নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাপন এর দৃষ্টিকোন

আমি স্পস্ট ভাষি সাধারন জীবন যাপনে তৃপ্ত একজন মানুষ। অতি সাধারন.....তবে প্রতিবাদী.. লিখার সৃজনশীলতায় কিছুটা দক্ষতা আছে.. ..নিজের মধ্যে এক অভাব খুজি সর্বদা, যাকে আমি লালন করি অসীম মমতা দিয়ে। কেন জানি সে আমার খুব প্রিয় হয়ে উঠছে দিন দিন...হয়তবা তাকে আমি

দোলন মাহমুদ

আমি স্পস্ট ভাষি সাধারন জীবন যাপনে তৃপ্ত একজন মানুষ। অতি সাধারন.....তবে প্রতিবাদী.. লিখার সৃজনশীলতায় কিছুটা দক্ষতা আছে.. ..নিজের মধ্যে এক অভাব খুজি সর্বদা, যাকে আমি লালন করি অসীম মমতা দিয়ে। কেন জানি সে আমার খুব প্রিয় হয়ে উঠছে দিন দিন...হয়তবা তাকে আমি আপন করেই পেতে চাই। চাওয়া ও পাওয়ার মধ্যের সম্পর্কটা সম্পুরক আবার পরিপূরক...এতেই আশা নিহীত থাকে অর্জনের....হয়তবা....।..সময় হচ্ছে কাল স্রোত, আর সে স্রোতে যারা নিজেদের সমর্পন করে দেয়, তারা হয় কালের স্রোতের নিয়ন্ত্রীত ও পরিবর্তীত। আর যারা শক্ত মনোভাবে দৃরতার সহিত নিজেকে নিয়স্ত্রীত করে গন্তব্যের দিকে,, তারা থাকে অপরিবর্তীত এবং সাফল্য মন্ডিত।...দোলন মাহমুদ।।

দোলন মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

''আপসোস''

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

বাংলাদেশের রাজনৈতিক দল গুলোর নেতা কমর্ীদের মিছিল, মিটিং আর হরতাল অবরোধের ছবি দেখলেই, আমার চোখের সামনে ''একদল ছালতোলা কুকুরের ছবি'' ভেসে ওঠে। মনে হয় শরিলের সমস্ত শক্তি দিয়ে সামান্ন খাবারে পোষার প্রভু ভক্তি প্রকাশে মরিয়া হয়ে উঠেছে।

তাদের দেখে মনে একটাই আপসোস আসে,,,আহারে প্রভু ভক্ত বিবেকহীন মানব/মানবী, কবে তোরা এই দাসত্ত্ব থেকে মুক্ত হয়ে মানুষ হয়ে প্রকাশ হবি...।।...দোলন মাহমুদ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

আরিফুর রহমান বাবুল বলেছেন: ভাই,আপনার দিন মনেহয় আর বেশীদিন নাই। ১৪ শিকের ভিতর ডোকার জন্য রেডিহয়ে থাকেন।

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:২৭

দোলন মাহমুদ বলেছেন: সয়ং রাষ্ট্র প্রধানও আমাকে জেলে ঢুকাতে পারবে না,,কারন আমি তাদের ধরা ছোয়ার বাহিরে,,যাই হউক আপনার সুন্দর মন্তব্বর জন্ন ধন্নবাদ,,ও শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.