নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর পড়া নয়, এখন শুধুই ঘোরা। কয়েকদিন শুধু ঘুরব আর ঘুরব।দূর পাহাড়ে যাব, চাকমাদের ব্যাং ভাজা খাওয়া দেখব, মগ মেয়ের ঝরণা থেকে কলস ভরে পানি নেওয়া দেখব। সাগরে যাব, ডলফিনের সাথে সাঁতার কাটব, সুটকি ভরতা আর রূপচাঁদা ফ্রাই দিয়ে ভাত খেয়ে রৌদ্রে গা ড্রাই করে নেব। ভরা নদীতে মাঝিদের সাথে নৌকায় শুয়ে কাঁটাব রুপালী রাত্রি।
Anesthesia এনেসথেসিয়া আবিষ্কার চিকিৎসা পদ্ধতির জন্য একটি মাইলফলক। এনেসথেসিয়ার আবিষ্কার না হলে আমাদের চিকিৎসাব্যাবস্থা হত নির্মম এবং কষ্টকর। রোগীরা সার্জিক্যাল অপারেশনে ছুরির নিচে নির্ভয়ে শুতে পারছে এই anesthesia ‘র কল্যাণে।
আমরা যখন anesthesia নিয়ে কথা বলব তখন ক্রাফোর্ড লং, উইলিয়াম মরটন, চার্লস জ্যাকসন এবং হোরাস ওয়েলস এর কথা স্মরণ না করে পারি না। এই মানুষগুলো কিছু ক্ষেত্রে ব্যাথা নিবারণের জন্য ইথার এবং নাইট্রাস অক্সাইড প্রথম ব্যবহার করেন। রসায়নের ছাত্ররা লাফিং গ্যাসে কথা ভালো করেই জানেন। যারা জানেন না তাদের জন্য বলছি, লাফিং গ্যাস হলো নাইট্রাস অক্সাইড। এই গ্যাস মানব শরীরে প্রবেশ করলে সে অনবরত বিনাকারণে হাসতে থাকে তাই এই গ্যাসকে বলা হয় হাসির উদ্রেককারী গ্যাস বা লাফিং গ্যাস।
১৮০০ সালের দিকে এই উপাদানগুলো মূলত ব্যবহার করা হত মজা এবং আনন্দ দেয়ার জন্য। এই ধরণের অনুষ্ঠানগুলোকে বলা হতো “লাফিং পার্টিস”, “ইথার ফ্রোলিক্স” ইত্যাদি। ১৮৪৪ সালে হোরাস ওয়েলস একজন লোককে দেখেছিলেন। যে লাফিং পার্টিতে অংশ নিয়ে পায়ে আঘাত পেয়েছে। তার পা থেকে রক্ত ঝরতে লাগলো। সে জানালো যে সে কোণ ব্যাথা অনুভব করছে না। দূর্ঘটনা থেকে আবিষ্কৃত হলো মহান এক আবিষ্কার। পরবর্তীতে হোরাস নিজের দাঁত তুলে ফেলার সময় এনেসথেটিক কমপাউন্ড ব্যবহার করলেন। তিনি কোন ব্যাথা পেলেন না। তারপর থেকে মেডিক্যাল প্রোসিডিউর এবং সার্জারিতে anesthesia ব্যবহার শুরু হলো। ওয়েলস, মরটন, জ্যাকসন দন্ত চিকিৎসায় এনেসথেসিয়া ব্যবহার করতে শুরু করলেন। অন্যদিকে ক্রাফোর্ড ছোটখাট শল্যচিকিৎসায় এটা ব্যবহার শুরু করলেন। আপনার যদি কখনো এটার প্রয়োজন হয় তখনি আপনি বুঝতে পারবেন অপারেশনে anesthesia গুরুত্ব কতখানি।
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২
দক্ষিনা বাতাস বলেছেন: আপনার কামনা পরিপূর্ণতা পাক সেই কামনাই করছি।
২| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬
মুঘল সম্রাট বলেছেন: জানা ছিলো না।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪
দক্ষিনা বাতাস বলেছেন: আপনাকে জানাতে পেরে আমি আনন্দ বোধ করছি।
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০
মুঘল সম্রাট বলেছেন: মজা বা আনন্দ দেয়ার জন্য নাইট্রাস অক্সাইড গ্যাস কিভাবে ব্যবহার হতো ???
