![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রযুক্তি খাতে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের রাস্তা ঘাটে অসংখ্য বিদ্যুৎ চালিত মোটরের রিকশা দেখা গেলেও আগামী বছর থেকে দেখা যাবে সৌরশক্তি চালিত রিকশা। বাংলাদেশের দুইজন গবেষক সরকারী অনুদানে উদ্ভাবন করেছেন বিদ্যুৎ সাশ্রয়ী সৌরশক্তি চালিত বিশেষ রিকশা। এসব রিকশা চালাতে প্যাডেল কিংবা বিদ্যুৎ চার্জ প্রয়োজন হবেনা। এটি নিজে থেকেই হুডের উপরে থাকা সৌর প্যানেল থেকে সৌর বিদ্যুৎ তৈরি করবে এবং ব্যাটারিতে তা
জমিয়ে ব্যবহার করবে মোটর চালাতে। এ রিকশা খুব সহজেই চার্জ নিবে এবং এতে সোলার প্যানেল হিসেবে ব্যবহার করা হয়েছে মাত্র দুটি পাত ফলে এটি দেখতেও অনেক হালকা পাতলা গড়নের হবে। এই রিকশাতে মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, যা রিকশা নিয়ন্ত্রণ করতে অত্যন্ত কার্যকরী, চালক চাইলেও রিকশার গতি অপ্রয়োজনীয় ভাবে বাড়াতে পারবেনা। ফলে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া এ রিকশা চালু হলে শুধু বিদ্যুতের উপর চাপ কমবে না পরিবেশ বান্ধবও হবে।
©somewhere in net ltd.