নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাপন এর দৃষ্টিকোন

আমি স্পস্ট ভাষি সাধারন জীবন যাপনে তৃপ্ত একজন মানুষ। অতি সাধারন.....তবে প্রতিবাদী.. লিখার সৃজনশীলতায় কিছুটা দক্ষতা আছে.. ..নিজের মধ্যে এক অভাব খুজি সর্বদা, যাকে আমি লালন করি অসীম মমতা দিয়ে। কেন জানি সে আমার খুব প্রিয় হয়ে উঠছে দিন দিন...হয়তবা তাকে আমি

দোলন মাহমুদ

আমি স্পস্ট ভাষি সাধারন জীবন যাপনে তৃপ্ত একজন মানুষ। অতি সাধারন.....তবে প্রতিবাদী.. লিখার সৃজনশীলতায় কিছুটা দক্ষতা আছে.. ..নিজের মধ্যে এক অভাব খুজি সর্বদা, যাকে আমি লালন করি অসীম মমতা দিয়ে। কেন জানি সে আমার খুব প্রিয় হয়ে উঠছে দিন দিন...হয়তবা তাকে আমি আপন করেই পেতে চাই। চাওয়া ও পাওয়ার মধ্যের সম্পর্কটা সম্পুরক আবার পরিপূরক...এতেই আশা নিহীত থাকে অর্জনের....হয়তবা....।..সময় হচ্ছে কাল স্রোত, আর সে স্রোতে যারা নিজেদের সমর্পন করে দেয়, তারা হয় কালের স্রোতের নিয়ন্ত্রীত ও পরিবর্তীত। আর যারা শক্ত মনোভাবে দৃরতার সহিত নিজেকে নিয়স্ত্রীত করে গন্তব্যের দিকে,, তারা থাকে অপরিবর্তীত এবং সাফল্য মন্ডিত।...দোলন মাহমুদ।।

দোলন মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

"মা"

১২ ই মে, ২০১৩ ভোর ৫:২৯

"মা"

আমার জীবনের সবচেয়ে স্বু-মধুর একটা শব্দ, একটা উচ্চারণ, একটা শান্তি, একটা মহান ভালবাসা ও শুদ্ধার নাম। দুরে আছি বলে ভেবনা ভালবাসা এতটুকু কমে গেছে বরং অনেক গুনে বেড়ে গেছে,,,এ নারের টান,,,তোমার রক্তে মাংসে তীলে তীলে বড় হয়েছি মা,,,তোমার আদশের্ গড়া এ বিবেক,,,তাইতো নীরবে ঝরে অশ্রু,,,যখনি মনে পরে তোমায়,,,জানিনা এ অভাগা সন্তান কবে ফিরবে তোমার বুকে,,,মাগো অনেক ভালবাসি তোমায়,,অনেক ভালবাসি,,যা কোন ভাষা দিয়েই বুঝানো সম্ভব নয়। দোয়া কর মা তোমার ছেলে যেন অতিশ্রীঘ্র তোমার বুকে ফিরে আসতে পারে।

,,,,,,,দোলন মাহমুদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.