নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

মঙ্গাপীড়িত গ্রামীণ জনপদে এখন সবজি বিপ্লব। সরকারের উদ্ভাবিত কৃষি প্রযুক্তি ব্যবহার করে লালমনিরহাটের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে প্রান্তিক চাষীরা বিভিন্ন রকমের সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছে

১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

শীতের সবজি শিম চাষ করে ভাগ্য ফিরিয়েছেন লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামের পর গ্রামের তৃণমূল পর্যায়ের চাষীরা। শীত মৌসুম মানেই উত্তরাঞ্চলের অবহেলিত জেলা লালমনিরহাটে একসময় কর্মহীন ও মঙ্গাপীড়িত মানুষের মুখোচ্ছবি ভেসে বেড়াত। এখন সেই চিত্র নেই। শীতের মৌসুমে কৃষক প্রচলিত ফসল চাষ হতে বেরিয়ে এসে অপ্রচলিত শীতের সবজি চাষে মনোযোগী হয়েছে। এতে তৃণমূল পর্যায়ের কৃষকরাও ভাগ্য ফিরিয়ে আর্থিকভাবে সচ্ছলতা নিয়ে এসেছেন। পাশাপাশি কৃষিভিত্তিক শত শত কৃষি শ্রমিক নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। শীতের সবজি কিনতে তাই এখন প্রতিদিন অন্য জেলার সবজি ব্যবসায়ীরা এই জেলায় এসে ভিড় জমিয়েছে। এতে গ্রামীণ অর্থনীতিতে নগদ অর্থের যোগান বৃদ্ধি পেয়েছে। শীতের সবজি শিম, আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ প্রায় ৩৩ রকমের শীতের সবজি এই জেলায় চাষ হচ্ছে কয়েক বছর ধরে। বর্তমানে লালমনিরহাট জেলা শীত মৌসুমে প্রচলিত ফসল চাষের পাশাপাশি সবজি চাষে বিপ্লব ঘটিয়েছে। সবজি চাষ গ্রামীণ অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিয়েছে। সুযোগ সৃষ্টি হয়েছে নানা শ্রমজীবী মানুষের। কৃষি শ্রমিক, পরিবহন শ্রমিক ও ক্ষুদ্র সবজি ব্যবসায়ী প্রতিদিন নগদ আয়ের পথ খুঁজে পেয়েছেন। বিভিন্ন ধরনের সবজি চাষের অনুকূল আবহাওয়া থাকায় জেলার ৫টি উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে অধিক শিম চাষ হয়েছে। অগ্রিম শিম চাষ হওয়ায় প্রথম দফায় কৃষক শিমের বাজারে মূল্যও পেয়েছে বিগত কয়েক মৌসুমের চেয়ে কয়েক গুণ বেশি। তৃণমূল পর্যায়ের কৃষক একমাস আগেই শিম ক্ষেত থেকে তুলে জমিতেই বিক্রি করছেন। বর্তমান সরকারের অত্যাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করায় এ এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হতে শুরু করেছে। এখন আর সেই চিরচেনা মঙ্গা নেই। তারা এখন অনেক উদ্যেমী ও পরিশ্রমী। এই জেলার মাটি ও আবহাওয়া শিমসহ সবজি চাষের উপযোগী। তাই কৃষক সবজি চাষে ঝুঁকে পড়েছে। প্রচলিত কৃষি ফসলের পাশাপাশি সবজি চাষ করে এই জেলার প্রত্যন্ত গ্রামের কৃষক ভাগ্য পরিবর্তন করেছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.