নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর পড়া নয়, এখন শুধুই ঘোরা। কয়েকদিন শুধু ঘুরব আর ঘুরব।দূর পাহাড়ে যাব, চাকমাদের ব্যাং ভাজা খাওয়া দেখব, মগ মেয়ের ঝরণা থেকে কলস ভরে পানি নেওয়া দেখব। সাগরে যাব, ডলফিনের সাথে সাঁতার কাটব, সুটকি ভরতা আর রূপচাঁদা ফ্রাই দিয়ে ভাত খেয়ে রৌদ্রে গা ড্রাই করে নেব। ভরা নদীতে মাঝিদের সাথে নৌকায় শুয়ে কাঁটাব রুপালী রাত্রি।
খুব বেশী কিছু লিখব না। খুব বেশী কিছু জানিনা আমি। ফেসবুকের ছবি দেখে পাতার পর পাতা লেখার লোক আমি নই। এতদিন দেখতাম সাদা সাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা, নীল সাংবাদিকতা। এবার দেখলাম কালো সাংবাদিকতা। মতিঝিলের বাতি নেভানোর সাথে সাথেই বাংলাদেশের মিডিয়া অন্ধ হয়ে গেছে। তারা কিছুই দেখেনি। সাউন্ড গ্রেণেডের শব্দে তাদের কানে তালা লেগে গেছে।
মিডিয়াকে নিয়ে আমার কিছু বলার নাই। ওরা ঐরকমই। সাধারন মানুষের বিশ্বাস একেক রকম। চাঁদে সাইদির মুখ দেখা যাচ্ছে বলে আম্মা রাতে চাঁদের দিকে চেয়েছিলেন বারবার। তিনি দেখেননি কিছু। আম্মা আমাকে বললেন, আমি যেমন বিশ্বাস করি না হিন্দুরা তাদের মন্দির ভাঙতে পারে, আমি তেমনি বিশ্বাস করিনা কোরআনের হাফেজ কোরআন পোড়াতে পারে। আমার পরিচিত এক লোক মোক্সেদুল মোমিন নাম। তিনি রাজনীতি খুব বোঝেন বলে মনে হয় না। আওয়ামী লীগের ঘোর সমর্থক তিনি। তিনি বললেন, সরকার যদি আড়াই হাজার লোক মেরে থাকে তবে ঠিকই করেছে। হুজুর গুলো খুব বাড়ছিলো। শিক্ষা দেয়া দরকার। একমত হতে আরলাম না তার সাথে। বুঝতে পারছি না পাগল আমি না সে। আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আচ্ছা ধরেন সরকার যদি সত্যি রাতের আঁধারে মতিঝিলের শাপলা চত্বরে ২৫০০ হাজার নিরস্ত মানুষকে নিধন করার নির্দেশ দেয় তবে আপনার বক্তব্য কি হবে? আপনি কি সরকারের এই কর্মকান্ডকে সমর্থন করবেন তখনো? সাদা কে সাদা, কালো কে কালো বলার মত বিবেক কি আমাদের নেই?
২| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৭
নবীউল করিম বলেছেন: না নে..
৩| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:৫৭
এরিস বলেছেন: কালো কে কালো বলার বিবেক আমাদের আছে। কিন্তু আমরা তোঁ বলা পর্যন্তই ক্ষান্ত দেবো। কি করলে এসব থেকে রেহাই পাওয়া যায়, সেই পথ মাতলে দেয়ার মানুষ কই???
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৭
নবীউল করিম বলেছেন: না নেি