![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্পস্ট ভাষি সাধারন জীবন যাপনে তৃপ্ত একজন মানুষ। অতি সাধারন.....তবে প্রতিবাদী.. লিখার সৃজনশীলতায় কিছুটা দক্ষতা আছে.. ..নিজের মধ্যে এক অভাব খুজি সর্বদা, যাকে আমি লালন করি অসীম মমতা দিয়ে। কেন জানি সে আমার খুব প্রিয় হয়ে উঠছে দিন দিন...হয়তবা তাকে আমি আপন করেই পেতে চাই। চাওয়া ও পাওয়ার মধ্যের সম্পর্কটা সম্পুরক আবার পরিপূরক...এতেই আশা নিহীত থাকে অর্জনের....হয়তবা....।..সময় হচ্ছে কাল স্রোত, আর সে স্রোতে যারা নিজেদের সমর্পন করে দেয়, তারা হয় কালের স্রোতের নিয়ন্ত্রীত ও পরিবর্তীত। আর যারা শক্ত মনোভাবে দৃরতার সহিত নিজেকে নিয়স্ত্রীত করে গন্তব্যের দিকে,, তারা থাকে অপরিবর্তীত এবং সাফল্য মন্ডিত।...দোলন মাহমুদ।।
বন্ধু মানেই জীবন দীপ্তি
বন্ধু মানেই সব,
বন্ধু মানেই মহৎ কিছু
উৎসাহ স্তবক।
বন্ধু মানেই কোন কথা
না বল্লেইতো নয়,
সকল দুখের সকল সুখের
সাথি সেইতো হয়।।
বন্ধু মানে যুক্তি তকর্
মান অভিমান,
সকল শতর্ ভেঙে চুড়ে
এক সুরে গাওয়া গান।
বন্ধু মানেই পাশান বিষের
বুকের ভেতর বেথা,
জমিয়ে রাখা বলব সবি
যখন হবে দেখা।।
বন্ধু মানেই ভাবছ কি যা
বলবে তোমার আগে,
প্রানের যত সুপ্ত কথা
বললে শান্তি লাগে।
বন্ধু মানেই ভালবাসার
শ্রেষ্ঠ্র এক বন্ধন,
দুই দেহেতে একাত্ততার
অলৈকিক গুঞ্জন।।
(সকলকে জানাই বন্ধু দিবসের শুভেচ্ছা)
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:২১
দোলন মাহমুদ বলেছেন: শুভকামনা রইল আপনার প্রতি,,,
২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৭
সোনি সুলতানা বলেছেন: বন্ধু দিবসে অনেক অনেক শুভেচ্ছা
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:২২
দোলন মাহমুদ বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইল আপনার প্রতি,,,
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪১
আমার মন বলেছেন: কেমন আছে বন্ধু?
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:২৪
দোলন মাহমুদ বলেছেন: ভাল আছি বন্ধু,,,তুিম কেমন আছ,,?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা আপনাকেও........