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫
দক্ষিনা বাতাস বলেছেন: এই ব্যাপারে কিছু বলা যাবেনা। বলা তো যায় না কে কখন কোন খান থেকে আবার গ্যাস সংগ্রহ করে ফেলবে।
৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭
এরিস বলেছেন: আপনার লেখা পড়ে কিছু মন্তব্য করার নাই। শুধু এইটুকু বলবো, শেখার জন্যে খুব প্রাণবন্ত একটা স্কুল খুঁজে পেয়েছি এখানে। ক্লাস ফাকি দিবো না, আই প্রমিস।
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭
দক্ষিনা বাতাস বলেছেন: ছাত্র জীবনে আমার বন্ধুদের অনেকেই টিউশনি করত। আমি কখনো পারিনি। আমার কখনো ছাত্র পড়াতে ইচ্ছে করতো না। শুধু মনে হত গাধা গুলোকে উত্তমরূপে পিটানি দেয়া উচিত। আপনার কথা শুনে পুরোনো দিনের কথা মনে পড়ে গেলো। আশা করি তখন না পারলেও এখন ভালো ভাবে পারবো।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫
না পারভীন বলেছেন: আসলেই খুব প্রানবন্ত লেখা । লেখা এমন হলে তবেই না পড়তে ইচ্ছে করে । অনেক ধন্যবাদ ,দক্ষিনা বাতাস ।
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১
দক্ষিনা বাতাস বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ না পারভীন।
আচ্ছা না তে কি? নাজমা পারভীন নাকি নাজনীন পারভীন। নাবিলা পারভীন হতে পারে। নাইমা, নাসিমা, নাফিসা, নাদিয়া..।.।.।.।.।.।.।.।।। নাহ! না দিয়ে আর কোন নাম মনে পড়ছে না।
৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২
শায়মা বলেছেন: মজার!!
এনেসথেসিয়ার এত ইতিহাস জানা ছিলোনা।
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২
দক্ষিনা বাতাস বলেছেন: বিপুলা এই ধরনীর কতটুকুই বা জানি!
৭| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯
না পারভীন বলেছেন: হাহাহা , ভাইয়া না পারভীন মানে নার্গিস পারভিন । আপনি অনেক ভাল লিখেন । যদিও আমি অনিয়মিত পাঠক । আমার ব্লগ বাড়িতে বেড়াতে যাবার দাওয়াত দিয়ে গেলাম
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
দক্ষিনা বাতাস বলেছেন: আমন্ত্রণ গ্রহন করলাম।
৮| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার একটা বিষয় জানলাম। অনুসরনে নিলাম। এখন থেকে পাশেই আছি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
দক্ষিনা বাতাস বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ।
৯| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯
আম্মানসুরা বলেছেন: চমৎকার তথ্য জানলাম। আপনাকে ধন্যবাদ। অনুসরণে নিলাম।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
দক্ষিনা বাতাস বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ।
১০| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৮
নূর আদনান বলেছেন: চমৎকার তথ্য জানানোর জন্য ধন্যবাদ
১১| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
দক্ষিনা বাতাস বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ।
১২| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২
সমুদ্র কন্যা বলেছেন: এ্যানেসথেসিয়া না থাকলে কেমন করে যে এত বড় বড় অপারেশন হতো তাই ভাবি!
খুব সুন্দর লিখেছেন।
শুভেচ্ছা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯
দক্ষিনা বাতাস বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ।
১৩| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫০
মামুন রশিদ বলেছেন: চমৎকার পোস্ট ।
১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চমৎকার পোষ্ট!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০০
দক্ষিনা বাতাস বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০
ইয়ার শরীফ বলেছেন: আপনার যদি কখনো এটার প্রয়োজন হয় তখনি আপনি বুঝতে পারবেন অপারেশনে anesthesia গুরুত্ব কতখানি।***
কামনা করি যেন তার কোন দরকার না হয়।
তথ্য মূলক পোস্ট এর জন্য আপনাকে ধন্যবাদ