, আমরা জিতেছি।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৯
রাঘব বোয়াল বলেছেন: ভালো টিপস।