![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পোশাক রপ্তানি করে ৫০ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করা অসম্ভব কিছু নয়। সরকার এবং এ শিল্পের উদ্যোক্তারা এ লক্ষ্য অর্জনে যৌথভাবে কাজ করে যাচ্ছে। আর এটি বাস্তবায়িত হলে উন্নয়নের মাইলফলক উন্মোচিত হবে। বিগত সরকার ক্ষমতা হস্তান্তরের সময় ১৪ বিলিয়ন ডলার বৈদেশিক আয় রেখে গেছে। বর্তমানে তা বেড়ে দ্বিগুণ হয়েছে। আর রিজার্ভ রেখে গিয়েছিল ৬ বিলিয়ন। বর্তমানে তা ২২ বিলিয়নে উন্নীত হয়েছে। স্বাধীনতার পর মাত্র ১৭টি পণ্য রপ্তানি করত বাংলাদেশ। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, কোরিয়া, চিলি, ব্রাজিল, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী পণ্য রপ্তানি হচ্ছে যা উন্নত দেশের পক্ষেও সম্ভব হয়নি। বিশ্ব ব্যাংকের জরিপে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়ে শিক্ষা, শিশু মৃত্যু হার, জনসংখ্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন দিকে এগিয়ে আছে। বিএনপি ক্ষমতায় আসার পর তিন শর্তে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা দিয়েছিল। শর্ত তিনটি হলো তুলা থেকে সুতা, সুতা থেকে ফেব্রিকস আর ফেব্রিকস থেকে পণ্য উৎপাদন করা।
বিএনপি সরকারের আমলে ভারত থেকে সুতা আমদানি করে তা উৎপাদন করা হয়েছে বলা হয়েছিল। সেটা ধরা পড়ায় যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা বাতিল হয়েছে। জিএসপি সুবিধা বাতিলের পর প্রধানমন্ত্রীর নির্দেশে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের নিয়ে বৈঠকের মাধ্যমে বিকল্প রপ্তানি বাজার তৈরি করা হয়েছে। আর এজন্য ব্যবসায়ীদের ৩ শতাংশ সরকারী প্রণোদনা দেয়া হচ্ছে। যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে ট্রেড ইউনিয়ন চালুর জন্য চাপ দিচ্ছে, সেদেশেই ৭ শতাংশ কারখানায় ট্রেড ইউনিয়ন বাস্তবায়ন হয়নি। কম্বোডিয়ার একটি কারখানায় প্রায় ৪০টি ট্রেড ইউনিয়ন রয়েছে। আমরা তাদের মতো হতে চাই না। চার-পাঁচজন শ্রমিক নিয়ে ট্রেড ইউনিয়ন হবে না। ট্রেড ইউনিয়ন করতে চাইলে ৩০ শতাংশ শ্রমিক একত্রিত হতে হবে। তা না হলে কারখানার উৎপাদন ব্যাহত হবে। দেশের পোশাক শিল্প অনেক এগিয়েছে। একে আরও এগিয়ে নিতে বাউশিয়ার মতো নারায়ণগঞ্জের শান্তির চরে একটি পোশাক পল্লী স্থাপন করা হবে।
প্রায় ১ হাজার একর জমির ওপর এই পল্লী স্থাপন করা হবে। এ্যাপারেল সামিটের মূল লক্ষ্য ২০২১ সালের মধ্যে পোশাক রপ্তানি ৫০ বিলিয়নে নিতে রোডম্যাপ তৈরি করা। রোডম্যাপ অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে পারলে ৫০ বিলিয়নের চেয়ে আরও বেশি রপ্তানি করা সম্ভব।
©somewhere in net ltd.