নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বিশ্ববাজারে বাংলাদেশী পণ্যের কদর দিনে দিনে বেড়েই চলেছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে চশমার কাঠামো

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৯

চশমার কাঠামো (ফ্রেম) রপ্তানি করে মাত্র ১৬ মাসে প্রায় ২৪ লাখ মার্কিন ডলার বা সাড়ে ১৮ কোটি টাকা আয় করেছে বাংলাদেশ। এর মধ্যে গত ২০১৩-১৪ অর্থবছরে আয় হয়েছে প্রায় ১১ কোটি টাকা। আর চলতি ২০১৪-১৫ অর্থবছরের (জুলাই-অক্টোবর) প্রথম চার মাসে আয় হয়েছে প্রায় সাড়ে সাত কোটি টাকা। সরকারের নির্দেশে পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। পুরোদমে চালু হলে তখন বিভিন্ন ধরনের সানগ্লাস বা রোদচশমা তৈরি ও রপ্তানি করা হবে। এমনকি বিশ্বের নামীদামি ব্র্যান্ডের কাছেও এসব পণ্য সরবরাহ করা হয়। এদিকে স্থানীয় বাজারে চশমার কাঠামো ও চশমার যে চাহিদা রয়েছে, তার ৯৫ শতাংশই দেশ থেকে পূরণ করা হয়। দেশের চারটি প্রতিষ্ঠান বৃহৎ আকারে চশমার কাঠামো তৈরি এবং স্থানীয় বাজারে তা বাজারজাত করছে। সেখানে এখন বাংলাদেশ থেকে চশমার কাঠামো রপ্তানি হচ্ছে। রপ্তানির বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে এ খাত থেকে রপ্তানি আয় সাড়ে ২২ কোটি টাকা ছাড়িয়ে যাবে। অর্থাৎ গত বছরের চেয়ে দ্বিগুণ রপ্তানি আয় হবে বলে ধারণা করা হচ্ছে। মূলত গত অর্থবছর থেকেই চশমার কাঠামো রপ্তানি হচ্ছে। এর আগে কয়েক দফায় নামমাত্র কিছু চশমার কাঠামো ও সানগ্লাস রপ্তানি হলেও তাতে কোনো ধারাবাহিকতা ছিল না। ২০১৩-১৪ আর্থিক বছরে বাংলাদেশ প্রায় পাঁচ লাখ পিস চশমার কাঠামো রপ্তানি করেছে। সেই হিসাবে চলতি ২০১৪-১৫ আর্থিক বছরের নয় মাসে (এপ্রিল থেকে নভেম্বর) প্রায় ১০ লাখ পিস চশমার কাঠামো রপ্তানি করা হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে প্রতিষ্ঠানটির সক্ষমতা পুরোদমে ব্যবহারের উপযোগী হবে। এজন্য সরকার সকল ধররনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.