![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রামেতে জন্ম আমার বাঁচায় নগর! সারাদিন পথে পথে ধোঁয়া-ধুলো খাই সন্ধ্যায় অফিসে বসের বকা-ঝকা খাই মাঝরাতে বাসায় ফিরে বউয়ের মুখ ঝামটা খাই অবশেষে ক্ষুধাহীন পেটে ঠান্ডা ভাত খেয়ে সামুতে লুকাই।
কাফি কামালের চতুর্থ গল্পগ্রন্থ ‘কন্যারাশির জাতক’
তরুণ গল্পকার ও সাংবাদিক কাফি কামালের চতুর্থ গল্পগ্রন্থ ‘কন্যারাশির জাতক’ মেলায় এসেছে। ‘কন্যারাশির জাতক’ গ্রন্থে স্থান পেয়েছে সাতটি গল্প। প্রতিটি গল্পই জীবন ঘনিষ্ঠ। কারাবন্দি কয়েকজন রাজনৈতিকের নিরস জীবনে ঢেউ তোলা কিছু তুচ্ছ ঘটনা এবং কারাগারের বাইরে বারান্দার গ্রিল পরিষ্কাররত এক বালিকার ভাগ্য নিয়ে লেখা গল্প ‘মেয়েটি’। ভোগের সামর্থ হারানো এক প্রৌঢের লাম্পট্য এবং পতনের গল্প ‘লাথি’। ‘কন্যারাশির জাতক’ গল্পটি একজন ঘোরগ্রস্ত কন্যারাশির জাতককে নিয়ে একজন ইন্টারনেট নির্ভর ভুয়া জ্যোতিষির ভবিষ্যতবর্ণনা এবং কয়েকটি কাকতালীয় ঘটনা নিয়ে রচিত। স্বামীর সন্ধান ও অধিকার আদায়ের দাবিতে বাংলাদেশে ছুটে আসা এক বিদেশিনী বধূকে নিয়ে লেখা গল্প ‘টান’। প্রতিবেশী দেশে ট্রেন চড়তে গিয়ে এক বাংলাদেশী বংশোদ্ভুত পরিবারের সঙ্গে পরিচয় ও তাদের তরুনী কন্যার মনে টোকা দেয়ার গল্প ‘প্রতিবেশিনী’। ‘বহুগামিনী’ গল্পটি একজন কবিকে নিয়ে যিনি বারবার মূলধারা থেকে ছিটকে পড়েছেন এবং ফের যুক্ত হয়েছেন। মনোযোগের সঙ্গে লক্ষ্য করেছেন কবিতা কিভাবে হয়ে উঠল বহুগামিনী। দোকানের সামনে ঝুলন্ত ছোট্ট একদাম সাইনবোর্ডের আড়ালে প্রতারণার কলাকৌশল নিয়ে লেখা গল্প ‘একদাম’। মাহবুবুল হকের সুদৃশ্য প্রচ্ছদে বইটি প্রকাশ করছে ‘জয়তী’, স্টল নম্বর- ২৫০-২৫১।
©somewhere in net ltd.